ETV Bharat / sitara

পকেটে টাকা নেই, এদিকে সুইৎজ়ারল্যান্ড চললেন আবির-রুক্মিনী - আবির চ্যাটার্জির খবর

পকেটে বেশি টাকা নেই । দার্জিলিং-পুরী-দীঘার বাইরে সিমলা যেতেও অবস্থা খারাপ হয়ে যায় । এদিকে সুইৎজ়ারল্যান্ড যাবার জন্য বদ্ধপরিকর আবির আর রুক্মনী ।

Abir chatterjee and Rukmini Maitra new film
Abir chatterjee and Rukmini Maitra new film
author img

By

Published : Oct 23, 2020, 1:52 PM IST

কলকাতা : থ্রিলার নয়, প্রেমের গল্পও নয়, নেই ভূতের আনাগোনা । সৌভিক কুণ্ডু পরিচালিত 'সুইৎজ়ারল্যান্ড' ছবি এক মধ্যবিত্ত পরিবারকে নিয়ে । যে পরিবার সুইৎজ়ারল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখে ।

কমার্শিয়াল ছবির মোড়কে একটা রিয়েলিস্টিক গল্প বলতে চেয়েছেন সৌভিক । এমন নয় যে অভাব অনটনের সংসার, দুঃখে দিন কাটছে কোনওরকমে । স্বামী, স্ত্রী আর দুই সন্তানের জীবনে খুশির ঝলক আছে । তাই বলে সুইৎজ়ারল্যান্ডে বেড়াতে যাওয়া ? না, এটা একটু বাড়াবাড়ি ।

Abir chatterjee and Rukmini Maitra new film
আবির

এই স্বামী আর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি আর রুক্মিনী মৈত্র । দেব ছাড়া এই প্রথম অন্য কোনও হিরোর বিপরীতে অভিনয় করছেন রুক্মিনী । ট্রেলারেই আবির আর রুক্মিনীর অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকের ।

সবদিক সামলে তারা সুইৎজ়ারল্যান্ড যেতে পারে কিনা সেই নিয়েই 'সুইৎজ়ারল্যান্ড'-এর গল্প ।

ছবিটির অন্যতম প্রযোজক জিৎ । তাঁকে একটি নাচের দৃশ্যে দেখাও গেছে । পুজোর বাড়িতে আবির-জিতের সঙ্গে জমিয়ে নেচেছেন রুক্মিনী । তবে ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : থ্রিলার নয়, প্রেমের গল্পও নয়, নেই ভূতের আনাগোনা । সৌভিক কুণ্ডু পরিচালিত 'সুইৎজ়ারল্যান্ড' ছবি এক মধ্যবিত্ত পরিবারকে নিয়ে । যে পরিবার সুইৎজ়ারল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখে ।

কমার্শিয়াল ছবির মোড়কে একটা রিয়েলিস্টিক গল্প বলতে চেয়েছেন সৌভিক । এমন নয় যে অভাব অনটনের সংসার, দুঃখে দিন কাটছে কোনওরকমে । স্বামী, স্ত্রী আর দুই সন্তানের জীবনে খুশির ঝলক আছে । তাই বলে সুইৎজ়ারল্যান্ডে বেড়াতে যাওয়া ? না, এটা একটু বাড়াবাড়ি ।

Abir chatterjee and Rukmini Maitra new film
আবির

এই স্বামী আর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি আর রুক্মিনী মৈত্র । দেব ছাড়া এই প্রথম অন্য কোনও হিরোর বিপরীতে অভিনয় করছেন রুক্মিনী । ট্রেলারেই আবির আর রুক্মিনীর অনস্ক্রিন কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকের ।

সবদিক সামলে তারা সুইৎজ়ারল্যান্ড যেতে পারে কিনা সেই নিয়েই 'সুইৎজ়ারল্যান্ড'-এর গল্প ।

ছবিটির অন্যতম প্রযোজক জিৎ । তাঁকে একটি নাচের দৃশ্যে দেখাও গেছে । পুজোর বাড়িতে আবির-জিতের সঙ্গে জমিয়ে নেচেছেন রুক্মিনী । তবে ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.