ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : টলিউডে বন্ধ শুটিং - সিদ্ধান্ত

কোরোনা আতঙ্কের জেরে আগামীকাল থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিউডের সব শুটিং । ওইদিন বিকেলে সিনেমা জগতের সবার সঙ্গে ফের একটি রিভিউ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হেব ।

zxcে্ি
zxcে্ি
author img

By

Published : Mar 17, 2020, 5:26 PM IST

Updated : Mar 17, 2020, 7:13 PM IST

কলকাতা : কোরোনা ভাইরাস এখন থাবা বসিয়েছে বিশ্বের সব জায়গাতেই । আম জনতার পাশাপাশি এই আতঙ্ক গ্রাস করেছে তারকাদেরও । একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন তাঁরা । ইতিমধ্যেই বলিউড ও হলিউডে বন্ধ হয়েছে একাধিক সিনেমার শুটিং । আর এবার সেই একই পথে হাঁটল টলিউডও । কোরোনা আতঙ্কের জেরে আগামীকাল থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিউডের সব ধরনের শুটিং । আজ নন্দনে একটি বৈঠকের পর একথা জানান রাজ‍্যের যুব কল‍্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ।

অরূপ বিশ্বাস ছাড়াও বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক নিসপাল সিংহ রানে, অভিনেত্রী জুন মালিয়া, অরিন্দম গাঙ্গুলি সহ আরও অনেকে । বিভিন্ন টেলিভিশন চ্যানেলের একাধিক প্রতিনিধিও হাজির ছিলেন সেখানে ।

টালিগঞ্জের সব প্রযোজকদের একসঙ্গে একটি বৈঠক করার কথা ছিল গতকাল বিকেলেই । কোরোনা আতঙ্কের জেরে টলিউডে শুটিং বন্ধ করা হবে কি না সেই সিদ্ধান্ত হত সেখানেই । কিন্তু, একাধিক প্রযোজক বৈঠকে অনুপস্থিত থাকায় তা স্থগিত হয়ে যায় । পরিবর্তে আজ নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয় ।

যেখানে তিনি সাফ জানিয়ে দেন, "আগামীকাল থেকে 30 মার্চ পর্যন্ত সব সিনেমা এবং ধারাবাহিক সহ সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ আমাদের কাছে মানুষের জীবনের দাম অনেক বেশি । তাই সর্বম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 মার্চ বিকেলে সিনেমা জগতের সবার সঙ্গে একটি রিভিউ মিটিং করবেন । সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এদিকে শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন অনেক তারকাই । যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অরিন্দম গাঙ্গুলি । পাশাপাশি শুটিং বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত হবেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে জুনিয়র টেকনিশিয়ন সবাই । মূলত যাঁরা দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন । এ প্রসঙ্গে অরিন্দম বলেন, "টেকনিশিয়ানদের নিয়েও আলোচনা হয়েছে । যাঁদের যা অভাব অভিযোগ রয়েছে সেটা আমরা সবাই মিলে বসে ঠিক করব ।"

আর এই কোরোনা আতঙ্কের জেরে টলিউডের স্টুডিয়োগুলিতে এখন বেশ কিছুদিন লক্ষ্য করা যাবে না তারকাদের আনাগোনা । কার্যত অন্ধকারে ডুবে থাকবে টলিপাড়া ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : কোরোনা ভাইরাস এখন থাবা বসিয়েছে বিশ্বের সব জায়গাতেই । আম জনতার পাশাপাশি এই আতঙ্ক গ্রাস করেছে তারকাদেরও । একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন তাঁরা । ইতিমধ্যেই বলিউড ও হলিউডে বন্ধ হয়েছে একাধিক সিনেমার শুটিং । আর এবার সেই একই পথে হাঁটল টলিউডও । কোরোনা আতঙ্কের জেরে আগামীকাল থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিউডের সব ধরনের শুটিং । আজ নন্দনে একটি বৈঠকের পর একথা জানান রাজ‍্যের যুব কল‍্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ।

অরূপ বিশ্বাস ছাড়াও বৈঠকে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক নিসপাল সিংহ রানে, অভিনেত্রী জুন মালিয়া, অরিন্দম গাঙ্গুলি সহ আরও অনেকে । বিভিন্ন টেলিভিশন চ্যানেলের একাধিক প্রতিনিধিও হাজির ছিলেন সেখানে ।

টালিগঞ্জের সব প্রযোজকদের একসঙ্গে একটি বৈঠক করার কথা ছিল গতকাল বিকেলেই । কোরোনা আতঙ্কের জেরে টলিউডে শুটিং বন্ধ করা হবে কি না সেই সিদ্ধান্ত হত সেখানেই । কিন্তু, একাধিক প্রযোজক বৈঠকে অনুপস্থিত থাকায় তা স্থগিত হয়ে যায় । পরিবর্তে আজ নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয় ।

যেখানে তিনি সাফ জানিয়ে দেন, "আগামীকাল থেকে 30 মার্চ পর্যন্ত সব সিনেমা এবং ধারাবাহিক সহ সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কারণ আমাদের কাছে মানুষের জীবনের দাম অনেক বেশি । তাই সর্বম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 মার্চ বিকেলে সিনেমা জগতের সবার সঙ্গে একটি রিভিউ মিটিং করবেন । সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এদিকে শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন অনেক তারকাই । যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অরিন্দম গাঙ্গুলি । পাশাপাশি শুটিং বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত হবেন মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে জুনিয়র টেকনিশিয়ন সবাই । মূলত যাঁরা দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন । এ প্রসঙ্গে অরিন্দম বলেন, "টেকনিশিয়ানদের নিয়েও আলোচনা হয়েছে । যাঁদের যা অভাব অভিযোগ রয়েছে সেটা আমরা সবাই মিলে বসে ঠিক করব ।"

আর এই কোরোনা আতঙ্কের জেরে টলিউডের স্টুডিয়োগুলিতে এখন বেশ কিছুদিন লক্ষ্য করা যাবে না তারকাদের আনাগোনা । কার্যত অন্ধকারে ডুবে থাকবে টলিপাড়া ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 17, 2020, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.