ETV Bharat / sitara

ইচ্ছে পূরণের গল্প বলবে 'টনিক' - অভিজিৎ সেন

সামনে এসেছে 'টনিক' ছবির নতুন পোস্টার । সেখানে রিভার ব়্যাফটিং করতে দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে । 8 মে মুক্তি পাবে ছবিটি ।

ে্ি
ে্ি
author img

By

Published : Feb 17, 2020, 2:49 PM IST

কলকাতা : 8 মে মুক্তি পাবে 'টনিক'। গরমের ছুটি চলে ওই সময় । ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব, শকুন্তলা বড়ুয়ার মতো তারকারা । পরিচালনায় অভিজিৎ সেন । প্রযোজনা করেছেন অতনু রায়চৌধুরি, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস । সম্প্রতি সামনে এসেছে ছবির নতুন পোস্টার । সেখানে রিভার ব়্যাফটিং করতে দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে ।

ছবি সম্পর্কে পরিচালক অভিজিৎ সেন বলেন, "ছবিটা মুক্তি পাচ্ছে গরমের ছুটিতে । এটা ছোটো-বড় সকলের ছবি । 'টনিক' ইচ্ছে পূরণের গল্প । পরিবারের সকলের একসঙ্গে বসে দেখার মতো ছবি এটি ।"

সম্প্রতি যে পোস্টারটি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব দু'জনের রিভার ব়্যাফটিং করছেন । বিষয়টি নিয়ে খানিক হেসে অভিজিৎ বললেন, "ছবিতে আদতেও রিভার ব়্যাফটিং আছে কি না, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে । আমাদের ছোটোবেলায় তো নানাধরনের ইচ্ছে থাকে, যত বয়স বাড়তে থাকে, সেগুলো চাপা পড়ে যায় । সেই ইচ্ছেপূরণের গল্পই 'টনিক'। সত্যি কথা বলতে একটা সিনেমার গল্পকে পোস্টারে ধরা খুবই ক্রিয়েটিভ কাজ বলে আমার মনে হয় । সেটা আমাদের প্রযোজক অতনু রায়চৌধুরি, দেব বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়েছেন । আমরা সকলে মিলে বসে আলোচনা করে ঠিক করেছি । আমরা এমন একটা ভিজুয়াল ধরেছি, যেটা সাধারণ মানুষ দেখে মজা পাবে, উৎসাহ পাবে । এবং এই ধরনের পোস্টার আমরা খুব একটা বাংলা ছবিতে দেখিও না । মনে হয় দেখিওনি । ফার্স্টলুকে আমরা রিলেশনশিপ দেখেছি বা অন্যকিছু দেখেছি, কিন্তু এই ধরনের কিছু দেখিনি । এটা ফিল্ম শুটের স্টিল থেকে নেওয়া ।"

ছবির শুটিং হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় । এ প্রসঙ্গে অভিজিৎ বলেন, "আমরা বাংলাতেই পুরো শুটিংটা করেছি । দার্জিলিঙে হয়েছে । উত্তরবঙ্গে রিভার ব়্যাফটিং হয়েছে । আমাদের বাংলাকে যতটা সুন্দরভাবে দেখানো যায়, সেই চেষ্টাই করা হয়েছে এই ছবিতে ।"

এর আগে ছবির আরও একটি পোস্টার সামনে এসেছিল । সেখানে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ । যদিও তাঁর মুখ দেখতে পাওয়া যায়নি । আর তাঁকে চশমা এগিয়ে দিচ্ছিল আরও একজন । ওই ব্যক্তির মুখও পোস্টারে দেখতে পাওয়া যায়নি ।

কলকাতা : 8 মে মুক্তি পাবে 'টনিক'। গরমের ছুটি চলে ওই সময় । ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব, শকুন্তলা বড়ুয়ার মতো তারকারা । পরিচালনায় অভিজিৎ সেন । প্রযোজনা করেছেন অতনু রায়চৌধুরি, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস । সম্প্রতি সামনে এসেছে ছবির নতুন পোস্টার । সেখানে রিভার ব়্যাফটিং করতে দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে ।

ছবি সম্পর্কে পরিচালক অভিজিৎ সেন বলেন, "ছবিটা মুক্তি পাচ্ছে গরমের ছুটিতে । এটা ছোটো-বড় সকলের ছবি । 'টনিক' ইচ্ছে পূরণের গল্প । পরিবারের সকলের একসঙ্গে বসে দেখার মতো ছবি এটি ।"

সম্প্রতি যে পোস্টারটি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব দু'জনের রিভার ব়্যাফটিং করছেন । বিষয়টি নিয়ে খানিক হেসে অভিজিৎ বললেন, "ছবিতে আদতেও রিভার ব়্যাফটিং আছে কি না, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে । আমাদের ছোটোবেলায় তো নানাধরনের ইচ্ছে থাকে, যত বয়স বাড়তে থাকে, সেগুলো চাপা পড়ে যায় । সেই ইচ্ছেপূরণের গল্পই 'টনিক'। সত্যি কথা বলতে একটা সিনেমার গল্পকে পোস্টারে ধরা খুবই ক্রিয়েটিভ কাজ বলে আমার মনে হয় । সেটা আমাদের প্রযোজক অতনু রায়চৌধুরি, দেব বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়েছেন । আমরা সকলে মিলে বসে আলোচনা করে ঠিক করেছি । আমরা এমন একটা ভিজুয়াল ধরেছি, যেটা সাধারণ মানুষ দেখে মজা পাবে, উৎসাহ পাবে । এবং এই ধরনের পোস্টার আমরা খুব একটা বাংলা ছবিতে দেখিও না । মনে হয় দেখিওনি । ফার্স্টলুকে আমরা রিলেশনশিপ দেখেছি বা অন্যকিছু দেখেছি, কিন্তু এই ধরনের কিছু দেখিনি । এটা ফিল্ম শুটের স্টিল থেকে নেওয়া ।"

ছবির শুটিং হয়েছে বাংলার বিভিন্ন জায়গায় । এ প্রসঙ্গে অভিজিৎ বলেন, "আমরা বাংলাতেই পুরো শুটিংটা করেছি । দার্জিলিঙে হয়েছে । উত্তরবঙ্গে রিভার ব়্যাফটিং হয়েছে । আমাদের বাংলাকে যতটা সুন্দরভাবে দেখানো যায়, সেই চেষ্টাই করা হয়েছে এই ছবিতে ।"

এর আগে ছবির আরও একটি পোস্টার সামনে এসেছিল । সেখানে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ । যদিও তাঁর মুখ দেখতে পাওয়া যায়নি । আর তাঁকে চশমা এগিয়ে দিচ্ছিল আরও একজন । ওই ব্যক্তির মুখও পোস্টারে দেখতে পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.