ETV Bharat / sitara

সোয়েটারের স্পেশাল স্ক্রিনিং

author img

By

Published : Apr 9, 2019, 6:16 PM IST

ছবির প্রযোজক, পরিচালক ও  কলকাতার 'প্রণাম সংস্থা'-র সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা নন্দনে আয়োজিত হয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের।

সোয়েটারের স্পেশাল স্ক্রিনিং

কলকাতা: সোয়েটার বুনতে জানলেই বিয়ে ফাইনাল। শ্য়ামলা রঙের জন্য পাত্রপক্ষের প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে টুকুকে। অবশেষে যে বিয়ে ঠিক হয়, তাতে একটাই শর্ত। জানতে হবে সোয়েটার বোনা। শিলাদিত্য় মৌলিক তাঁর ছবি 'সোয়েটার'-এ এমনই গল্প বেঁধেছেন। ছবিটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি আয়োজন করা হয়েছিল ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। তাতে উপস্থিত ছিলেন ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, ফারহান, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে। ছবির প্রযোজক, পরিচালক ও কলকাতার 'প্রণাম সংস্থা'-র সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা নন্দনে আয়োজিত হয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের। স্পেশল স্ক্রিনিংয়ে এসে অভিনেত্রী ইশা সাহা বলেন, "আমরা এখন নন্দনে আছি। একটা বাংলা ছবিকে কেন্দ্র করে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত সেরকম প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এমনি কাজের চাপের জন্য খুব একটা হলে যাওয়ার সুযোগ পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়েছি তাই এসেছি নন্দনের সেই ফ্লেভারটাকে নেব বলে। একটু টেনশন তো হয়। বৃদ্ধাশ্রমের মানুষজন হয়তো সময় মত ছবি দেখতে পান না বা দেখার সুযোগ পান না। আজকে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই।"

ইশা সাহা ও শিলাদিত্য মৌলিক

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "আজকে আমাদের এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। কারণ, আমরা দেখতে পাচ্ছি মানুষ আজকাল হলে এসে ছবি দেখা বন্ধ করে দিয়েছেন। কারণ, এখন ভালো বিষয় ও আবেগের গল্প ছবি আর পরদায় দেখা যায় না। তরুণ তরুণীদের জন্য অনেক ছবি হচ্ছে। কিন্তু, বয়স্কদের জন্য সেভাবে কোনও ছবি বানানো হচ্ছে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প, মা-বাবা, দাদু-দিদাদের সোয়েটার বানানোর গল্প সেই সব কিছু আজকে আবার নতুন করে তারা ফিরে পাবেন বলেই আমরা প্রণাম সংস্থার ১৪০ জনকে নন্দনে সোয়েটার ছবিটি দেখানোর ব্যবস্থা করেছি।"

কলকাতা: সোয়েটার বুনতে জানলেই বিয়ে ফাইনাল। শ্য়ামলা রঙের জন্য পাত্রপক্ষের প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে টুকুকে। অবশেষে যে বিয়ে ঠিক হয়, তাতে একটাই শর্ত। জানতে হবে সোয়েটার বোনা। শিলাদিত্য় মৌলিক তাঁর ছবি 'সোয়েটার'-এ এমনই গল্প বেঁধেছেন। ছবিটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে। সম্প্রতি আয়োজন করা হয়েছিল ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। তাতে উপস্থিত ছিলেন ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, ফারহান, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে। ছবির প্রযোজক, পরিচালক ও কলকাতার 'প্রণাম সংস্থা'-র সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা নন্দনে আয়োজিত হয় এই স্পেশাল স্ক্রিনিংয়ের। স্পেশল স্ক্রিনিংয়ে এসে অভিনেত্রী ইশা সাহা বলেন, "আমরা এখন নন্দনে আছি। একটা বাংলা ছবিকে কেন্দ্র করে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত সেরকম প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এমনি কাজের চাপের জন্য খুব একটা হলে যাওয়ার সুযোগ পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়েছি তাই এসেছি নন্দনের সেই ফ্লেভারটাকে নেব বলে। একটু টেনশন তো হয়। বৃদ্ধাশ্রমের মানুষজন হয়তো সময় মত ছবি দেখতে পান না বা দেখার সুযোগ পান না। আজকে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই।"

ইশা সাহা ও শিলাদিত্য মৌলিক

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "আজকে আমাদের এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। কারণ, আমরা দেখতে পাচ্ছি মানুষ আজকাল হলে এসে ছবি দেখা বন্ধ করে দিয়েছেন। কারণ, এখন ভালো বিষয় ও আবেগের গল্প ছবি আর পরদায় দেখা যায় না। তরুণ তরুণীদের জন্য অনেক ছবি হচ্ছে। কিন্তু, বয়স্কদের জন্য সেভাবে কোনও ছবি বানানো হচ্ছে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প, মা-বাবা, দাদু-দিদাদের সোয়েটার বানানোর গল্প সেই সব কিছু আজকে আবার নতুন করে তারা ফিরে পাবেন বলেই আমরা প্রণাম সংস্থার ১৪০ জনকে নন্দনে সোয়েটার ছবিটি দেখানোর ব্যবস্থা করেছি।"

Intro:সোয়েটার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির প্রণাম সংস্থার ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা

অমিত চক্রবর্তী, কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি সোয়েটার।যে ছবির গল্প মধ্যবিত্ত বাঙালির এক মেয়ের মহিলা হয়ে ওঠার লড়াই কে কেন্দ্র করে। তার কারণ তার বাড়ি থেকে তাকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে কিন্তু বিয়ে করবার মতো মানসিক পরিস্থিতি বা দায়িত্ব নেওয়ার মতন মানসিকতা তার মধ্যে এখনো তৈরি হয়নি। সেই জায়গা থেকে তার সামনে একটি চ্যালেঞ্জ আসে সোয়েটার বানানোর যেখান থেকে তার জীবনে ঘটে নানা পরিবর্তন। এমনই এক পারিবারিক গল্পকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, ফারহান, অনুরাধা মুখার্জি সহ আরো অনেকে। ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে এবং ছবির গান প্রেমে পড়া বারণ তো সবার মুখে মুখে ঘুরছে। তারি মাঝে ছবির প্রযোজক এবং পরিচালক এর উদ্যোগে কলকাতার প্রণাম সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধা গতকাল নন্দন প্রেক্ষাগৃহে ছবির কলাকুশলীদের সঙ্গে বসে দেখলেন নতুন ছবি সোয়েটার।


Body:তার নতুন ছবি সোয়েটার এর স্পেশল স্ক্রীনিং সম্পর্কে অভিনেত্রী ইশা সাহা জানালেন, আমরা এখন নন্দন এ রয়েছি।আর একটা বাংলা ছবিকে কেন্দ্র করে যে ধরনের প্রতিক্রিয়া হওয়া উচিত সে রকম প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। এমনিতে কাজের চাপের জন্য খুব একটা হল ভিজিটের সুযোগ পাওয়া যায় না, আজকে সুযোগ পেয়েছি তাই এসেছি নন্দনের সেই ফ্লেভারটা কে নেব বলে। এর আগে আমি আমার প্রথম ছবি প্রজাপতি বিস্কুট এর সময় নন্দনে এসেছিলাম, তারপর গুপ্তধনের সন্ধানে ছবি সময় এসেছিলাম। আর এবার সোয়েটার ছবির প্রমোশনের জন্য এলাম। একটু টেনশন তো হয় কারন কোনোদিন হয়তো প্রথমবার দর্শকরা দেখছেন আবার কোনদিন হয়তো দ্বিতীয়বারের জন্য দর্শকরা দেখতে এসেছেন। বৃদ্ধাশ্রম মানুষজন হয়তো সময় মত ছবি দেখতে পান না বা দেখার সুযোগ পান না। আজকে আমাদের ছবিটি দেখানো হচ্ছে এর থেকে আনন্দের আমার কাছে আর কিছু নেই। কারণ আমার মনে হয় ওনাদের প্রজন্ম সোয়েটার বা উল বোনা সঙ্গে নিজেদের ফেলে আসা দিনগুলো কে খুঁজে পেতে পারেন।

ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক জানালেন, আজকে আমাদের এই ছবি স্পেশল স্ক্রীনিং এর আয়োজন করা হয়েছে কারণ, আমরা দেখতে পাচ্ছি মানুষ আজকাল হলে সে ছবি দেখা বন্ধ করে দিয়েছেন। কারণ এখন ভালো বিষয় ও আবেগের গল্প ছবির পর্দায় দেখা যায় না। তরুণ তরুণীদের জন্য অনেক ছবি হচ্ছে। কিন্তু বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সেভাবে কোন ছবি বানানো হচ্ছে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারের গল্প, মা -বাবা,দাদু- দিদা দের সোয়েটার বানানোর গল্প সেই সব কিছু আজকে আবার নতুন করে তারা ফিরে পাবেন বলেই আমরা প্রণাম সংস্থার ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে আজ নন্দনে সোয়েটার ছবিটি দেখানোর ব্যবস্থা করেছি। হ্যাঁ গরমকালে সোয়েটার নিয়ে এসেছি যেমন, বর্ষাকালে বা শীত কালে হয়তো ছাতা নিয়ে আসব।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.