ETV Bharat / sitara

জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা - Kangana Ranaut

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিল সুশান্ত সিং রাজপুতের ফিল্ম ছিছোড়ে ৷ সেরা হিন্দি ফিল্ম বিভাগে পুরস্কৃত হয়েছে এই ফিল্ম ৷ আর সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷

the-67th-national-film-awards-chhichhore-wins-best-hindi-film-award-kangana-ranaut-wins-best-actress-award
জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা
author img

By

Published : Mar 22, 2021, 5:33 PM IST

দিল্লি, 22 মার্চ: সেরা হিন্দি ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছিছোড়ে ৷ সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার এসেছে কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে ৷ তাঁর দুটি ফিল্ম 'মণিকর্ণিকা: দু কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি ৷ সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছে গুমনামি ৷

করোনাভাইরাসের কারণে এই পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ সোমবার ন্য়াশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ এ বছর 2019 সালের নীতেশ তিওয়ারির ফিল্ম ছিছোড়ে সেরা হিন্দি ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ৷

আরও পড়ুন: উত্তেজক নাচে প্রিয়াঙ্কাকে অন্তর্বাস খুলতে বলেছিলেন পরিচালক

হিন্দি ফিল্মে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেয়ি ৷ 'ভোসলে' ফিল্মের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি ৷ অপরদিকে, তামিল ফিল্ম 'আসুরন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ধনুশ ৷ সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বি প্রাক (কেসরি)।

দিল্লি, 22 মার্চ: সেরা হিন্দি ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছিছোড়ে ৷ সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার এসেছে কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে ৷ তাঁর দুটি ফিল্ম 'মণিকর্ণিকা: দু কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি ৷ সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছে গুমনামি ৷

করোনাভাইরাসের কারণে এই পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ সোমবার ন্য়াশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ এ বছর 2019 সালের নীতেশ তিওয়ারির ফিল্ম ছিছোড়ে সেরা হিন্দি ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে ৷

আরও পড়ুন: উত্তেজক নাচে প্রিয়াঙ্কাকে অন্তর্বাস খুলতে বলেছিলেন পরিচালক

হিন্দি ফিল্মে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেয়ি ৷ 'ভোসলে' ফিল্মের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি ৷ অপরদিকে, তামিল ফিল্ম 'আসুরন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ধনুশ ৷ সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বি প্রাক (কেসরি)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.