কলকাতা : সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে মাঝেমধ্যেই ঝড় তোলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । বিস্ফোরক মন্তব্য় হোক বা বোল্ড ফোটোশুট...স্বস্তিকা নির্ভীক, অপ্রতিরোধ্য । আবারও তেমন একটি পোস্ট করলেন অভিনেত্রী ।
মহিলাদের শরীর নিয়ে মানুষের অবাঞ্চিত মন্তব্য, নোংরা ইঙ্গিতকে এক লহমায় চুপ করিয়ে দিলেন স্বস্তিকা । মহিলাদের স্তন আছে, বিভাজিকা আছে এবং সেগুলো দেখানোর মধ্যে কোনও অপরাধ নেই..লিখলেন তিনি ।
স্বস্তিকা বরাবর বলে এসেছেন যে, মেয়েদের শরীর দেখা গেলে যারা সমালোচনা করেন, এটা তাদের দৃষ্টিভঙ্গির সমস্যা । তাঁর মতে, নারীদেহকে নিয়ে এই অবাঞ্ছিত ছুৎমার্গগুলো তৈরির দরকারই নেই । এই পোস্টেও একই কথা বুঝিয়ে দিলেন তিনি ।
আরও পড়ুন : তৈরি হচ্ছে গুরু দত্তের বায়োপিক, আপত্তি জানালেন কন্য়া
ধূসর গাউনে হাতে ওয়াইনের গ্লাস হাতে নিজের বোল্ড ছবি পোস্ট করেছেন স্বস্তিকা । ক্য়াপশনে লিখেছেন, "তোমার থাকলে তুমিও দেখাও...সিম্পল" তাঁর এই ছবি দেখে শমিতা শেট্টি লিখেছেন, "হটি" ।