ETV Bharat / sitara

প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা - Time spent among trees is never time wasted

আজ সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । বাড়ির ছাদে গাছের সঙ্গে ছবিগুলি তোলেন তিনি । বিভিন্ন মুডে গাছপালার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে ।

dfg
dfg
author img

By

Published : May 31, 2020, 8:22 PM IST

কলকাতা : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকায় হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতেই রয়েছেন তাঁরা । একই অবস্থা প্রিয়াঙ্কা সরকারের । এখন বাড়িতে গার্ডেনিং করছেন তিনি ।

আজ সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । বাড়ির ছাদে গাছের সঙ্গে ছবিগুলি তোলেন তিনি । বিভিন্ন মুডে গাছপালার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে ।

dfg
.

ছবির ক্যাপশনে লেখেন, "প্রকৃতির মধ্যে সময় কাটানো, সময় নষ্ট নয় ।"

মাত্র কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা । উপরে পড়েছে একাধিক গাছ । গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা । ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের তার । এই পরিস্থিতিতে আম জনতার পাশাপাশি অনেক দিন বিদ্যুৎ আসেনি প্রিয়াঙ্কার বাড়িতেও । যার জেরে সমস্যায় পড়েছিলেন তিনি । যদিও ওই পরিস্থিতিতেও সবাইকে মাথা ঠান্ডা রাখার কথা বলেছিলেন । এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । বিদ্যুতও এসে গিয়েছে বিভিন্ন জায়গায় ।

dfg
.

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় প্রিয়াঙ্কা । মাঝে মধ্যেই পোস্ট করছেন না না ধরনের ছবি ও ভিডিয়ো । এছাড়া এই সময় ছেলের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি ।

কলকাতা : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকায় হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতেই রয়েছেন তাঁরা । একই অবস্থা প্রিয়াঙ্কা সরকারের । এখন বাড়িতে গার্ডেনিং করছেন তিনি ।

আজ সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । বাড়ির ছাদে গাছের সঙ্গে ছবিগুলি তোলেন তিনি । বিভিন্ন মুডে গাছপালার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে ।

dfg
.

ছবির ক্যাপশনে লেখেন, "প্রকৃতির মধ্যে সময় কাটানো, সময় নষ্ট নয় ।"

মাত্র কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা । উপরে পড়েছে একাধিক গাছ । গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা । ছিঁড়ে গিয়েছিল বিদ্যুতের তার । এই পরিস্থিতিতে আম জনতার পাশাপাশি অনেক দিন বিদ্যুৎ আসেনি প্রিয়াঙ্কার বাড়িতেও । যার জেরে সমস্যায় পড়েছিলেন তিনি । যদিও ওই পরিস্থিতিতেও সবাইকে মাথা ঠান্ডা রাখার কথা বলেছিলেন । এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক । বিদ্যুতও এসে গিয়েছে বিভিন্ন জায়গায় ।

dfg
.

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় প্রিয়াঙ্কা । মাঝে মধ্যেই পোস্ট করছেন না না ধরনের ছবি ও ভিডিয়ো । এছাড়া এই সময় ছেলের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.