ETV Bharat / sitara

শুভশ্রীর নতুন পোস্টে মাত সোশাল মিডিয়া

শুভশ্রী গাঙ্গুলির পোস্টের ফোকাল পয়েন্টে এখন আর তিনি থাকেন না । এখন তাঁর যে কোনও পোস্টের মূল আকর্ষণ ইউভান ।

Subhashree Ganguly social media
Subhashree Ganguly social media
author img

By

Published : Nov 22, 2020, 3:50 PM IST

কলকাতা : মা হওয়ার পর জীবনটাই বদলে গেছে শুভশ্রীর । এতদিন অভিনেত্রী বা সেলেব্রিটি হিসেবে বেশিরভাগ ছবি পোস্ট করতেন তিনি । নিজেই সেই ছবির ফোকাল পয়েন্টে থাকতেন, সাজগোজ করতেন সেই মতো । তবে মা হওয়ার পর তাঁর জীবনজুড়ে এখন শুধু ইউভান, আর সোশাল মিডিয়া জুড়েও ।

আজ ইউভানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী । একেবারে রাওডি রাঠোরের মতো কলার তোলা শার্ট আর জিন্স পরে পটপটে চোখে সে তাকিয়ে ক্যামেরার দিকে । নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ছোট্ট ইউভানকে ।

এই বয়স থেকেই খুদের এত স্টাইল দেখে হেসে গড়াচ্ছে সোশাল মিডিয়া ইউজ়াররা । আর হবে না-ই বা কেন ? যার মা শুভশ্রী আর বাবা রাজ চক্রবর্তী, সে যে ছোটো থেকেই স্টাইলে থাকবে এটা বলার অপেক্ষা রাখে না ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "আমার রাওডি বেবি ইউভান.." শ্রাবন্তী এই ছবি দেখে প্রতিক্রিয়ায় লিখেছেন, "সুপারস্টার" । অভিনেত্রী অনিন্দিতা বোস আবার লিখেছেন, "উফফ খেয়ে ফেলব..." বোঝায় যাচ্ছে সোশাল মিডিয়ায় পুরো ছেয়ে গেছে ইউভান ।

দেখে নিন পোস্ট...

কলকাতা : মা হওয়ার পর জীবনটাই বদলে গেছে শুভশ্রীর । এতদিন অভিনেত্রী বা সেলেব্রিটি হিসেবে বেশিরভাগ ছবি পোস্ট করতেন তিনি । নিজেই সেই ছবির ফোকাল পয়েন্টে থাকতেন, সাজগোজ করতেন সেই মতো । তবে মা হওয়ার পর তাঁর জীবনজুড়ে এখন শুধু ইউভান, আর সোশাল মিডিয়া জুড়েও ।

আজ ইউভানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী । একেবারে রাওডি রাঠোরের মতো কলার তোলা শার্ট আর জিন্স পরে পটপটে চোখে সে তাকিয়ে ক্যামেরার দিকে । নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ছোট্ট ইউভানকে ।

এই বয়স থেকেই খুদের এত স্টাইল দেখে হেসে গড়াচ্ছে সোশাল মিডিয়া ইউজ়াররা । আর হবে না-ই বা কেন ? যার মা শুভশ্রী আর বাবা রাজ চক্রবর্তী, সে যে ছোটো থেকেই স্টাইলে থাকবে এটা বলার অপেক্ষা রাখে না ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "আমার রাওডি বেবি ইউভান.." শ্রাবন্তী এই ছবি দেখে প্রতিক্রিয়ায় লিখেছেন, "সুপারস্টার" । অভিনেত্রী অনিন্দিতা বোস আবার লিখেছেন, "উফফ খেয়ে ফেলব..." বোঝায় যাচ্ছে সোশাল মিডিয়ায় পুরো ছেয়ে গেছে ইউভান ।

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.