ETV Bharat / sitara

Tanusree Chakraborty New Film : চিরসখার সঙ্গে এবার পর্দায় আসছেন তনুশ্রী চক্রবর্তী - tanusree chakraborty and ishaan mazumdar are pairing up for their new film

অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি 'চিরসখা হে' (Arghadeep Chatterjee is Coming with his new film )। এই ছবিতে জুটি বাঁধছেন তনুশ্রী চক্রবর্তী এবং ঈশান মজুমদার ।

tanusree chakraborty and ishaan mazumdar are pairing up for their new film
চিরসখার সঙ্গে এবার পর্দায় আসছেন তনুশ্রী চক্রবর্তী
author img

By

Published : Feb 4, 2022, 5:49 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের হাত ধরে রুপোলী পর্দায় আসছে টলিউডের নতুন জুটি তনুশ্রী চক্রবর্তী এবং ঈশান মজুমদার । ছবির নাম 'চিরসখা হে...' ৷ গল্প লিখেছেন অর্ঘদীপ স্বয়ং (Arghadeep Chatterjee is Coming with his new film )। '৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে 'মোজোপ্লেক্স' এন্টারটেনমেন্ট'-এর নিবেদনে আসবে এই ছবি।

গল্পের দিকে তাকালে দেখা যায়, ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে । ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। বছর দুয়েক হল জেঠু শিবাশিস এবং মা অলোকার সঙ্গে কলকাতার বাড়ি ছেড়ে ঈশানরা চলে এসেছে তাঁদের উত্তরবঙ্গের আদিবাড়িতে। জেঠু শিবাশিস পেশায় উকিল । অন্যদিকে ঈশান পেশায় ফ্রিল্যান্স ফোটোগ্রাফার । ছবিটাও বেশ ভালই আঁকে ঈশান ।

অন্যদিকে গল্পের নায়িকা তিলোত্তমার স্বামী মারা গিয়েছে বছর সাতেক আগে । তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান । একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে?

আরও পড়ুন : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না

সেটা নিয়েই আসছে অর্ঘদীপের এই ছবি 'চিরসখা হে...'। তনুশ্রী, ঈশান ছাড়াও আছে মিঠু চক্রবর্তী, বরুণ চন্দ-সহ আরও অনেকে। সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অভীক রায় এবং সূর্যনীল বন্দ্যোপাধ্যায় । ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুভদীপ নস্কর আর সম্পাদনার দায়ভার সামলাচ্ছেন অনির্বাণ মাইতি।

কলকাতা, 4 ফেব্রুয়ারি : অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের হাত ধরে রুপোলী পর্দায় আসছে টলিউডের নতুন জুটি তনুশ্রী চক্রবর্তী এবং ঈশান মজুমদার । ছবির নাম 'চিরসখা হে...' ৷ গল্প লিখেছেন অর্ঘদীপ স্বয়ং (Arghadeep Chatterjee is Coming with his new film )। '৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে 'মোজোপ্লেক্স' এন্টারটেনমেন্ট'-এর নিবেদনে আসবে এই ছবি।

গল্পের দিকে তাকালে দেখা যায়, ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে । ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। বছর দুয়েক হল জেঠু শিবাশিস এবং মা অলোকার সঙ্গে কলকাতার বাড়ি ছেড়ে ঈশানরা চলে এসেছে তাঁদের উত্তরবঙ্গের আদিবাড়িতে। জেঠু শিবাশিস পেশায় উকিল । অন্যদিকে ঈশান পেশায় ফ্রিল্যান্স ফোটোগ্রাফার । ছবিটাও বেশ ভালই আঁকে ঈশান ।

অন্যদিকে গল্পের নায়িকা তিলোত্তমার স্বামী মারা গিয়েছে বছর সাতেক আগে । তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান । একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে?

আরও পড়ুন : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না

সেটা নিয়েই আসছে অর্ঘদীপের এই ছবি 'চিরসখা হে...'। তনুশ্রী, ঈশান ছাড়াও আছে মিঠু চক্রবর্তী, বরুণ চন্দ-সহ আরও অনেকে। সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অভীক রায় এবং সূর্যনীল বন্দ্যোপাধ্যায় । ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুভদীপ নস্কর আর সম্পাদনার দায়ভার সামলাচ্ছেন অনির্বাণ মাইতি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.