মুম্বই, 14 ডিসেম্বর : সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্টে রাজকীয় বিয়ে সারার পর এবার মুম্বই ফিরলেন ভিকি-ক্যাটরিনা (Vicky Katrina lands in Mumbai after marriage ) ৷ গত 9 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ বছরের অন্যতম সেরা বিবাহ অনুষ্ঠান বটেই, তার সঙ্গে সর্বদাই চর্চার তুঙ্গে ছিল চার হাতের এই মিলন ৷ বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই মালদ্বীপে হানিমুনও সেরে ফেলেছেন নবদম্পতি ৷
এবার অবশেষে মঙ্গলবার শহরে পা রাখলেন ভিক্যাট ৷ আগেই জানা গিয়েছিল জুহুতেই হতে চলেছে তাঁদের নতুন বাসস্থান ৷ আজ মুম্বই এয়ারপোর্ট থেকে ভাইরাল হয়েছে তাঁদের একাধিক ছবি৷ মুম্বই এয়ারপোর্টে পা রাখার আগেই আজ নিজেদের এনগেজমেন্টের বেশকিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই নব দম্পতি ৷ আর কয়েক ঘণ্টা পর এয়ারপোর্টেও ধরা পড়ল সেই কেমিস্ট্রি ৷ এক দিকে যেমন প্যাস্টেল পিঙ্ক সালোয়ারে মন মাতালেন ক্যাটরিনা তেমনি হাবেভাবে পোশাকে আশাকে নজর কাড়লেন ভিকিও ৷
আরও পড়ুন : করিনার আবাসনে আরটি-পিসিআর শিবির বিএমসি-র, নজরে করণের পার্টির অতিথিরা
শুক্রবার বিয়ের পর্ব মিটতে না মিটতেই আকাশপথে উড়ান দিয়েছিলেন ভি-ক্যাট ৷ ছুুটি কাটিয়ে এবার ফের একবার বলিউডি সিনেমার দুনিয়ায় ফিরে যাবেন দুই তারকা ৷ এ মাসের 7 তারিখ শুরু হয়েছিল এই পঞ্জাবি বিবাহের পর্ব ৷