ETV Bharat / sitara

রতনে রতন চেনে, একসঙ্গে ছবি দিয়ে ট্রোলের শিকার নুসরত-শ্রাবন্তী-তনুশ্রী - নুসরত জাহানের বেবি বাম্প

এক ফ্রেমে তিন অভিনেত্রী ৷ নুসরত জাহান, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তিন বান্ধবীর একসঙ্গে কাটানো একটা আনন্দের মুহূর্তের ছবি পোস্ট করতেই ট্রোলিং-এ বানভাসি সোশ্যাল মিডিয়া ৷

tanushree chakraborty shares picture with Srabanti Chatterjee and nusrat jahan
রতনে রতন চেনে, একসঙ্গে ছবি দিয়ে ট্রোলের শিকার নুসরত-শ্রাবন্তী-তনুশ্রী
author img

By

Published : Jul 9, 2021, 5:45 PM IST

কলকাতা, 9 জুলাই : আর মাত্র দু মাস ৷ হিসেব বলছে, আগামী সেপ্টেম্বরেই পৃথিবীর আলো দেখবে অভিনেত্রী নুসরত জাহানের গর্ভের সন্তান ৷ তার আগে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন তৃণমূল সাংসদ ৷ যাবতীয় সমালোচনা, ট্রোলিং-কে মাঠের বাইরে পাঠিয়ে তিনি ভালো মুহূর্ত কাটাচ্ছেন কাছের মানুষদের সঙ্গে ৷ হবু মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ৷ সেই ছবিতে আছেন তাঁদের আর এক সহচরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ৷ এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে ৷

তনুশ্রী চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে গালে গাল ঠেকিয়ে পোজ দিয়েছেন তিন কন্যা ৷ তনুশ্রীর একদিকে হবু মা নুসরত জাহান ও অপরদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ আলোর ঝলকানিতে জ্বলজ্বল করছেন তিন নায়িকা ৷

এই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ শুরু হয়েছে ট্রোলিং ৷ কেউ লিখেছেন, "রতনে রতন চেনে"৷ আবার অনেকের অভিযোগ, তিন অভিনেত্রীর চোখই বলে দিচ্ছে যে তাঁরা নেশা করেছেন ৷ তবে আগুনের ইমোজিও দিয়েছেন অনেকে ৷ তাঁদের আবার তিন পরী বলে বর্ণনা করেছেন এক ভক্ত ৷ এ ভাবেই জীবনটাকে উপভোগ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন অনুরাগী ৷

আরও পড়ুন: নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত

নুসরত বা শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিং নতুন কিছু নয় ৷ তিনটি বিয়ে নিয়ে নেট নাগরিকদের একাংশের রসিকতার খোরাক হয়ে গিয়েছেন শ্রাবন্তী ৷ তাঁর ফটো শ্যুটের ছবি পোস্ট করলেও তাঁকে আক্রমণ করতে ছাড়েন না নেট নাগরিকরা ৷ অপরদিকে, নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়া, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বিতর্ক, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম - এই সব নানা ঘটনার ঘনঘটায় এখন ট্রোলিং-এর নয়া নিশানা বসিরহাটের অভিনেত্রী ৷ বাগান পরিচর্যা, শ্যুটিং-এর দৃশ্য - তিনি যে ছবিই পোস্ট করুন, তা নিয়েই বাঁকা কথা শুনতে হচ্ছে ৷ তাঁর সন্তানের বাবা কে ? এই প্রশ্নেও তাঁকে জেরবার করার চেষ্টা করেছেন নেটিজেনরা ৷

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

তবে তিনি যে এ সব কিছুকে একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা আরও একবার স্পষ্ট হল এই ছবি দেখে ৷ এর আগেও হবু মা নুসরতকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তাঁর দুই প্রিয় বান্ধবী শ্রাবন্তী ও তনুশ্রী ৷ তাঁদের সঙ্গে তোলা ছবিতেই প্রথম প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প ৷

tanushree chakraborty shares picture with Srabanti Chatterjee and nusrat jahan
এই ছবিতেই প্রথম প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প

আবারও পার্টির মেজাজে দেখা গেল এই তিন মাথাকে ৷ এই ছবিতে নুসরতের বেবি বাম্প দেখা না-গেলেও তাঁর মুখে স্পষ্ট হয়েছে মাতৃত্বের জেল্লা ৷

কলকাতা, 9 জুলাই : আর মাত্র দু মাস ৷ হিসেব বলছে, আগামী সেপ্টেম্বরেই পৃথিবীর আলো দেখবে অভিনেত্রী নুসরত জাহানের গর্ভের সন্তান ৷ তার আগে মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছেন তৃণমূল সাংসদ ৷ যাবতীয় সমালোচনা, ট্রোলিং-কে মাঠের বাইরে পাঠিয়ে তিনি ভালো মুহূর্ত কাটাচ্ছেন কাছের মানুষদের সঙ্গে ৷ হবু মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ৷ সেই ছবিতে আছেন তাঁদের আর এক সহচরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ৷ এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে ৷

তনুশ্রী চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে গালে গাল ঠেকিয়ে পোজ দিয়েছেন তিন কন্যা ৷ তনুশ্রীর একদিকে হবু মা নুসরত জাহান ও অপরদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ আলোর ঝলকানিতে জ্বলজ্বল করছেন তিন নায়িকা ৷

এই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ শুরু হয়েছে ট্রোলিং ৷ কেউ লিখেছেন, "রতনে রতন চেনে"৷ আবার অনেকের অভিযোগ, তিন অভিনেত্রীর চোখই বলে দিচ্ছে যে তাঁরা নেশা করেছেন ৷ তবে আগুনের ইমোজিও দিয়েছেন অনেকে ৷ তাঁদের আবার তিন পরী বলে বর্ণনা করেছেন এক ভক্ত ৷ এ ভাবেই জীবনটাকে উপভোগ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন অনুরাগী ৷

আরও পড়ুন: নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত

নুসরত বা শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিং নতুন কিছু নয় ৷ তিনটি বিয়ে নিয়ে নেট নাগরিকদের একাংশের রসিকতার খোরাক হয়ে গিয়েছেন শ্রাবন্তী ৷ তাঁর ফটো শ্যুটের ছবি পোস্ট করলেও তাঁকে আক্রমণ করতে ছাড়েন না নেট নাগরিকরা ৷ অপরদিকে, নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়া, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে বিতর্ক, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম - এই সব নানা ঘটনার ঘনঘটায় এখন ট্রোলিং-এর নয়া নিশানা বসিরহাটের অভিনেত্রী ৷ বাগান পরিচর্যা, শ্যুটিং-এর দৃশ্য - তিনি যে ছবিই পোস্ট করুন, তা নিয়েই বাঁকা কথা শুনতে হচ্ছে ৷ তাঁর সন্তানের বাবা কে ? এই প্রশ্নেও তাঁকে জেরবার করার চেষ্টা করেছেন নেটিজেনরা ৷

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

তবে তিনি যে এ সব কিছুকে একেবারেই পাত্তা দিচ্ছেন না, তা আরও একবার স্পষ্ট হল এই ছবি দেখে ৷ এর আগেও হবু মা নুসরতকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তাঁর দুই প্রিয় বান্ধবী শ্রাবন্তী ও তনুশ্রী ৷ তাঁদের সঙ্গে তোলা ছবিতেই প্রথম প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প ৷

tanushree chakraborty shares picture with Srabanti Chatterjee and nusrat jahan
এই ছবিতেই প্রথম প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প

আবারও পার্টির মেজাজে দেখা গেল এই তিন মাথাকে ৷ এই ছবিতে নুসরতের বেবি বাম্প দেখা না-গেলেও তাঁর মুখে স্পষ্ট হয়েছে মাতৃত্বের জেল্লা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.