ETV Bharat / sitara

Oscars 2022 : মায়ের কোলে আশ্রয় খোঁজা ছোট্ট ছেলের গল্প, অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’

তামিল শব্দ ‘কুড়াঙ্গল’-এর অর্থ নুড়িপাথর ৷ নেশাসক্ত এবং হিংস্র বাবার হাত থেকে নিস্তার পেতে মায়ের খোঁজে বেরিয়ে পড়া এক বালকের গল্প দেখানো হয়েছে ছবিতে ৷ এ বছর 4 ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি ৷ ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে সেটি ৷

Tamil Movie Koozhangal is Indias official entry for the Oscars 2022
অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’
author img

By

Published : Oct 23, 2021, 6:38 PM IST

কলকাতা, 23 অক্টোবর : অস্কারে পাঠানোর জন্য সঠিক ছবির বাছাই নিয়ে বিতর্ক চলে আসছে বহু বছর ধরে ৷ এ বার ঠিক তার ব্যাতিক্রম ৷ 2022-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পাঠানোর জন্য তামিল ছবি ‘কুড়াঙ্গল’কে বেছে নেওয়া হয়েছে ৷ তা নিয়ে বিশিষ্ট মহলে তো বটেই, উচ্ছ্বাস দেখাচ্ছেন সিনেমাপ্রেমী আমজনতাও ৷ নবাগত পরিচালক পিএস বিনোদরাজ পরিচালিত এই ছবি অস্কারের জন্য একেবারে সঠিক নির্বাচন বলে মনে করছেন সকলেই ৷ যদিও বাংলা ছবিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগও তুলছেন একাংশ ৷

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবং তাঁর প্রেমিক তথা প্রযোজক-পরিচালক ভিগনেশ শিবানের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হয়েছে ‘কুড়াঙ্গল’ ছবিটি ৷ তামিল শব্দ ‘কুড়াঙ্গল’-এর অর্থ নুড়িপাথর ৷ নেশাসক্ত এবং হিংস্র বাবার হাত থেকে নিস্তার পেতে মায়ের খোঁজে বেরিয়ে পড়া এক বালকের গল্প দেখানো হয়েছে ছবিতে ৷ এ বছর 4 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ছবিটি ৷ ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে সেটি ৷

আরও পড়ুন: Sudhaa Chandran: কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি-শরণে সুধা চন্দ্রন

নেদারল্যান্ডস-এ আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রটারডাম-এ সেরা নতুন পরিচালকের পুরস্কার জিতেছেন বিনোদরাজ ৷ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস-এ ওই বিভাগেই মনোনীত হন তিনি ৷ সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ‘কুড়াঙ্গল’৷ শেষ মেশ দৌড়ে থাকা ‘শেরনি’, ‘সর্দার উধম সিং’-এর মতো 14টি ছবির মধ্যে থেকে ‘কুড়াঙ্গল’-কেই অস্কারে পাঠানোর জন্য বেছে নেয় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার 15 সদস্যের জ্যুরি ৷

তবে ভারতের তরফে পাঠানো হলেও, সেরা বিদেশি বিভাগের ছবি হিসেবে আগে মনোনীত হতে হবে ‘কুড়াঙ্গল’-কে ৷ তার পরেই জয়ের সম্ভাবনা ৷ গত কয়েক বছরে ‘জাল্লিকাট্টু’, ‘গাল্লি বয়’, ‘ভিলেজ রকস্টারস’, ‘নিউটন’-এর মতো একাধিক প্রশংসিত ছবিকে অস্কারে পাঠানো হয় ৷ কিন্তু বাছাইপর্ব পেরিয়ে মনোনীত হতে পারেনি কোনওটিই ৷ এত বছরে ভারত থেকে মাত্র তিনটি ছবিই অস্কারের জন্য মনোনীত হয়েছে, ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বম্বে’ এবং ‘লাগান’৷

আরও পড়ুন: Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

যদিও এর জন্য ছবির চয়নকেই দায়ী করেন বিশেষজ্ঞ মহল ৷ একসময় হিন্দি ছবিকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ উঠত ৷ সাম্প্রতিক কালে আবার দক্ষিণী ছবিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ সামনে আসতে শুরু করেছে ৷ বাংলা ছবিকে কেন অস্কারে পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না, তা নিয়েও সরব হয়েছেন এক শ্রেণির মানুষ ৷ যদিও এ বারে কোনও বাংলা ছবির নামই জমা পড়েনি বলে দাবি করেছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ৷

তবে তাতেই বাংলা ছবির প্রতি বঞ্চনার অভিযোগে ইতি পড়েনি ৷ তবে এ ব্যাপারে একেবারেই একমত নন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ মূলত বাণিজ্যিক ছবির জন্য পরিচিত হলেও, পরিচালকের সাফ বক্তব্য, ‘‘বাংলা ছবির নাম কেন তালিকায় নেই, এ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে ৷ অস্কারের দৌড়ে যে ছবিটিকে বাছা হয়েছে, সেটি অত্যন্ত ভাল ছবি ৷ সর্বোপরী এ দেশেরই ছবি ৷ করোনার প্রকোপে এমনিতেই এ বছর কম ছবি তৈরি হয়েছে বাংলায় ৷ সে ক্ষেত্রে ছবি জমা না পড়লে বাছাই হবে কী করে! এ বারে যে ছবিটিকে বেছে নেওয়া হয়েছে, সেটিতে সংলাপ খুব কম ৷ দেখনদারি নেই একেবারেই ৷ অল্প সংলাপে কী ভাবে একটি ছবি অনবদ্য হয়ে উঠতে পারে, তা এই ছবিটি না দেখলে বোঝা যাবে না ৷’’

আরও পড়ুন: khorkuto: 'খড়কুটো' পরিবারে চলছে দুর্গাপুজো, আপ্লুত গুনগুন-পুটু পিসিরা

এ ব্যাপারে একমত অভিনেত্রী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘কোভিডের জেরে এ বারে তুলনামূলক কম ছবি তৈরি হয়েছে ৷ প্রযোজকরাই ছবির তালিকা পাঠান ৷ এ বারে কোনও বাংলা ছবির নমাম জমা পড়েনি ৷ তাই নাম নেই তালিকায় ৷ এমনিতে এ বারে অস্কারমুখী ছবির সংখ্যাও কম ৷’’

কলকাতা, 23 অক্টোবর : অস্কারে পাঠানোর জন্য সঠিক ছবির বাছাই নিয়ে বিতর্ক চলে আসছে বহু বছর ধরে ৷ এ বার ঠিক তার ব্যাতিক্রম ৷ 2022-এর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পাঠানোর জন্য তামিল ছবি ‘কুড়াঙ্গল’কে বেছে নেওয়া হয়েছে ৷ তা নিয়ে বিশিষ্ট মহলে তো বটেই, উচ্ছ্বাস দেখাচ্ছেন সিনেমাপ্রেমী আমজনতাও ৷ নবাগত পরিচালক পিএস বিনোদরাজ পরিচালিত এই ছবি অস্কারের জন্য একেবারে সঠিক নির্বাচন বলে মনে করছেন সকলেই ৷ যদিও বাংলা ছবিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগও তুলছেন একাংশ ৷

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবং তাঁর প্রেমিক তথা প্রযোজক-পরিচালক ভিগনেশ শিবানের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হয়েছে ‘কুড়াঙ্গল’ ছবিটি ৷ তামিল শব্দ ‘কুড়াঙ্গল’-এর অর্থ নুড়িপাথর ৷ নেশাসক্ত এবং হিংস্র বাবার হাত থেকে নিস্তার পেতে মায়ের খোঁজে বেরিয়ে পড়া এক বালকের গল্প দেখানো হয়েছে ছবিতে ৷ এ বছর 4 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায় ছবিটি ৷ ইতিমধ্যেই একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে সেটি ৷

আরও পড়ুন: Sudhaa Chandran: কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি-শরণে সুধা চন্দ্রন

নেদারল্যান্ডস-এ আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রটারডাম-এ সেরা নতুন পরিচালকের পুরস্কার জিতেছেন বিনোদরাজ ৷ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস-এ ওই বিভাগেই মনোনীত হন তিনি ৷ সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ‘কুড়াঙ্গল’৷ শেষ মেশ দৌড়ে থাকা ‘শেরনি’, ‘সর্দার উধম সিং’-এর মতো 14টি ছবির মধ্যে থেকে ‘কুড়াঙ্গল’-কেই অস্কারে পাঠানোর জন্য বেছে নেয় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার 15 সদস্যের জ্যুরি ৷

তবে ভারতের তরফে পাঠানো হলেও, সেরা বিদেশি বিভাগের ছবি হিসেবে আগে মনোনীত হতে হবে ‘কুড়াঙ্গল’-কে ৷ তার পরেই জয়ের সম্ভাবনা ৷ গত কয়েক বছরে ‘জাল্লিকাট্টু’, ‘গাল্লি বয়’, ‘ভিলেজ রকস্টারস’, ‘নিউটন’-এর মতো একাধিক প্রশংসিত ছবিকে অস্কারে পাঠানো হয় ৷ কিন্তু বাছাইপর্ব পেরিয়ে মনোনীত হতে পারেনি কোনওটিই ৷ এত বছরে ভারত থেকে মাত্র তিনটি ছবিই অস্কারের জন্য মনোনীত হয়েছে, ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বম্বে’ এবং ‘লাগান’৷

আরও পড়ুন: Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

যদিও এর জন্য ছবির চয়নকেই দায়ী করেন বিশেষজ্ঞ মহল ৷ একসময় হিন্দি ছবিকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ উঠত ৷ সাম্প্রতিক কালে আবার দক্ষিণী ছবিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ সামনে আসতে শুরু করেছে ৷ বাংলা ছবিকে কেন অস্কারে পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না, তা নিয়েও সরব হয়েছেন এক শ্রেণির মানুষ ৷ যদিও এ বারে কোনও বাংলা ছবির নামই জমা পড়েনি বলে দাবি করেছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ৷

তবে তাতেই বাংলা ছবির প্রতি বঞ্চনার অভিযোগে ইতি পড়েনি ৷ তবে এ ব্যাপারে একেবারেই একমত নন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ মূলত বাণিজ্যিক ছবির জন্য পরিচিত হলেও, পরিচালকের সাফ বক্তব্য, ‘‘বাংলা ছবির নাম কেন তালিকায় নেই, এ নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে ৷ অস্কারের দৌড়ে যে ছবিটিকে বাছা হয়েছে, সেটি অত্যন্ত ভাল ছবি ৷ সর্বোপরী এ দেশেরই ছবি ৷ করোনার প্রকোপে এমনিতেই এ বছর কম ছবি তৈরি হয়েছে বাংলায় ৷ সে ক্ষেত্রে ছবি জমা না পড়লে বাছাই হবে কী করে! এ বারে যে ছবিটিকে বেছে নেওয়া হয়েছে, সেটিতে সংলাপ খুব কম ৷ দেখনদারি নেই একেবারেই ৷ অল্প সংলাপে কী ভাবে একটি ছবি অনবদ্য হয়ে উঠতে পারে, তা এই ছবিটি না দেখলে বোঝা যাবে না ৷’’

আরও পড়ুন: khorkuto: 'খড়কুটো' পরিবারে চলছে দুর্গাপুজো, আপ্লুত গুনগুন-পুটু পিসিরা

এ ব্যাপারে একমত অভিনেত্রী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ও ৷ তিনি বলেন, ‘‘কোভিডের জেরে এ বারে তুলনামূলক কম ছবি তৈরি হয়েছে ৷ প্রযোজকরাই ছবির তালিকা পাঠান ৷ এ বারে কোনও বাংলা ছবির নমাম জমা পড়েনি ৷ তাই নাম নেই তালিকায় ৷ এমনিতে এ বারে অস্কারমুখী ছবির সংখ্যাও কম ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.