কলকাতা : প্রয়াত বাঙালি ছবি নির্মাতা ঋতুপর্ণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানাতে আগ্রহ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ ।
তাদের ক্যাম্পেইন 'ফ্রি অ্যান্ড ইকুয়াল'-র হয়ে রাষ্ট্রসংঘের তরফে ঘোষণা করা হয়েছে যে, তারা ভারতীয় ফিচার ফিল্ম 'এ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ : সিজ়নস্ গ্রিটিং'-র সঙ্গে একত্রে কাজ করবে । পাশাপাশি LGBTQIA-র কারণ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোও তাদের লক্ষ্য ।
ছবিটির পরিচালনা করছেন রাম কমল মুখার্জি । 'এ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ : সিজ়নস্ গ্রিটিং'-এ মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সেলিনা জেটলি হাগ ও লিলেট দুবে ।
সেলিনা বলেন, "আমি খুব গর্বিত যে রাষ্ট্রসংঘ তাদের ক্যাম্পেইন ফ্রি অ্যান্ড ইকুয়ালের হয়ে ছবিটির সোশাল কজ় পার্টনার হতে রাজি হয়েছে । দেশের সমকামী, বাই ও ট্রান্স জনসংখ্যার জন্য এই ছবির মুক্তি একটা ঐতিহাসিক সময়ে হচ্ছে । দেশের সুপ্রিম কোর্ট সমকামীদের সম্পর্কের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ও বৃহন্নলাদের অধিকারকে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ।"
পরিচালক রাম কমল মুখার্জি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এটা অপ্রত্যাশিত তবে মনোরম আশ্চর্যজনক । ছবি নিয়ে জাতিসংঘের এই বিস্তারিত প্রতিক্রিয়ায় আমি আপ্লুত । আমি নিশ্চিত আজ ঋতুদা থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন ।"
রাষ্ট্রসংঘের এই ক্যাম্পেইনের ম্যানেজার রিক হেনাম বলেন, "এই ধরনের ছবি সেসব কথোপকথন শুরু করতে ও বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সমকামী সম্পর্কের গ্রহণযোগ্যতা থেকে শুরু করে ভারতের LGBTQIA-র মানুষের জীবন সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা সাহায্য করার কথা ভেবেছি ।"
'এ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ : সিজ়নস গ্রিটিং'-এ মা-মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে । যাতে শেষে একটি অপ্রত্যাশিত চমক রয়েছে ।