ETV Bharat / sitara

"লোক দেখানো আত্মার শান্তি কামনা করে কী হবে", বললেন স্বস্তিকা - sushant singh rajput death

সুশান্তের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা । সেখানে তিনি লেখেন, "সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া ও এজেন্ডার কারবারীরা আমাদের প্রতি যা ছুড়ে দিল সেই বিরক্তি আমি কখনও কাটিয়ে উঠতে পারব না । এখন লোক দেখিয়ে আত্মার শান্তি কামনা করে কী হবে ? আমরা তো তাঁকে শান্তিতে থাকতে দিইনি । এখন চিতা থেকেও লড়াই করে চলেছেন তিনি । দুঃখিত সুশান্ত, আমি সব সময় তোমার হাসিভরা মুখটাই মনে রাখব ।"

asd
asd
author img

By

Published : Jun 18, 2020, 9:51 AM IST

কলকাতা : 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখার্জি । বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল ছবিটি । সুশান্তের মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তিনিও । তার পাশাপাশি ক্ষোভও উগরে দিয়েছেন এই টলি অভিনেত্রী ।

সুশান্তের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা । সেখানে তিনি লেখেন, "সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া ও এজেন্ডার কারবারীরা আমাদের প্রতি যা ছুড়ে দিল সেই বিরক্তি আমি কখনও কাটিয়ে উঠতে পারব না । এখন লোক দেখিয়ে আত্মার শান্তি কামনা করে কী হবে ? আমরা তো তাঁকে শান্তিতে থাকতে দিইনি । এখন চিতা থেকেও লড়াই করে চলেছেন তিনি । দুঃখিত সুশান্ত, আমি সব সময় তোমার হাসিভরা মুখটাই মনে রাখব ।"

  • I am never going to recover from this disgust that the media, social media & agenda peddlers collectively have thrown at us. Why write fake RIPs ? We didn’t even allow the man to do that. He is fighting even from his grave. Sorry Sushant, I’ll remember this happy you. Always. pic.twitter.com/qjcN9w0R6l

    — Swastika Mukherjee (@swastika24) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । যদিও ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি ।

এদিকে সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ তোলা হয়েছে, যে ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি । বাদ পড়েছিলেন একাধিক ছবি থেকেও । এই সব কারণেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । তার থেকে বাঁচতেই বেছে নেন আত্মহননের পথ । আর এই অবসাদের জন্য দায়ি করা হচ্ছে বলিউডের প্রথম সারির বিভিন্ন অভিনেতা, প্রযোজক ও পরিচালককে ।

কলকাতা : 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন স্বস্তিকা মুখার্জি । বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল ছবিটি । সুশান্তের মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তিনিও । তার পাশাপাশি ক্ষোভও উগরে দিয়েছেন এই টলি অভিনেত্রী ।

সুশান্তের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন স্বস্তিকা । সেখানে তিনি লেখেন, "সংবাদ মাধ্যম, সোশাল মিডিয়া ও এজেন্ডার কারবারীরা আমাদের প্রতি যা ছুড়ে দিল সেই বিরক্তি আমি কখনও কাটিয়ে উঠতে পারব না । এখন লোক দেখিয়ে আত্মার শান্তি কামনা করে কী হবে ? আমরা তো তাঁকে শান্তিতে থাকতে দিইনি । এখন চিতা থেকেও লড়াই করে চলেছেন তিনি । দুঃখিত সুশান্ত, আমি সব সময় তোমার হাসিভরা মুখটাই মনে রাখব ।"

  • I am never going to recover from this disgust that the media, social media & agenda peddlers collectively have thrown at us. Why write fake RIPs ? We didn’t even allow the man to do that. He is fighting even from his grave. Sorry Sushant, I’ll remember this happy you. Always. pic.twitter.com/qjcN9w0R6l

    — Swastika Mukherjee (@swastika24) June 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ । যদিও ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি ।

এদিকে সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । অভিযোগ তোলা হয়েছে, যে ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি । বাদ পড়েছিলেন একাধিক ছবি থেকেও । এই সব কারণেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । তার থেকে বাঁচতেই বেছে নেন আত্মহননের পথ । আর এই অবসাদের জন্য দায়ি করা হচ্ছে বলিউডের প্রথম সারির বিভিন্ন অভিনেতা, প্রযোজক ও পরিচালককে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.