ETV Bharat / sitara

গালিবয়দের গল্প বলবে ট্যাংরা ব্লুজ - সামিউল আলম

আমাদের চেনা কলকাতার মধ্যে লুকিয়ে থাকে নানা গল্প কিছুটা আমরা জানতে পারি ৷ আবার কিছুটা এই মহানগরীর মধ্যেই হারিয়ে যায় । এবার পরিচালক সুপ্রীয় সেন এমন একটি গল্প আনছেন যা এই হাই রাইসিং এর ছায়ায় হারিয়ে যাওয়া মানুষদের কথাই বলবে৷ ছবির নাম ট‍্যাংরা ব্লুজ । ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামিউল আলম ।

ট‍্যা‌ংরা ব্লুজ
ট‍্যা‌ংরা ব্লুজ
author img

By

Published : Apr 4, 2021, 7:31 PM IST

Updated : Apr 4, 2021, 9:00 PM IST

কলকাতা, 4 এপ্রিল : 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে সুপ্রিয় সেন পরিচালিত ট‍্যা‌ংরা ব্লুজ। শুরুটা হয়েছিল ট্যাংরার অলিগলিতে ৷ তারপর সেখান থেকে সোজা মুম্বইতে ইন্ডিয়াস গট টালেন্টের প্রতিযোগী ও সেমিফাইনালিস্ট হয়ে যায়, সঞ্জয় মণ্ডল এবং তাঁর গ্রুপ । পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত এই ছবি কলকাতার চায়না টাউন থেকে উঠে আসা গালিবয়দের গল্প শোনাবে ।

আমাদের চেনা কলকাতার মধ্যে লুকিয়ে থাকে নানা গল্প কিছুটা আমরা জানতে পারি ৷ আবার কিছুটা এই মহানগরীর মধ্যেই হারিয়ে যায় । এবার পরিচালক সুপ্রিয় সেন এমন একটি গল্প আনছেন যা বহুতলের-এর ছায়ায় হারিয়ে যাওয়া মানুষদের কথাই বলবে ৷ ছবির নাম ট‍্যাংরা ব্লুজস । ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামিউল আলম ।

পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে সুপ্রিয় সেন পরিচালিত ট‍্যা‌ংরা ব্লুজ

আরও পড়ুন : উত্তম কুমার 'অতি উত্তমে' মহানায়ক হয়েই আসছেন : সৃজিত

পরমব্রত জানালেন, ট্যাংরা মানেই যে শুধু চায়না টাউন নয় ৷ তার বাইরেও যে ট্যাংরার একটা আলাদা রূপ আছে সেটাই দেখা যাবে এই ছবিতে ৷ সঞ্জয়ের মত মানুষদের নিয়ে ছবি বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ,যার ফলে কৃতজ্ঞ সঞ্জয় এবং তাঁর গ্রুপের অন্যরা । ছবিতে মধুমিতাকে দেখা যাবে জয়ী ভূমিকায় যে শহরের উচু স্তর থেকে আসা একটি মেয়ে ৷

কলকাতা, 4 এপ্রিল : 15 এপ্রিল পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে সুপ্রিয় সেন পরিচালিত ট‍্যা‌ংরা ব্লুজ। শুরুটা হয়েছিল ট্যাংরার অলিগলিতে ৷ তারপর সেখান থেকে সোজা মুম্বইতে ইন্ডিয়াস গট টালেন্টের প্রতিযোগী ও সেমিফাইনালিস্ট হয়ে যায়, সঞ্জয় মণ্ডল এবং তাঁর গ্রুপ । পরমব্রত চট্টোপাধ্যায় প্রযোজিত এই ছবি কলকাতার চায়না টাউন থেকে উঠে আসা গালিবয়দের গল্প শোনাবে ।

আমাদের চেনা কলকাতার মধ্যে লুকিয়ে থাকে নানা গল্প কিছুটা আমরা জানতে পারি ৷ আবার কিছুটা এই মহানগরীর মধ্যেই হারিয়ে যায় । এবার পরিচালক সুপ্রিয় সেন এমন একটি গল্প আনছেন যা বহুতলের-এর ছায়ায় হারিয়ে যাওয়া মানুষদের কথাই বলবে ৷ ছবির নাম ট‍্যাংরা ব্লুজস । ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সামিউল আলম ।

পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে সুপ্রিয় সেন পরিচালিত ট‍্যা‌ংরা ব্লুজ

আরও পড়ুন : উত্তম কুমার 'অতি উত্তমে' মহানায়ক হয়েই আসছেন : সৃজিত

পরমব্রত জানালেন, ট্যাংরা মানেই যে শুধু চায়না টাউন নয় ৷ তার বাইরেও যে ট্যাংরার একটা আলাদা রূপ আছে সেটাই দেখা যাবে এই ছবিতে ৷ সঞ্জয়ের মত মানুষদের নিয়ে ছবি বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ,যার ফলে কৃতজ্ঞ সঞ্জয় এবং তাঁর গ্রুপের অন্যরা । ছবিতে মধুমিতাকে দেখা যাবে জয়ী ভূমিকায় যে শহরের উচু স্তর থেকে আসা একটি মেয়ে ৷

Last Updated : Apr 4, 2021, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.