কলকাতা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'শেষের কবিতা'-র শেষে বিচ্ছেদ হয়েছিল অমিত, লাবণ্যর । তারপর কি আর তাদের দেখা হয়েছিল ? যদি হয়ে থাকে কেমন ছিল সেই মুহূর্ত ? না জানতে পারেনি কেউ । কিন্তু 25 বছর বাদে তাঁরা মুখোমুখি হলে কেমন হবে ? সে গল্পই দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক জিৎ চক্রবর্তী ।
জিতের এই প্রথম ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর । এছাড়াও ছবিতে দেখা যাবে পল্লবী চট্টোপাধ্যায়, কৃষ্ণকিশোর মুখার্জি, দুর্গা সাঁতরা সহ আরও অনেককে । গতকাল দর্শকের সামনে আনা হল ছবির ট্রেলার ও মিউজ়িক ।
ট্রেলার ও মিউজ়িক লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, ছবির সঙ্গীত পরিচালক জয় সরকার, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, পরিচালক জিৎ চক্রবর্তী সহ আরও অনেকে । এই মাসের 19 তারিখ মুক্তি পেতে চলেছে 'শেষের গল্প' ।
দেখে নিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু অংশ...