কলকাতা : কোরোনা ভাইরাসের থাবা এখন প্রায় সর্বত্রই । এই আতঙ্ক এখন গ্রাস করেছে বিশ্বের প্রায় প্রতিটি মানুষকেই । বাদ যাননি তারকারাও । ইতিমধ্যেই বন্ধ হয়েছে বলিউড থেকে টলিউড ও হলিউডের একাধিক ছবির শুটিং । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখও । কার্যত বাড়ি মধ্যেই দিন কাটাচ্ছেন তারকারা । এমনকী, জিম ও পার্লার কোথাও যেতে পারছেন না তাঁরা । এই অবস্থায় বাড়িতে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে তাঁর মেয়ে শাহিদাকে গানের সঙ্গে নাচতে দেখা গেছে । গানটি অবশ্য গাইছেন সুদীপ্তা নিজেই । এখন কোরোনা আতঙ্কের মধ্যে আপাতত নিজের ইচ্ছেতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । তাই এই সময়ের মধ্যে যতটা পারছেন মেয়েকে সঙ্গ দিচ্ছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তাঁর মতো অবস্থা টলিউডের অন্য তারকাদেরও । একইভাবে ঘরের মধ্যে বন্দী অবস্থায় রয়েছেন তাঁরা । কেউ ছবি আঁকছেন, কেউ রান্না করছেন, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন ।
কোরোনা আতঙ্ক বিনোদন জগতের মধ্যে থাবা বসানোর সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের শুটিং । 18 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত কোনও ছবির শুটিং হবে না বলে জানানো হয়েছে । তারপর 30 মার্চ রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কবে থেকে শুটিং শুরু হবে সেকথা জানা যাবে সেখানেই । তাই আপাতত কার্যত অন্ধকারে ডুবে থাকবে টলিপাড়া...