কলকাতা, 15 জানুয়ারি : গতানুগতিক প্রেম, ভালোবাসা থেকে বেরিয়ে যিনি বাংলা সিনেমাকে চিত্রধর্মী এবং মানব আবেগে ভরপুর শিল্পকলা করে তুলেছিলেন, তিনি জনপ্রিয় চিত্রপরিচালক তপন সিনহা । 'হুইল চেয়ার', 'আতঙ্ক', 'সবুজ দ্বীপের রাজা', 'বাঞ্ছারামের বাগান', 'বৈদুর্য্য রহস্য', 'সাগিনা মাহাতো', 'গল্প হলেও সত্যি', 'কাবুলিওয়ালা'-সহ অগণিত ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে ।
এহেন মানুষটির পরিচালনা ছাড়াও লিখতেন গান আর বাঁধতেন সুর । আজ 15 জানুয়ারি তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কথায় ও সুরে একটি অত্যন্ত জনপ্রিয় গান 'মন বলে আমি মনের কথা জানি না' প্রকাশ পেল ঋদ্ধি বন্দোপাধ্যায় এবং তনুশ্রী গুহর কণ্ঠে (Riddhi Bandopadhyay And Tanushree Guha give a Tribute to Director Tapan Sinha ) ৷ এই গান শোনা যাবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে । এই উদ্যোগ নিয়ে ঋদ্ধি বলেন, "তপন সিনহার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তাঁর একটি ছবি দেখতে গিয়ে গোর্কি সদনে । আমি চিরদিন ওঁর প্রতিভার ভক্ত । তাই ভক্তের যেন ভগবানকে দেখা, এমনই উন্মাদনা ছিল প্রথম সাক্ষাতে ।"
আরও পড়ুন : এখনই মিলছে না ছুটি, হাসপাতালেই আরও কিছুদিন থাকতে হবে লতাকে
তিনি আরও বলেন, "তার কিছুদিন পরে 'দেজ পাবলিশার্স' থেকে একটি কাজের ভার এল আমার এবং আমার স্বামী ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের উপর । তপন সিনহার জীবন নিয়ে একটি বই বেরোবে তাঁর সংগীত সংগ্রহ আর গানগুলির নোটেশন করতে হবে আমাদের । সেই সূত্রেই আবার যাওয়া । তখন এই গানটা রচনার ইতিহাস শুনেছিলাম । সেটি যথাসময়ে বলব । অসাধারণ লেগেছিল আদ্যন্ত ভদ্র পরিশীলিত এক মানুষের দেখা পেয়ে । কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, প্রথম ছবির সংগীতের টাইটেল কার্ডে ওঁর নামটা সবার পিছনে কেন? বলেছিলেন, যেখানে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদের গান রয়েছে, সেখানে ওঁদের সঙ্গে আমার নাম উচ্চারিত হবার মতো যোগ্যতা আমার নেই । তাই টাইটেল কার্ডে আমার নামটা সবার পিছনে।" 'মন বলে আমি মনের কথা জানি না' গানের মিউজিক অ্যারেঞ্জমেণ্ট করেছেন আবলু চক্রবর্তী।