ETV Bharat / sitara

সেরা অভিনেত্রীর পুরস্কার শুভশ্রীর ঝুলিতে

‘পরিণীতা’র জন্য ‘ফিল্মস্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ 2020 সালের সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন শুভশ্রী । এছাড়াও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজ়িক, সেরা গান, সেরা নারী প্লেব্যাক অ্যাওয়ার্ডও জিতে নিয়েছে এই ছবি ।

dfh
gch
author img

By

Published : Jul 5, 2020, 10:47 PM IST

কলকাতা : সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । সৌজন্যে রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'।

এক স্কুলের মেয়ে । যে ভালোবেসে ফেলে পাড়ার বাবাই দাকে । যার কাছে বলতে পারে মনের সব কথা । বাবাইদাও তাকে পছন্দ করে । ভবিষ্যতে হয়তো পরিণতি পেত তাদের প্রেম । কিন্তু, তার আগেই বদলে যায় সব কিছু । উলটে পালটে যায় মেয়েটির জীবন । আত্মহত্যা করে বাবাইদা । তারপর স্কুল পেরিয়ে কলেজ, চাকরির মাধ্যমে শুরু হল সেই মেয়ের উত্থানের কাহিনি । এভাবেই এগোয় রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'-র গল্প ।

এই ছবিতে একেবারে অন্য চেহারায় ধরা দেন শুভশ্রী । পায়ে হাওয়াই চটি, বিনুনিতে বাঁধা লাল ফিতে, পরনে ফ্রক । স্কুলের পড়ুয়া বলেই মনে হয়েছিল তাঁকে । ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে । বক্স অফিসেও ভালো ব্যবসা করে এই ছবি । আর সেই ‘পরিণীতা’র জন্যই ‘ফিল্মস্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ 2020 সালের সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন শুভশ্রী । এই অনুষ্ঠানটা হয়েছে অনলাইনে । পপুলার চয়েজ় ও ক্রিটিক চয়েজ় বিভাগে এই পুরস্কার পেয়েছন নায়িকা ।

তবে শুধু শুভশ্রীই নন । এই ছবি জিতে নিয়েছে আরও কয়েকটি পুরস্কার । আর সেই তালিকায় রয়েছে- সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজ়িক, সেরা গান, সেরা নারী প্লেব্যাক অ্যাওয়ার্ডও । সোশাল মিডিয়ায় পোস্ট করে সেকথা জানান রাজ ।

কলকাতা : সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । সৌজন্যে রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'।

এক স্কুলের মেয়ে । যে ভালোবেসে ফেলে পাড়ার বাবাই দাকে । যার কাছে বলতে পারে মনের সব কথা । বাবাইদাও তাকে পছন্দ করে । ভবিষ্যতে হয়তো পরিণতি পেত তাদের প্রেম । কিন্তু, তার আগেই বদলে যায় সব কিছু । উলটে পালটে যায় মেয়েটির জীবন । আত্মহত্যা করে বাবাইদা । তারপর স্কুল পেরিয়ে কলেজ, চাকরির মাধ্যমে শুরু হল সেই মেয়ের উত্থানের কাহিনি । এভাবেই এগোয় রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'-র গল্প ।

এই ছবিতে একেবারে অন্য চেহারায় ধরা দেন শুভশ্রী । পায়ে হাওয়াই চটি, বিনুনিতে বাঁধা লাল ফিতে, পরনে ফ্রক । স্কুলের পড়ুয়া বলেই মনে হয়েছিল তাঁকে । ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে । বক্স অফিসেও ভালো ব্যবসা করে এই ছবি । আর সেই ‘পরিণীতা’র জন্যই ‘ফিল্মস্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ 2020 সালের সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন শুভশ্রী । এই অনুষ্ঠানটা হয়েছে অনলাইনে । পপুলার চয়েজ় ও ক্রিটিক চয়েজ় বিভাগে এই পুরস্কার পেয়েছন নায়িকা ।

তবে শুধু শুভশ্রীই নন । এই ছবি জিতে নিয়েছে আরও কয়েকটি পুরস্কার । আর সেই তালিকায় রয়েছে- সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজ়িক, সেরা গান, সেরা নারী প্লেব্যাক অ্যাওয়ার্ডও । সোশাল মিডিয়ায় পোস্ট করে সেকথা জানান রাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.