ETV Bharat / sitara

Sushant Singh Rajput : ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা - অঙ্কিতা লোখণ্ডে

আজ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রথম মৃত্যুবার্ষিকী ৷ প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায়ায় নানা পোস্ট করলেন সেলেবরা ৷ আর ভক্তরা সুশান্তকে ন্যায়বিচার দেওয়ার দাবিতে সরব হয়েছেন ৷

Sushant Singh Rajput's death anniversary: Bollywood remembers him, fans gather outside his Mumbai residence to pay a tribute
প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণে সুশান্ত, ন্যায়বিচার চাইলেন ভক্তরা
author img

By

Published : Jun 14, 2021, 4:52 PM IST

মুম্বই, 14 জুন : দেখতে দেখতে কেটে গেল একটা বছর ৷ মৃত্যু নাকি আত্মহত্যা ? এই জল্পনার এক বছর ৷ মাদক নাকি অন্য কিছু ? এই হিসেব নিকেশের এক বছর ৷ বিহার নাকি মুম্বইয়ে তদন্ত ? এই টানাপোড়েনের এক বছর ৷ গার্লফ্রেন্ড নাকি দিদি ? নাকি বন্ধু বা অন্য কেউ ? অপরাধী খোঁজার এক বছর ৷ এরই মাঝে নানা সেলেব্রিটির নাম জড়াল ৷ অনেককে জেরা করা হল ৷ যেতে হল শ্রীঘরেও ৷ তবু ধোঁয়াশা কাটেনি ৷ ভক্তদের মনের ক্ষতটা এখনও দগদগে ৷ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রয়াণের এক বছর পরেও ৷ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ উঠেছে ন্যায়বিচারের দাবি ৷

গত বছর 14 জুন রবিবাসরীয় দুপুরে এক লহমায় মাথায় বাজ ভেঙে পড়েছিল দেশবাসীর ৷ জানা যায়, মুম্বইয়ে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের দেহ ৷ বিদ্যুতের গতিতে খবরটা ছড়িয়ে পড়ে ৷ শুনে কেউ বিশ্বাস করতে পারছিলেন না ৷ যখন সম্বিত ফেরে তখন বুকের ভেতরে জমাট বাঁধে একরাশ যন্ত্রণা ৷ শুরু হয় তদন্ত ৷ তার পর অবশ্য আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়েছে ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা বছর ৷ আজ ছিঁছোড়ে স্টারের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সাতসকালেই তাঁর বান্দ্রার বাড়ির সামনে জড়ো হন ভক্তরা ৷ সুশান্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর প্রয়াণের প্রকৃত তদন্ত দাবি করেন তাঁরা ৷ তাঁদের হাতের প্ল্য়াকার্ডে লেখা ছিল, "সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচার চাই ৷"

আরও পড়ুন: 'গডফাদার' ছাড়াই সাফল্য়ের চূড়ায় যাঁরা...

সুশান্তের এক সময়ের বান্ধবী অঙ্কিতা লোখণ্ডেও এই দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন ৷ তাঁদের জীবনের কিছু সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "ফির মিলেঙ্গে ৷"

সুশান্তের 'সোনচিড়িয়া' ফিল্মের সহ-অভিনেত্রী ভূমি পেদনেকর ও রণবীর শোরে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সুশান্তের তিনটি ছবি পোস্ট করে ভূমি লিখেছেন, "তোমাকে, তোমার প্রশ্নগুলোকে ও সবকিছুই মিস করছি ৷ তুমি এই পৃথিবীটাকে আমায় এমনভাবে দেখিয়েছ যা আগে আমি কখনও দেখিনি ৷ আমার কৌতূহলপ্রবণ মিষ্টি এসএসআর, আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছ ৷"

সোনচিড়িয়ায় সুশান্তের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন রণবীর শোরে ৷

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী ঠকিয়েছেন রাজ কুন্দ্রাকে ! বিস্ফোরক দাবি শুনে কী বললেন শিল্পা ?

সুশান্তকে বলিউডে বড় ব্রেক দিয়েছিলেন অভিষেক কাপুর ৷ 'কাই পো চে' ছিল সুপারহিট ৷ সেই অভিষেক সুশান্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আজ এক বছর...এখনও অসাড় ৷" সুশান্তের সঙ্গে 2018 সালে কেদারনাথ ফিল্মও করেছিলেন অভিষেক ৷

প্রয়াত অভিনেতার শেষ ফিল্ম 'দিল বেচারা'র পরিচালক মুকেশ ছাবড়া সুশান্ততকে স্মরণ করে লিখেছেন, "কিছুই আর এক নেই ৷ তুমি যে শুন্যতা রেখে গিয়েছ, তা এখনও রয়ে গিয়েছে ৷ আশা রাখি আবার তোমায় দেখব ৷ মিস করছি ভাই ৷"

আরও পড়ুন: স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অনুমপের

সুশান্তকে মিস করে একটি বিবৃতি দিয়েছেন পুলকিত সম্রাটও ৷

'পবিত্র রিশতা' শো থেকে জনপ্রিয়তা পাওয়া সুশান্তের বলিউডে অভিষেক ঘটে 2013 সালে, কাই পো চে ফিল্মে ৷ তাঁর সংক্ষিপ্ত কেরিয়ারে কেদারনাথ, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, রাবতা, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি-সহ নানা ফিল্মে নিজের দক্ষতার পরিচয় রেখেছেন সুশান্ত সিং রাজপুত ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে সঞ্জনা সাংঘির সঙ্গে, দিল বেচারাতে ৷ তবে এখনও মুছে যায়নি তাঁর স্মৃতি ৷ মানুষের মনে আজও তাঁর সমান উপস্থিতি ৷ উজ্জ্বল ও সম্ভাবনাময় সুশান্তের এ ভাবে চলে যাওয়া আজও মেনে নিতে পারেননি অনেকেই ৷ সুশান্তের প্রয়াণদিবসে আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

মুম্বই, 14 জুন : দেখতে দেখতে কেটে গেল একটা বছর ৷ মৃত্যু নাকি আত্মহত্যা ? এই জল্পনার এক বছর ৷ মাদক নাকি অন্য কিছু ? এই হিসেব নিকেশের এক বছর ৷ বিহার নাকি মুম্বইয়ে তদন্ত ? এই টানাপোড়েনের এক বছর ৷ গার্লফ্রেন্ড নাকি দিদি ? নাকি বন্ধু বা অন্য কেউ ? অপরাধী খোঁজার এক বছর ৷ এরই মাঝে নানা সেলেব্রিটির নাম জড়াল ৷ অনেককে জেরা করা হল ৷ যেতে হল শ্রীঘরেও ৷ তবু ধোঁয়াশা কাটেনি ৷ ভক্তদের মনের ক্ষতটা এখনও দগদগে ৷ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রয়াণের এক বছর পরেও ৷ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা ৷ উঠেছে ন্যায়বিচারের দাবি ৷

গত বছর 14 জুন রবিবাসরীয় দুপুরে এক লহমায় মাথায় বাজ ভেঙে পড়েছিল দেশবাসীর ৷ জানা যায়, মুম্বইয়ে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের দেহ ৷ বিদ্যুতের গতিতে খবরটা ছড়িয়ে পড়ে ৷ শুনে কেউ বিশ্বাস করতে পারছিলেন না ৷ যখন সম্বিত ফেরে তখন বুকের ভেতরে জমাট বাঁধে একরাশ যন্ত্রণা ৷ শুরু হয় তদন্ত ৷ তার পর অবশ্য আরব সাগর দিয়ে অনেক জল গড়িয়েছে ৷ দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা বছর ৷ আজ ছিঁছোড়ে স্টারের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সাতসকালেই তাঁর বান্দ্রার বাড়ির সামনে জড়ো হন ভক্তরা ৷ সুশান্তকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর প্রয়াণের প্রকৃত তদন্ত দাবি করেন তাঁরা ৷ তাঁদের হাতের প্ল্য়াকার্ডে লেখা ছিল, "সুশান্ত সিং রাজপুতের জন্য ন্যায়বিচার চাই ৷"

আরও পড়ুন: 'গডফাদার' ছাড়াই সাফল্য়ের চূড়ায় যাঁরা...

সুশান্তের এক সময়ের বান্ধবী অঙ্কিতা লোখণ্ডেও এই দিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন ৷ তাঁদের জীবনের কিছু সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, "ফির মিলেঙ্গে ৷"

সুশান্তের 'সোনচিড়িয়া' ফিল্মের সহ-অভিনেত্রী ভূমি পেদনেকর ও রণবীর শোরে প্রয়াত অভিনেতাকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৷ সুশান্তের তিনটি ছবি পোস্ট করে ভূমি লিখেছেন, "তোমাকে, তোমার প্রশ্নগুলোকে ও সবকিছুই মিস করছি ৷ তুমি এই পৃথিবীটাকে আমায় এমনভাবে দেখিয়েছ যা আগে আমি কখনও দেখিনি ৷ আমার কৌতূহলপ্রবণ মিষ্টি এসএসআর, আশা করি তুমি শান্তি খুঁজে পেয়েছ ৷"

সোনচিড়িয়ায় সুশান্তের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন রণবীর শোরে ৷

আরও পড়ুন: প্রাক্তন স্ত্রী ঠকিয়েছেন রাজ কুন্দ্রাকে ! বিস্ফোরক দাবি শুনে কী বললেন শিল্পা ?

সুশান্তকে বলিউডে বড় ব্রেক দিয়েছিলেন অভিষেক কাপুর ৷ 'কাই পো চে' ছিল সুপারহিট ৷ সেই অভিষেক সুশান্তের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আজ এক বছর...এখনও অসাড় ৷" সুশান্তের সঙ্গে 2018 সালে কেদারনাথ ফিল্মও করেছিলেন অভিষেক ৷

প্রয়াত অভিনেতার শেষ ফিল্ম 'দিল বেচারা'র পরিচালক মুকেশ ছাবড়া সুশান্ততকে স্মরণ করে লিখেছেন, "কিছুই আর এক নেই ৷ তুমি যে শুন্যতা রেখে গিয়েছ, তা এখনও রয়ে গিয়েছে ৷ আশা রাখি আবার তোমায় দেখব ৷ মিস করছি ভাই ৷"

আরও পড়ুন: স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অনুমপের

সুশান্তকে মিস করে একটি বিবৃতি দিয়েছেন পুলকিত সম্রাটও ৷

'পবিত্র রিশতা' শো থেকে জনপ্রিয়তা পাওয়া সুশান্তের বলিউডে অভিষেক ঘটে 2013 সালে, কাই পো চে ফিল্মে ৷ তাঁর সংক্ষিপ্ত কেরিয়ারে কেদারনাথ, এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, রাবতা, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি-সহ নানা ফিল্মে নিজের দক্ষতার পরিচয় রেখেছেন সুশান্ত সিং রাজপুত ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে সঞ্জনা সাংঘির সঙ্গে, দিল বেচারাতে ৷ তবে এখনও মুছে যায়নি তাঁর স্মৃতি ৷ মানুষের মনে আজও তাঁর সমান উপস্থিতি ৷ উজ্জ্বল ও সম্ভাবনাময় সুশান্তের এ ভাবে চলে যাওয়া আজও মেনে নিতে পারেননি অনেকেই ৷ সুশান্তের প্রয়াণদিবসে আমাদের তরফেও রইল শ্রদ্ধা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.