ETV Bharat / sitara

20 নভেম্বর গোয়ায় শুরু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল

এবারের ফেস্টিভালে সহযোগী দেশ রাশিয়া । দেখানো হবে বিভিন্ন দেশের 200 টিরও বেশি ছবি ।

author img

By

Published : Oct 6, 2019, 2:01 PM IST

ছবি

দিল্লি : 20 নভেম্বর গোয়ায় শুরু হবে 50 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল । চলবে 28 নভেম্বর পর্যন্ত । জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।

এবারের ফেস্টিভালে সহযোগী দেশ রাশিয়া । দেখানো হবে বিভিন্ন দেশের 200 টিরও বেশি ছবি । দেখানো হবে 50 বছর আগে মুক্তি পাওয়া বিভিন্ন ভাষার 12টি ছবি ।

জাভড়েকর বললেন, এবারের ফেস্টিভালে অংশ নেবেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী । থাকবেন 10 হাজারেরও বেশি সিনেমাপ্রেমী ।

যেহেতু অমিতাভ বচ্চনের নাম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তাই তাঁর সাত থেকে আটটি ছবি দেখানো হবে এবারের ফেস্টিভালে ।

দিল্লি : 20 নভেম্বর গোয়ায় শুরু হবে 50 তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল । চলবে 28 নভেম্বর পর্যন্ত । জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।

এবারের ফেস্টিভালে সহযোগী দেশ রাশিয়া । দেখানো হবে বিভিন্ন দেশের 200 টিরও বেশি ছবি । দেখানো হবে 50 বছর আগে মুক্তি পাওয়া বিভিন্ন ভাষার 12টি ছবি ।

জাভড়েকর বললেন, এবারের ফেস্টিভালে অংশ নেবেন একাধিক অভিনেতা ও অভিনেত্রী । থাকবেন 10 হাজারেরও বেশি সিনেমাপ্রেমী ।

যেহেতু অমিতাভ বচ্চনের নাম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তাই তাঁর সাত থেকে আটটি ছবি দেখানো হবে এবারের ফেস্টিভালে ।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.