ETV Bharat / sitara

সোয়েটার না বুনলে কী করে বিয়ে হবে টুকুর?

author img

By

Published : Feb 27, 2019, 3:15 PM IST

সোয়েটার বোনাটা বিয়ের জন্য খুব প্রয়োজনীয়। নাহলে যে শ্বাশুড়ির পছন্দ হবে না বউমাকে। এইরকম একটা সামাজিক ভাবধারার উপর ভিত্তি করে শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি 'সোয়েটার' তৈরি হয়েছে। মুক্তি পেল ছবির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, অনিন্দ্য চ্যাটার্জি সহ আরও অনেকে। ছবির মুখ্য চরিত্র টুকুর ভূমিকায় রয়েছেন ইশা।

ইশা

ইশা বললেন, "ছবিতে আমার চরিত্রের নাম টুকু। সে খুব সহজ সরল একটা মেয়ে, কিন্তু, কোনও কাজই পারে না। এই ছবিটার সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। বাঙালির সেই নস্টালজিয়া মাথা চাড়া দিয়ে উঠবে। কারণ এখন কারোর সময় নেই সোয়েটার বোনার।"

শ্রীলেখা মিত্র বললেন, "ছবিতে গৌরি সেনের চরিত্রটা একেবারেই আলাদা। সে স্কুলে পড়ায় আর সোয়েটার বোনানো শেখায়। তার চোখে বেঁচে থাকাটা একটু অন্যরকম। তার জীবনে একজন সুন্দর দেখতে স্বামী আছে, যার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। ছোটো ছোটো ছেলেমেয়েদের সোয়েটার বোনানোর শিক্ষা দিয়ে সে জীবনে সৎ পথে অবিচল থাকার বার্তা দিয়ে চায়।"

পরিচালক বললেন, "ছবির গল্প সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে টুকুকে কেন্দ্র করে। তার কোনওরকম গুণ নেই। বিয়ে করার জন্য সে উল বোনা শিখতে যায়। কিন্তু, শিখতে শিখতে তার চরিত্রে বেশ কিছু পরিবর্তন আসে। পুরো ছবিটা দার্জিলিংয়ে শুটিং হয়েছে আর একদিন কলকাতায় শুটিং হয়েছে।"

সৌরভ বললেন, "আমার চরিত্রের নাম পাবলো। পুরো ছবিতে ইশার যেই জার্নি, সেটা এই ছেলেটিই নিয়ন্ত্রণ করবে। কিন্তু, শেষ অবধি ছেলেটি ইশার জন্য যা কিছু নির্ধারণ করেছিল ইশা সবকিছু ঘেঁটে দেয়। এক কথায় বলতে গেলে এই ছবিতে টুকুকে এগিয়ে দেওয়া বা পিছিয়ে দেওয়া পুরোটাই এই পাবলো চরিত্রটি করে।"

undefined

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইশা বললেন, "ছবিতে আমার চরিত্রের নাম টুকু। সে খুব সহজ সরল একটা মেয়ে, কিন্তু, কোনও কাজই পারে না। এই ছবিটার সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। বাঙালির সেই নস্টালজিয়া মাথা চাড়া দিয়ে উঠবে। কারণ এখন কারোর সময় নেই সোয়েটার বোনার।"

শ্রীলেখা মিত্র বললেন, "ছবিতে গৌরি সেনের চরিত্রটা একেবারেই আলাদা। সে স্কুলে পড়ায় আর সোয়েটার বোনানো শেখায়। তার চোখে বেঁচে থাকাটা একটু অন্যরকম। তার জীবনে একজন সুন্দর দেখতে স্বামী আছে, যার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। ছোটো ছোটো ছেলেমেয়েদের সোয়েটার বোনানোর শিক্ষা দিয়ে সে জীবনে সৎ পথে অবিচল থাকার বার্তা দিয়ে চায়।"

পরিচালক বললেন, "ছবির গল্প সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে টুকুকে কেন্দ্র করে। তার কোনওরকম গুণ নেই। বিয়ে করার জন্য সে উল বোনা শিখতে যায়। কিন্তু, শিখতে শিখতে তার চরিত্রে বেশ কিছু পরিবর্তন আসে। পুরো ছবিটা দার্জিলিংয়ে শুটিং হয়েছে আর একদিন কলকাতায় শুটিং হয়েছে।"

সৌরভ বললেন, "আমার চরিত্রের নাম পাবলো। পুরো ছবিতে ইশার যেই জার্নি, সেটা এই ছেলেটিই নিয়ন্ত্রণ করবে। কিন্তু, শেষ অবধি ছেলেটি ইশার জন্য যা কিছু নির্ধারণ করেছিল ইশা সবকিছু ঘেঁটে দেয়। এক কথায় বলতে গেলে এই ছবিতে টুকুকে এগিয়ে দেওয়া বা পিছিয়ে দেওয়া পুরোটাই এই পাবলো চরিত্রটি করে।"

undefined

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

সোয়েটার না বুনলে কী করে বিয়ে হবে টুকুর?



সোয়েটার বোনাটা বিয়ের জন্য খুব প্রয়োজনীয়। নাহলে যে শ্বাশুড়ির পছন্দ হবে না বউমাকে। এইরকম একটা সামাজিক ভাবধারার উপর ভিত্তি করে শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি 'সোয়েটার' তৈরি হয়েছে। মুক্তি পেল ছবির ট্রেলার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা সাহা, শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সৌরভ দাস, অনিন্দ্য চ্যাটার্জি সহ আরও অনেকে। ছবির মুখ্য চরিত্র টুকুর ভূমিকায় রয়েছেন ইশা।



ইশা বললেন, "ছবিতে আমার চরিত্রের নাম টুকু। সে খুব সহজ সরল একটা মেয়ে, কিন্তু, কোনও কাজই পারে না। এই ছবিটার সঙ্গে অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। বাঙালির সেই নস্টালজিয়া মাথা চাড়া দিয়ে উঠবে। কারণ এখন কারোর সময় নেই সোয়েটার বোনার।"



শ্রীলেখা মিত্র বললেন, "ছবিতে গৌরি সেনের চরিত্রটা একেবারেই আলাদা। সে স্কুলে পড়ায় আর সোয়েটার বোনানো শেখায়। তার চোখে বেঁচে থাকাটা একটু অন্যরকম। তার জীবনে একজন সুন্দর দেখতে স্বামী আছে, যার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। ছোটো ছোটো ছেলেমেয়েদের সোয়েটার বোনানোর শিক্ষা দিয়ে সে জীবনে সৎ পথে অবিচল থাকার বার্তা দিয়ে চায়।"



পরিচালক বললেন, "ছবির গল্প সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে টুকুকে কেন্দ্র করে। তার কোনওরকম গুণ নেই। বিয়ে করার জন্য সে উল বোনা শিখতে যায়। কিন্তু, শিখতে শিখতে তার চরিত্রে বেশ কিছু পরিবর্তন আসে। পুরো ছবিটা দার্জিলিংয়ে শুটিং হয়েছে আর একদিন কলকাতায় শুটিং হয়েছে।"



সৌরভ বললেন, "আমার চরিত্রের নাম পাবলো। পুরো ছবিতে ইশার যেই জার্নি, সেটা এই ছেলেটিই নিয়ন্ত্রণ করবে। কিন্তু, শেষ অবধি ছেলেটি ইশার জন্য যা কিছু নির্ধারণ করেছিল ইশা সবকিছু ঘেঁটে দেয়। এক কথায় বলতে গেলে এই ছবিতে টুকুকে এগিয়ে দেওয়া বা পিছিয়ে দেওয়া পুরোটাই এই পাবলো চরিত্রটি করে।"



দেখে নিন ট্রেলার...




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.