ETV Bharat / sitara

Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ - Chicken Tikka Masala

বার্মিংহামে আশা ভোঁসলের (Asha Bhosle) রেস্তোরাঁ আশাস (Asha's)-এ খেতে গিয়ে চিকেন টিক্কা মশলা (Chicken Tikka Masala)-র প্রেমে পড়ে গেলেন টম ক্রুজ(Tom Cruise) ৷

Tom Cruise visited Asha Bhosle's Birmingham restaurant Asha's and ordered Chicken Tikka Masala twice
আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ
author img

By

Published : Aug 24, 2021, 1:08 PM IST

বার্মিংহাম, 24 অগস্ট : হলিউড তারকা টম ক্রুজের (Tom Cruise) জিভে জল এনে দিয়েছে চিকেন টিক্কা মশলা (Chicken Tikka Masala)৷ রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতীয় এই ডিশ তাঁর এতই ভালো লেগেছে যে, তিনি দ্বিতীয় প্লেটও অর্ডার করেন ৷ রেস্তোরাঁটিও যে সে রেস্তোরাঁ নয় ৷ বার্মিংহামে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) রেস্তোরাঁ আশাস (Asha's)৷ সেই রেস্তোরাঁই টম ক্রুজের চিকেন টিক্কা মশলার প্রতি প্রেমের গল্প শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় ৷

আশাসের পক্ষ থেকে টম ক্রুজের একটি ছবিও পোস্ট করা হয়েছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ সেখানেই লেখা হয়েছে, "টম ক্রুজকে স্বাগত জানাতে পেরে আমরা আপ্লুত ৷ টম আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মশলা অর্ডার করার পর ওঁর এটা এতই ভালো লাগে যে, মুহূর্তে সেটি তিনি খেয়ে শেষ করে ফেলেন ৷ এরপর আবার তিনি সেই একই ডিশ অর্ডার করেন ৷ এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা ৷"

Tom Cruise visited Asha Bhosle's Birmingham restaurant Asha's and ordered Chicken Tikka Masala twice
আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

টম ক্রুজ তাঁর রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়া করে গিয়েছেন এই খবর কানে আসার পর যারপরনাই আহ্লাদিত আশা ভোঁসলেও ৷ তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন, "বার্মিংহামের আশাসে টম ক্রুজ দুরন্ত ভোজ সেরে গিয়েছেন শুনে দারুণ লাগল ৷ আশা করব, তিনি খুব শিগগিরই আবার এখানে আসবেন ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

টম ক্রুজের মতো হৃদয়কাড়া অভিনেতার ভারতীয় খাবারের প্রতি ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে দেশের নেট নাগরিকদেরও ৷ এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ কমেন্ট বক্স হার্টের ইমোজিতে বানভাসি হয়েছে ৷

আরও পড়ুন: Aishwarya Rai: ঐশ্বর্য কি গর্ভবতী ? ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প !

কর্মক্ষেত্রে মিশন: ইমপসিবল 7-এর শ্যুটিং-এ ব্যস্ত টম ক্রুজ ৷ তারই ফাঁকে ছোট বিরতি পেয়ে তিনি আশাসে গিয়েছিলেন ৷ রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার নৌম্যান ফারুকি বার্মিংহাম লাইভকে জানিয়েছেন, অন্যান্য অতিথিদের মতোই এসে টম ক্রুজ একটি ডিশ খেতে চেয়েছিলেন ৷ তিনি একটি খাঁটি ভারতীয় খাবারের স্বাদ নিতে চেয়েছিলেন ৷ যাঁরা খাচ্ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন তাঁকে চিনতে পারলেও অনেকেই বুঝতে পারেননি ৷ কেউ তাঁকে বিরক্ত করেননি ৷ তিনি বেরনোর সময় তাঁকে কাছ থেকে দেখার জন্য, ছবি তোলার জন্য কয়েকজনের হুড়োহুড়ি পড়ে যায় ৷

আরও পড়ুন: Abhishek Bachchan: আহত অভিষেককে হাসপাতালে দেখতে অমিতাভ-শ্বেতা

বার্মিংহাম, 24 অগস্ট : হলিউড তারকা টম ক্রুজের (Tom Cruise) জিভে জল এনে দিয়েছে চিকেন টিক্কা মশলা (Chicken Tikka Masala)৷ রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতীয় এই ডিশ তাঁর এতই ভালো লেগেছে যে, তিনি দ্বিতীয় প্লেটও অর্ডার করেন ৷ রেস্তোরাঁটিও যে সে রেস্তোরাঁ নয় ৷ বার্মিংহামে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) রেস্তোরাঁ আশাস (Asha's)৷ সেই রেস্তোরাঁই টম ক্রুজের চিকেন টিক্কা মশলার প্রতি প্রেমের গল্প শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় ৷

আশাসের পক্ষ থেকে টম ক্রুজের একটি ছবিও পোস্ট করা হয়েছে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ সেখানেই লেখা হয়েছে, "টম ক্রুজকে স্বাগত জানাতে পেরে আমরা আপ্লুত ৷ টম আমাদের বিখ্যাত চিকেন টিক্কা মশলা অর্ডার করার পর ওঁর এটা এতই ভালো লাগে যে, মুহূর্তে সেটি তিনি খেয়ে শেষ করে ফেলেন ৷ এরপর আবার তিনি সেই একই ডিশ অর্ডার করেন ৷ এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা ৷"

Tom Cruise visited Asha Bhosle's Birmingham restaurant Asha's and ordered Chicken Tikka Masala twice
আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

টম ক্রুজ তাঁর রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়া করে গিয়েছেন এই খবর কানে আসার পর যারপরনাই আহ্লাদিত আশা ভোঁসলেও ৷ তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন, "বার্মিংহামের আশাসে টম ক্রুজ দুরন্ত ভোজ সেরে গিয়েছেন শুনে দারুণ লাগল ৷ আশা করব, তিনি খুব শিগগিরই আবার এখানে আসবেন ৷"

আরও পড়ুন: Afghan Pop Star : তালিবানরা পাকিস্তানের মদতপুষ্ট, ভারত আমাদের প্রকৃত বন্ধু ; অকপট আরিয়ানা

টম ক্রুজের মতো হৃদয়কাড়া অভিনেতার ভারতীয় খাবারের প্রতি ভালোবাসা মন ছুঁয়ে গিয়েছে দেশের নেট নাগরিকদেরও ৷ এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ কমেন্ট বক্স হার্টের ইমোজিতে বানভাসি হয়েছে ৷

আরও পড়ুন: Aishwarya Rai: ঐশ্বর্য কি গর্ভবতী ? ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প !

কর্মক্ষেত্রে মিশন: ইমপসিবল 7-এর শ্যুটিং-এ ব্যস্ত টম ক্রুজ ৷ তারই ফাঁকে ছোট বিরতি পেয়ে তিনি আশাসে গিয়েছিলেন ৷ রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার নৌম্যান ফারুকি বার্মিংহাম লাইভকে জানিয়েছেন, অন্যান্য অতিথিদের মতোই এসে টম ক্রুজ একটি ডিশ খেতে চেয়েছিলেন ৷ তিনি একটি খাঁটি ভারতীয় খাবারের স্বাদ নিতে চেয়েছিলেন ৷ যাঁরা খাচ্ছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন তাঁকে চিনতে পারলেও অনেকেই বুঝতে পারেননি ৷ কেউ তাঁকে বিরক্ত করেননি ৷ তিনি বেরনোর সময় তাঁকে কাছ থেকে দেখার জন্য, ছবি তোলার জন্য কয়েকজনের হুড়োহুড়ি পড়ে যায় ৷

আরও পড়ুন: Abhishek Bachchan: আহত অভিষেককে হাসপাতালে দেখতে অমিতাভ-শ্বেতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.