কলকাতা : টলিউডের অন্যতম চর্চিত দম্পতি রাজ ও শুভশ্রী । এমনিতেই তাঁদের নিয়ে কৌতুহল কম নেই নেটিজেনদের, তার উপর আবার তাঁদের সংসারে আসছে নতুন অতিথি । কৌতুহল বেড়েছে আরও কয়েক গুণ । কীভাবে কাটছে শুভশ্রীর প্রেগনেন্সি ? কেমন দেখতে লাগছে তাঁকে ? রাজ কীভাবে সামলাচ্ছেন তাঁর স্ত্রীকে ? এই ধরনের প্রশ্নে ভাসছে সোশাল মিডিয়া ।
আর তারই ফাঁকে একটি পোস্ট করলেন শুভশ্রী । রাজের সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে অভিনেত্রী স্বামীকে নিয়ে লিখলেন এক আবেগঘন পোস্ট ।
শুভশ্রী লিখেছেন, "তুমি আমার ভালোবাসা, আমার দুশ্চিন্তা, আমার হাসি, আমার রাগ, আমার ভুল, আমার ঠিক, আমার উষ্ণতা, আমার যন্ত্রণা, আমার খুশি, আমার সবকিছু ।" রাজের কাছে যেন নিজেকে একেবারে সমর্পণ করে দিয়েছেন শুভশ্রী ।
ছবিতেও সেই উষ্ণতার ছোঁয়া । একে অপরের কপাল ছুঁয়ে রয়েছেন তাঁরা । দেখে নিন পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কয়েকদিন আগে আসন্ন অতিথিকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলেন শুভশ্রী । আর আজ তাঁর লেখা রাজকে নিয়ে । শুভশ্রীর ভালোবাসা ভরা পোস্ট সোশাল মিডিয়াতেও তোলপাড় করে দিয়েছে ।