ETV Bharat / sitara

Sushant Singh Rajput : পদ্মাবত, বাজিরাও মস্তানি, হাফ গার্লফ্রেন্ড-সহ বহু বড় ফিল্ম হাতছাড়া হয় সুশান্তের - সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী

পদ্মাবত (Padmaavat), বাজিরাও মস্তানি (Bajirao Mastani), হাফ গার্লফ্রেন্ড-সহ বহু বড় ফিল্ম হাতছাড়া হয়েছে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)৷ তাঁর মৃত্যুর প্রধান কারণ হিসেবে নেপোটিজমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁর ভক্তরা ৷

Sushant Singh Rajput dropped out of Padmaavat, Bajirao Mastani, Half Girlfriend and other big films
পদ্মাবত, বাজিরাও মস্তানি, হাফ গার্লফ্রেন্ড-সহ বহু বড় ফিল্ম হাতছাড়া হয় সুশান্তের
author img

By

Published : Jun 14, 2021, 7:53 PM IST

মুম্বই, 14 জুন : গত বছর আজকের দিনে বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দেহ ৷ এরপরই শুরু হয় প্রয়াত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা ৷ মৃত্যুর তদন্তে উঠে আসে তাঁর মাদক সেবনের কথা ৷ তবে তাঁর মৃত্যুর জন্য সুশান্তের ভক্তরা কাঠগড়ায় তোলেন বলিউডের নেপোটিজমকে ৷ তাঁদের দাবি, নেপোটিজমের শিকার হয়েই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন পিকে স্টার ৷ তাঁর মৃত্যুর প্রধান কারণ সেটাই ৷ এই তত্ত্বেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া ৷ টার্গেট করা হয় বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ৷ কেন বিভিন্ন ফিল্ম থেকে সুশান্তকে সরিয়ে দেওয়া হয়, প্রশ্ন ওঠে তা নিয়েও ৷ সুশান্তের সংক্ষিপ্ত কেরিয়ারগ্রাফের দিকে নজর ঘোরালে দেখা যাবে, সঞ্জল লীলা বনসালির ফিল্ম-সহ বেশ কয়েকটি বড় ফিল্ম হাতছাড়া হয়েছিল সুশান্তের ৷ যা অভিনেতার মনের উপর প্রবল চাপ সৃষ্টি করে বলে দাবি ভক্তদের ৷

2008 সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল'-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে সুশান্ত সিং রাজপুতের ৷ তবে তার পরের বছর 'পবিত্র রিশতা' ধারাবাহিকে মানব নামে একটি চরিত্রে অভিনয় করে তিনি সবার নজরে আসেন ৷ সেখানে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখণ্ডে ৷ ছোট পর্দাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়ে 2003 সালে বলিউডে পদার্পণ করেন তিনি ৷ তাঁর প্রথম ফিল্ম অভিষেক কাপুরের 'কায় পো চে'৷ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় এই ফিল্ম ৷ তবে বেশ কয়েকটি বিগ বাজেট ফিল্ম তাঁর হাতছাড়া হয়ে যায় ৷

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

পদ্মাবত, বাজিরাও মস্তানি, রামলীলা

সুশান্তের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে ৷ পুলিশের কাছে তাঁর দাবি, তিনি সুশান্তকে 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) ও 'পদ্মাবত' (Padmaavat) ফিল্মে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ তবে তাঁদের মধ্যে তারিখ নিয়ে কিছু সমস্যা হয়েছিল ৷ কোনওভাবেই সময় ম্যাচ না করায়, এই তিন ফিল্মে কাজ করা হয়নি সুশান্তের ৷

ফিতুর

তাঁর ডেবিউ ফিল্মের পরিচালক অভিষেক কাপুরেরই ফিতুর ফিল্মে অভিনয় করার কথা ছিল সুশান্তের ৷ যদিও পরে তাঁকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় আদিত্য রায় কাপুরকে ৷ একটি সাক্ষাত্কারে ছিঁছোড়ে স্টার বলেছিলেন, "না, আমার কোনও অনুশোচনা নেই ৷ আমার জীবনের বাকি সময়ে, বাকি দিনেও এটা আমি মেনে চলব যে, আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি ৷ আমি যদি একবার কোনও স্ক্রিপ্ট পছন্দ করে কারওকে কথা দিই, তাহলে একটা খুব ভাল বড় কোনও ফিল্মের অফার পেলেও আমি যাঁদের কথা দিয়েছি তাঁদের ঠকাব না ৷"

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুবার্ষিকীতে মানবাধিকার কমিশনে অভিযোগ, তদন্তের আপডেট দিল সিবিআই

হাফ গার্লফ্রেন্ড

চেতন ভগতের লেখা গল্পের উপর তৈরি রোম্যান্টিক ফিল্ম 'হাফ গার্লফ্রেন্ড'-এ অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের ৷ টুইট করে তাঁকে স্বাগতও জানিয়েছিলেন লেখক স্বয়ং ৷ যদিও পরে দেখা যায়, অভিনেতা অর্জুন কাপুর এই ফিল্মের নায়ক ৷ আর তাঁর বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ৷ এই নিয়ে একটি সাক্ষাত্কারে সুশান্ত বলেছিলেন, "আমি অনেকগুলো ফিল্ম করছিলাম এবং সেগুলো সব এখন মুক্তি পাচ্ছে ৷ আমি নাম বলতে চাই না ৷ আমি কোনও ভাল অফার পেলেও যে নির্মাতাকে কথা দিয়েছি, তাঁকে ঠকাই না ৷ দুর্ভাগ্যবশত যে দুটি ফিল্ম আমি করছিলাম, তার জন্য আমায় গত এক বছরে 12টা ফিল্ম হারাতে হয়েছে ৷ তবে সেই দুটি ফিল্মও মুক্তি পায়নি ৷ একটা ফিল্ম হয়ইনি, আর একটা কয়েক মাস হওয়ার পর বন্ধ হয়ে যায় ৷"

আরও পড়ুন: "গরম এসেছে", সানির ছবি আগুন ছড়াল ইন্টারনেটে

রোমিয়ো আকবর ওয়াল্টার

এই অ্যাকশন ফিল্মেও অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের ৷ তবে সময় নিয়ে দ্বন্দ্ব থাকায় এই ফিল্ম ছেড়ে দেন প্রয়াত অভিনেতা ৷ পরে সেই জায়গায় আনা হয় জন আব্রাহামকে ৷ এ ব্যাপারে সুশান্ত বলেছিলেন, "দুর্ভাগ্যবশত, রোমিয়ো আকবর ওয়ালটারের অংশ হতে পারছি না, কারণ আমার আগে থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল ৷ এই গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল ৷ এর অংশ হতে চেয়েছিলাম ৷ তবে সেটা হল না ৷"

মুম্বই, 14 জুন : গত বছর আজকের দিনে বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দেহ ৷ এরপরই শুরু হয় প্রয়াত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা ৷ মৃত্যুর তদন্তে উঠে আসে তাঁর মাদক সেবনের কথা ৷ তবে তাঁর মৃত্যুর জন্য সুশান্তের ভক্তরা কাঠগড়ায় তোলেন বলিউডের নেপোটিজমকে ৷ তাঁদের দাবি, নেপোটিজমের শিকার হয়েই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন পিকে স্টার ৷ তাঁর মৃত্যুর প্রধান কারণ সেটাই ৷ এই তত্ত্বেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া ৷ টার্গেট করা হয় বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ৷ কেন বিভিন্ন ফিল্ম থেকে সুশান্তকে সরিয়ে দেওয়া হয়, প্রশ্ন ওঠে তা নিয়েও ৷ সুশান্তের সংক্ষিপ্ত কেরিয়ারগ্রাফের দিকে নজর ঘোরালে দেখা যাবে, সঞ্জল লীলা বনসালির ফিল্ম-সহ বেশ কয়েকটি বড় ফিল্ম হাতছাড়া হয়েছিল সুশান্তের ৷ যা অভিনেতার মনের উপর প্রবল চাপ সৃষ্টি করে বলে দাবি ভক্তদের ৷

2008 সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল'-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে সুশান্ত সিং রাজপুতের ৷ তবে তার পরের বছর 'পবিত্র রিশতা' ধারাবাহিকে মানব নামে একটি চরিত্রে অভিনয় করে তিনি সবার নজরে আসেন ৷ সেখানে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখণ্ডে ৷ ছোট পর্দাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়ে 2003 সালে বলিউডে পদার্পণ করেন তিনি ৷ তাঁর প্রথম ফিল্ম অভিষেক কাপুরের 'কায় পো চে'৷ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় এই ফিল্ম ৷ তবে বেশ কয়েকটি বিগ বাজেট ফিল্ম তাঁর হাতছাড়া হয়ে যায় ৷

আরও পড়ুন: ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা

পদ্মাবত, বাজিরাও মস্তানি, রামলীলা

সুশান্তের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে ৷ পুলিশের কাছে তাঁর দাবি, তিনি সুশান্তকে 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) ও 'পদ্মাবত' (Padmaavat) ফিল্মে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ তবে তাঁদের মধ্যে তারিখ নিয়ে কিছু সমস্যা হয়েছিল ৷ কোনওভাবেই সময় ম্যাচ না করায়, এই তিন ফিল্মে কাজ করা হয়নি সুশান্তের ৷

ফিতুর

তাঁর ডেবিউ ফিল্মের পরিচালক অভিষেক কাপুরেরই ফিতুর ফিল্মে অভিনয় করার কথা ছিল সুশান্তের ৷ যদিও পরে তাঁকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় আদিত্য রায় কাপুরকে ৷ একটি সাক্ষাত্কারে ছিঁছোড়ে স্টার বলেছিলেন, "না, আমার কোনও অনুশোচনা নেই ৷ আমার জীবনের বাকি সময়ে, বাকি দিনেও এটা আমি মেনে চলব যে, আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি ৷ আমি যদি একবার কোনও স্ক্রিপ্ট পছন্দ করে কারওকে কথা দিই, তাহলে একটা খুব ভাল বড় কোনও ফিল্মের অফার পেলেও আমি যাঁদের কথা দিয়েছি তাঁদের ঠকাব না ৷"

আরও পড়ুন: সুশান্তের মৃত্যুবার্ষিকীতে মানবাধিকার কমিশনে অভিযোগ, তদন্তের আপডেট দিল সিবিআই

হাফ গার্লফ্রেন্ড

চেতন ভগতের লেখা গল্পের উপর তৈরি রোম্যান্টিক ফিল্ম 'হাফ গার্লফ্রেন্ড'-এ অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের ৷ টুইট করে তাঁকে স্বাগতও জানিয়েছিলেন লেখক স্বয়ং ৷ যদিও পরে দেখা যায়, অভিনেতা অর্জুন কাপুর এই ফিল্মের নায়ক ৷ আর তাঁর বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ৷ এই নিয়ে একটি সাক্ষাত্কারে সুশান্ত বলেছিলেন, "আমি অনেকগুলো ফিল্ম করছিলাম এবং সেগুলো সব এখন মুক্তি পাচ্ছে ৷ আমি নাম বলতে চাই না ৷ আমি কোনও ভাল অফার পেলেও যে নির্মাতাকে কথা দিয়েছি, তাঁকে ঠকাই না ৷ দুর্ভাগ্যবশত যে দুটি ফিল্ম আমি করছিলাম, তার জন্য আমায় গত এক বছরে 12টা ফিল্ম হারাতে হয়েছে ৷ তবে সেই দুটি ফিল্মও মুক্তি পায়নি ৷ একটা ফিল্ম হয়ইনি, আর একটা কয়েক মাস হওয়ার পর বন্ধ হয়ে যায় ৷"

আরও পড়ুন: "গরম এসেছে", সানির ছবি আগুন ছড়াল ইন্টারনেটে

রোমিয়ো আকবর ওয়াল্টার

এই অ্যাকশন ফিল্মেও অভিনয় করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের ৷ তবে সময় নিয়ে দ্বন্দ্ব থাকায় এই ফিল্ম ছেড়ে দেন প্রয়াত অভিনেতা ৷ পরে সেই জায়গায় আনা হয় জন আব্রাহামকে ৷ এ ব্যাপারে সুশান্ত বলেছিলেন, "দুর্ভাগ্যবশত, রোমিয়ো আকবর ওয়ালটারের অংশ হতে পারছি না, কারণ আমার আগে থেকে কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল ৷ এই গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল ৷ এর অংশ হতে চেয়েছিলাম ৷ তবে সেটা হল না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.