ETV Bharat / sitara

'Top Gun Maverick' New Trailer : ভরপুর অ্যাকশন, শীঘ্রই পর্দায় আসছেন ক্য়াপ্টেন ম্যাভেরিক - Top Gun Maverick New Trailer

রোমাঞ্চ, নাটকীয়তা আর অ্যাকশন ৷ 1986 সালের 'টপ গান' ছবিটিকে ব্যাখা করতে গেলে ব্যবহার করা হয় এই শব্দগুলিই ৷ এবার আরও দ্বিগুণ মশালা নিয়ে সামনে এল এই ছবির দ্বিতীয় পর্ব অর্থাৎ 'টপ গান: ম্যাভেরিক' ছবির ট্রেলার ৷ 27 মে প্রেক্ষাগৃহে আসছে এই ছবি (Top Gun Maverick Release Date)।

Top Gun Maverick New Trailer
সামনে এল ট্রেলার, কবে পর্দায় আসছেন ক্য়াপ্টেন ম্যাভেরিক
author img

By

Published : Mar 30, 2022, 10:58 AM IST

ওয়াশিংটন, 30 মার্চ : সামনে এল হলি তারকা টম ক্রুজের বহু প্রতিক্ষিত 'টপ গান: ম্যাভেরিক' ছবির নতুন ট্রেলার ৷ মঙ্গলবার সামনে আসা এই ট্রেলারে অভিনেতাকে দেখা গিয়েছে ক্য়াপ্টেন পিট ম্যাভেরিক মিচেলের আইকনিক চরিত্রে ৷ হাই ফ্লাইয়িং টেস্ট পাইলট তথা প্রশিক্ষকের চরিত্রে ফের নতুন করে অনুরাগী সামনে আসতে চলেছেন টম ৷ রোমাঞ্চ, নাটকীয়তা এবং অ্যাকশনে ভরপুর 1986 সালের আইকনিক ছবি 'টপ গান'-এরই পরবর্তী অধ্যায়ের গল্প তুলে ধরা হবে এই নতুন ছবিটিতে ৷

অভিনেতা মাইলস টেলারকে এই ছবিতে দেখা যাবে পাইলট গুজের ছেলের চরিত্রে যিনি প্রথম পর্বে প্রশিক্ষণ চলাকালীন নিহত হয়েছিলেন ৷ নতুন এই ট্রেলারটিতে দর্শকদের পরিচয় হয় নৌবাহিনীর সবচেয়ে দুরন্ত কিছু পাইলটের সঙ্গে ৷ এমনকী তাঁদের মধ্যে একজন এও জিজ্ঞাসা করেন, "এখানে তো প্রত্যেকেই সেরা ওরা আবার আমাদের কী শেখাবে ?" আর তারপরেই ট্রেলারে বাইকের দুরন্ত গতিতে হাওয়ার বুক চিরে এন্ট্রি নেন ক্য়াপ্টেন পিট ম্যাভেরিক ৷ গোটা ট্রেলার জুড়েই রয়েছে রুদ্ধশ্বাস গতির দাপাদাপি ৷ আর সঙ্গে পদে পদে রয়েছে বিপদের ভয় ৷

আরও পড়ুন : মিশন : ইম্পসিবল 8 ! এখানেই থামবে ইথান হান্ট ?

অর্থাৎ একটি পারফেক্ট হলিউড থ্রিলারের জন্য যে যে উপাদান দরকার তা ভরপুর রয়েছে এই ট্রেলারে ৷ 'টপ গান: ম্যাভেরিক'-এ আরও অভিনয় করেছেন জেনিফার কনেলি, লুইস পুলম্যান, চার্লস পার্নেল, জে এলিস, জন হ্যাম, এড হ্যারিস, বশির সালাহউদ্দিন, ড্যানি রামিরেজ এবং মনিকা বারবারো। ছবিটির পরিচালনায় রয়েছেন জো কোসিনস্কি ৷ চিত্রনাট্য রচনা করেছেন পিটার ক্রেগ, জাস্টিন মার্কস এবং এরিক ওয়ারেন সিঙ্গার ৷ 27 মে মুক্তি পাচ্ছে এই ছবি (Top Gun Maverick Release Date)।

ওয়াশিংটন, 30 মার্চ : সামনে এল হলি তারকা টম ক্রুজের বহু প্রতিক্ষিত 'টপ গান: ম্যাভেরিক' ছবির নতুন ট্রেলার ৷ মঙ্গলবার সামনে আসা এই ট্রেলারে অভিনেতাকে দেখা গিয়েছে ক্য়াপ্টেন পিট ম্যাভেরিক মিচেলের আইকনিক চরিত্রে ৷ হাই ফ্লাইয়িং টেস্ট পাইলট তথা প্রশিক্ষকের চরিত্রে ফের নতুন করে অনুরাগী সামনে আসতে চলেছেন টম ৷ রোমাঞ্চ, নাটকীয়তা এবং অ্যাকশনে ভরপুর 1986 সালের আইকনিক ছবি 'টপ গান'-এরই পরবর্তী অধ্যায়ের গল্প তুলে ধরা হবে এই নতুন ছবিটিতে ৷

অভিনেতা মাইলস টেলারকে এই ছবিতে দেখা যাবে পাইলট গুজের ছেলের চরিত্রে যিনি প্রথম পর্বে প্রশিক্ষণ চলাকালীন নিহত হয়েছিলেন ৷ নতুন এই ট্রেলারটিতে দর্শকদের পরিচয় হয় নৌবাহিনীর সবচেয়ে দুরন্ত কিছু পাইলটের সঙ্গে ৷ এমনকী তাঁদের মধ্যে একজন এও জিজ্ঞাসা করেন, "এখানে তো প্রত্যেকেই সেরা ওরা আবার আমাদের কী শেখাবে ?" আর তারপরেই ট্রেলারে বাইকের দুরন্ত গতিতে হাওয়ার বুক চিরে এন্ট্রি নেন ক্য়াপ্টেন পিট ম্যাভেরিক ৷ গোটা ট্রেলার জুড়েই রয়েছে রুদ্ধশ্বাস গতির দাপাদাপি ৷ আর সঙ্গে পদে পদে রয়েছে বিপদের ভয় ৷

আরও পড়ুন : মিশন : ইম্পসিবল 8 ! এখানেই থামবে ইথান হান্ট ?

অর্থাৎ একটি পারফেক্ট হলিউড থ্রিলারের জন্য যে যে উপাদান দরকার তা ভরপুর রয়েছে এই ট্রেলারে ৷ 'টপ গান: ম্যাভেরিক'-এ আরও অভিনয় করেছেন জেনিফার কনেলি, লুইস পুলম্যান, চার্লস পার্নেল, জে এলিস, জন হ্যাম, এড হ্যারিস, বশির সালাহউদ্দিন, ড্যানি রামিরেজ এবং মনিকা বারবারো। ছবিটির পরিচালনায় রয়েছেন জো কোসিনস্কি ৷ চিত্রনাট্য রচনা করেছেন পিটার ক্রেগ, জাস্টিন মার্কস এবং এরিক ওয়ারেন সিঙ্গার ৷ 27 মে মুক্তি পাচ্ছে এই ছবি (Top Gun Maverick Release Date)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.