কলকাতা : সন্তান আসার আর কয়েকদিন বাকি । আদরে, যত্নে তাকে নিজের মধ্য লালন-পালন করছেন শুভশ্রী । ঘরোয়া অনুষ্ঠানে হয়ে গেল তাঁর সাধ । সঙ্গে দিলেন পরিবারের মানুষরা ।
সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী । সাধ খাওয়ার মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী । সুন্দরী তো ছিলেনই, তার সঙ্গে সন্তান আসার আনন্দে যেন গ্লো করতে দেখা গেল শুভশ্রীকে ।
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে শুভশ্রীর ছবি । প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, শ্রাবন্তী, অঙ্কুশ, মিথিলা, প্রায় পুরো টলিপাড়া শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে ।
গত 11 মে বিবাহবার্ষিকীর দিনেই বাবা-মা হওয়ার খবরটা নিজেদের সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী । তারপর থেকে তাঁদের সঙ্গে সঙ্গে সুখবরের দিন গুনছেন নেটিজেনরাও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই সুখবর আসবে চক্রবর্তী পরিবারে । শুভেচ্ছা রইল ।