লস অ্যাঞ্জেলস, 26 মার্চ : হলিউড তারকা টম ক্রুজ এবার শুরু করলেন তাঁর ইম্পসিবল মিশনের শেষভাগের কাজ ৷ প্রথম থেকেই 'মিশন: ইম্পসিবল' চলচ্চিত্রে ইথান হান্টের চরিত্রে অভিনয় করে আসছেন টম ৷ এবার সেই যাত্রা শেষ হতে চলেছে ৷ খবর অনুযায়ী, 'মিশন: ইম্পসিবল 8' দিয়েই শেষ হবে এই জনপ্রিয় ছবির কাহিনি ৷ টম শুধু এই ছবির প্রধান অভিনেতাই নয় একইসঙ্গে ছবির প্রযোজকও বটে (Tom Cruise New Movie) ৷ সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এবার নিজের শেষ ইম্পসিবল মিশনের জন্য কাজ শুরু করেছেন এই প্রাজ্ঞ অভিনেতা ৷ এই ছবির জন্য লেখক এবং পরিচালক হিসাবে ফিরে এসেছেন ক্রিস্টোফার ম্যাকুয়ারি ৷
এর আগে 'মিশন: ইম্পসিবল 7'(Mission Impossible Franchise) ছবির মুক্তি নিয়েও প্যারামাউন্টের সঙ্গে কিছুটা মত বিরোধ হয়েছিল ক্রুজের ৷ খবর অনুযায়ী টম এব্যাপারে আইনজীবীরও সাহায্য নেন কারণ তিনি স্টুডিয়ো ছবি মুক্তির স্ট্রাটেজির সঙ্গে একমত হতে পারেননি ৷ কারণ প্যারামাউন্ট প্লাস (Paramount+)-এ স্ট্রিমিংয়ের আগে মাত্র 45 দিনের থিয়েটার উইন্ডো রাখতে চেয়েছিলেন তাঁরা যা এই অভিনেতা মেনে নিতে পারেননি ৷ কারণ সাধারণভাবে এর আগের কিস্তিগুলি তিন মাসের থিয়েটার উইন্ডো পেয়েছিল ৷
খবর অনুযায়ী টমের মতে, অন্য পরিষেবায় অর্থাৎ ঘরে বসে যদি মানুষ ছবিটি দেখতে পায় তাহলে তাঁরা প্রেক্ষাগৃহে যাওয়ার বিষয়ে আগ্রহ বোধ করবে না ৷ যদিও ছবিটি এখন সম্পূর্ণ হয়নি তাই এই বিরোধ আপাতত থামিয়ে রাখারই সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ ৷ তাঁদের মতে কাজ সম্পূর্ণ হলে এ নিয়ে চিন্তাভাবনা শুরু করবেন তাঁরা ৷
আরও পড়ুন : ছবির সাফল্যে অনুরাগীদের ভালবাসা জানালেন এনটিআর, আরআরআর-এ মুগ্ধ চিরঞ্জিবীও
'মিশন: ইম্পসিবল 7'-এর মুক্তির পাবার প্রাথমিক তারিখ ছিল গতবছরের 23 জুলাই ৷ কিন্তু বেশকিছু বার এই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ৷ আপাতত এই ছবি 2023 সালের 14 জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ আর তারপর 2024 সালের 8 জুন পর্দায় আসতে পারে মিশন ইম্পসিবলের শেষভাগের কাজ 'মিশন: ইম্পসিবল 8' ৷