ETV Bharat / sitara

Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড - সোনু সুদ

কৃষি আইন প্রত্যাহারে (Farm Laws Repeal) খুশি বলিউড ৷ সেলিব্রিটিরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ তাপসী পান্নু (Taapsee Panu), সোনু সুদ (Sonu Sood), গুল পনাগ (Gul Panag)-সহ অনেকেই টুইট করে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদিকে ৷

Taapsee Panu, Sonu Sood, Gul Panag and other Film personalities welcome govt's decision to repeal farm laws
"শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড
author img

By

Published : Nov 19, 2021, 7:11 PM IST

মুম্বই, 19 নভেম্বর: গুরুনানক জয়ন্তীর সাতসকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আজ বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করেছেন তিনি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলিউড ৷ কৃষি আইন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেলিব্রিটিরা ৷ তাপসী পান্নু (Taapsee Panu) থেকে গুল পনাগ (Gul Panag), সোনু সুদ (Sonu Sood) থেকে শেখর সুমন, রিচা চাড্ডা-সহ আরও অনেকে টুইটে মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷

বলিউডের অভিনেতা সোনু সুদ টুইটারে লিখেছেন, "এটা একটা দারুণ খবর ! কৃষি আইন ফিরিয়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদিজি ও প্রধানমন্ত্রীর দফতরকে ধন্যবাদ ৷ শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার জন্য কৃষকদের ধন্যবাদ ৷ আশা করব আজ শ্রী গুরুনানক দেবজির প্রকাশ পুরবের দিনে আনন্দ নিয়েই আপনারা বাড়ি ফিরতে পারবেন ৷"

  • This is a wonderful news!
    Thank you,@narendramodi ji, @PMOIndia, for taking back the farm laws. Thank you, farmers, for raising just demands through peaceful protests. Hope you will happily return to be with your families on the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji today.

    — sonu sood (@SonuSood) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

নরেন্দ্র মোদির ঘোষণার পর ধারাবাহিক ভাবে টুইট করেছেন অভিনেত্রী গুল পনাগ ৷ তিনি লিখেছেন, "অবশেষে কৃষি আইন প্রত্যাহার করার জন্য নরেন্দ্র মোদিজির কাছে কৃতজ্ঞ থাকব ৷ এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হোক এটা আমরা কেউ চাইছিলাম না, কারণ অনেকগুলো জীবন চলে গিয়েছে...সংস্কারের ক্ষেত্রে সব স্টেক হোল্ডারকে নিয়ে যে সিদ্ধান্তে উপনীত হবে - এটা ভবিষ্যতের সরকারগুলির কাছে একটা বড় শিক্ষা...যে কৃষকদের গুন্ডা, মাওয়ালি, দেশবিরোধী বলে সম্বোধন করা হয়েছিল, তাঁরা এগুলি কখনও ভুলে যাবেন না (ক্ষমা করবেন না) ৷ এটা মনে রাখবেন ৷ তাঁরা তাঁদের দৃঢ়তা ও অধ্যাবসায়ের মাধ্যমে এই সরকারের পিছু হঠতে বাধ্য করেছে ।"

  • And no,farmers are NOT going to forget (or forgive) being called hooligans, ‘mawaalis’ anti nationals , terrorists, goons. Remember that.

    They have, through their grit & perseverance, forced the hand of this Government, that doesn’t back down, on anything.#Farmlawsrepealed

    — Gul Panag (@GulPanag) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুরু পুরবের দিনে কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ৷ অপর অভিনেত্রী রিচা চাড্ডা প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, "আপনি জিতে গিয়েছেন ৷ আপনার জয়েই সবার জিত ৷"

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

  • Let’s celebrate the farmers, their grit and their perseverance today.

    — Hansal Mehta (@mehtahansal) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত অভিনেতা শেখর সুমন ও চিত্রনির্মাতা হনসল মেহতাও ৷

  • Gurunanak Jayanti ke paavan avsar par sarkar ne teeno farm laws wapas le liye.Jai Kisan!!!Badhaiyaan..Aapki shahadat aur kranti rang layee.🙏

    — Shekhar Suman (@shekharsuman7) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অতীতেও বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে সেলেবদের ৷ সেই তালিকায় তাপসী, রিচা ছাড়াও ছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, প্রীতি জিন্টা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

মুম্বই, 19 নভেম্বর: গুরুনানক জয়ন্তীর সাতসকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আজ বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করেছেন তিনি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলিউড ৷ কৃষি আইন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেলিব্রিটিরা ৷ তাপসী পান্নু (Taapsee Panu) থেকে গুল পনাগ (Gul Panag), সোনু সুদ (Sonu Sood) থেকে শেখর সুমন, রিচা চাড্ডা-সহ আরও অনেকে টুইটে মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷

বলিউডের অভিনেতা সোনু সুদ টুইটারে লিখেছেন, "এটা একটা দারুণ খবর ! কৃষি আইন ফিরিয়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদিজি ও প্রধানমন্ত্রীর দফতরকে ধন্যবাদ ৷ শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার জন্য কৃষকদের ধন্যবাদ ৷ আশা করব আজ শ্রী গুরুনানক দেবজির প্রকাশ পুরবের দিনে আনন্দ নিয়েই আপনারা বাড়ি ফিরতে পারবেন ৷"

  • This is a wonderful news!
    Thank you,@narendramodi ji, @PMOIndia, for taking back the farm laws. Thank you, farmers, for raising just demands through peaceful protests. Hope you will happily return to be with your families on the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji today.

    — sonu sood (@SonuSood) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

নরেন্দ্র মোদির ঘোষণার পর ধারাবাহিক ভাবে টুইট করেছেন অভিনেত্রী গুল পনাগ ৷ তিনি লিখেছেন, "অবশেষে কৃষি আইন প্রত্যাহার করার জন্য নরেন্দ্র মোদিজির কাছে কৃতজ্ঞ থাকব ৷ এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হোক এটা আমরা কেউ চাইছিলাম না, কারণ অনেকগুলো জীবন চলে গিয়েছে...সংস্কারের ক্ষেত্রে সব স্টেক হোল্ডারকে নিয়ে যে সিদ্ধান্তে উপনীত হবে - এটা ভবিষ্যতের সরকারগুলির কাছে একটা বড় শিক্ষা...যে কৃষকদের গুন্ডা, মাওয়ালি, দেশবিরোধী বলে সম্বোধন করা হয়েছিল, তাঁরা এগুলি কখনও ভুলে যাবেন না (ক্ষমা করবেন না) ৷ এটা মনে রাখবেন ৷ তাঁরা তাঁদের দৃঢ়তা ও অধ্যাবসায়ের মাধ্যমে এই সরকারের পিছু হঠতে বাধ্য করেছে ।"

  • And no,farmers are NOT going to forget (or forgive) being called hooligans, ‘mawaalis’ anti nationals , terrorists, goons. Remember that.

    They have, through their grit & perseverance, forced the hand of this Government, that doesn’t back down, on anything.#Farmlawsrepealed

    — Gul Panag (@GulPanag) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গুরু পুরবের দিনে কৃষি আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু ৷ অপর অভিনেত্রী রিচা চাড্ডা প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, "আপনি জিতে গিয়েছেন ৷ আপনার জয়েই সবার জিত ৷"

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

  • Let’s celebrate the farmers, their grit and their perseverance today.

    — Hansal Mehta (@mehtahansal) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত অভিনেতা শেখর সুমন ও চিত্রনির্মাতা হনসল মেহতাও ৷

  • Gurunanak Jayanti ke paavan avsar par sarkar ne teeno farm laws wapas le liye.Jai Kisan!!!Badhaiyaan..Aapki shahadat aur kranti rang layee.🙏

    — Shekhar Suman (@shekharsuman7) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অতীতেও বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছে সেলেবদের ৷ সেই তালিকায় তাপসী, রিচা ছাড়াও ছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, প্রীতি জিন্টা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইনে পিছু হটেছে কেন্দ্র, উচ্ছ্বসিত বিরোধীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.