কলকাতা, 29 জুন : নুসরত জাহান (Nusrat Jahan) এখন অতীত ! এ বার নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নাম জড়াল ত্রিধা চৌধুরীর (Tridha Chowdhury) ৷ সোশ্যাল মিডিয়ায় ত্রিধার পোস্টে নিখিলের কমেন্ট-সহ আরও নানা ক্ষেত্রে নতুন জল্পনা জন্ম নিয়েছে ৷ সেই জল্পনাকেই আরও উসকে দিল নিখিল ও ত্রিধার সাম্প্রতিক পোস্ট ৷ জড়াজড়ি সম্পর্কে তাঁদের একই ধরনের পোস্ট নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় ৷
বিষয়টা ঠিক কী ?
ত্রিধা চৌধুরী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁকে দেখা গিয়েছে সোফায় বসে থাকতে ৷ হাতে কফির মাগ ৷ আর পিছনে দেখা যায় একটা ভালুকের ছবি ৷ পোস্টটিতে ত্রিধা লিখেছিলেন, "এই কঠিন সময়ে একে অপরকে জড়িয়ে ধরা খুব প্রয়োজন ৷ হাতের কফি ঠান্ডা হয়ে গেলেও কোনও ক্ষতি হবে না ৷ কিন্তু জড়িয়ে ধরতে যেন কোনওভাবেই দেরি না-হয় ৷" ত্রিধার এই পোস্টের পরই শুরু হয়ে যায় কানাঘুষো ৷
আরও পড়ুন: জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা
কারণটা আর কিছুই নয় ৷ দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন নুসরত জাহানের 'লিভ-ইন পার্টনার' নিখিল জৈন ৷ সেই পোস্টের সঙ্গে ত্রিধার পোস্টের প্রচুর মিল ৷ সেখানে গোলাপি টি-শার্ট পরে নিজের ছবি পোস্ট করেছিলেন নিখিল ৷ টি-শার্টে লেখা ছিল, 'হাগসি'৷ আমেরিকায় ফ্রেন্ডস নামে একটি ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ৷ সেখানেই হাগসি নামে একটি চরিত্র ছিল ৷ সে একটি পুতুল ৷ তাকে জড়িয়ে ধরে ঘুমোত জোয়ি নামে একটি চরিত্র ৷ সেই হাগসির কথাই বলতে চেয়েছেন নিখিল জৈন ৷ তাঁর পোস্টে তিনি লিখেছেন, "সরল সেই ফ্রেন্ডসের দিনগুলিতে ফিরে গেলে আপনার শুধু হাগসিকেই প্রয়োজন হবে ৷" অর্থাৎ ত্রিধার মতোই জাদু কি ঝাপ্পির মাহাত্ম্য বুঝিয়েছেন নিখিল ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া
নিখিলের পরপরই ত্রিধাও একই ধরনের পোস্ট করায় তা নিয়ে জলঘোলা শুরু হয় ৷ নানা মনে নানা প্রশ্ন উঁকিঝুঁকি দিতে থাকে ৷ এরপরই নিজের পোস্টটি মুছে ফেলেন ত্রিধা ৷ এতেই আরও জোরালো হয় কানাঘুষো ৷ অনেকেই প্রশ্ন করতে শুরু করেন যে, তাহলে কি ত্রিধার সঙ্গে নিখিল নতুন সম্পর্কে জড়িয়েছেন ৷ সেই সম্পর্ক আড়াল করতেই কি ত্রিধা তাঁর পোস্টটি মুছে ফেললেন ? নুসরত-যশ নিয়ে চর্চার মাঝেই নয়া এই সমীকরণ নিয়ে এখন তোলপাড় নেটদুনিয়া ৷