ETV Bharat / sitara

হোম মেড ফুচকায় মজলেন শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলির খবর

হোম মেড ফুচকায় মজলেন শুভশ্রী গাঙ্গুলি । বাড়িতে বানানো সেই ফুচকার স্বাদে জমে গেল তাঁর দিন ।

subhashree ganguly latest news
subhashree ganguly latest news
author img

By

Published : Apr 10, 2020, 11:35 PM IST

কলকাতা : লকডাউনে বাড়িতেই রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি । প্রতিদিনই কোনও না কোনও স্পেশাল ডিশ রান্না হচ্ছে অভিনেত্রীর বাড়িতে । কখনও পায়েস, কখনও ফ্রায়েড রাইস । আজও তার ব্যতিক্রম হল না । হোম মেড ফুচকায় জমে গেল দিন ।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন শুভশ্রী । একটি ছবিতে হাতে ফুচকা, আর পরের ছবিতে স্ট্রেট মুখে । স্ট্রিট ফুডের আনন্দ বাড়িতে পেয়ে বদলে গেছে অভিনেত্রীর অভিব্য়ক্তি । খুশিতে ঝলমল করছে মন ।

ক্যাপশনে লেখা, "হোম মেড ফুচকা বাই সৃষ্টি পাণ্ডে। তুমি আমার পুরো দিনটাকে জমিয়ে দিলে । আই লভ ইউ ।"

শুভশ্রীর এই পোস্টে আর এক অভিনেত্রী কৌশানির মন্তব্য, "আমি এটার জন্য কতদিন ধরে ছটফট করছি । তুমি কত লাকি !!"

শুধু ফুচকা নয়, আজ রাজ-শুভশ্রীর হেঁশেলে হয়েছে সেজ়োয়ান ফ্রায়েডরাইস । ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী । দেখে নিন...

subhashree ganguly latest news
সৌজন্যে শুভশ্রীর ইনস্টাস্টোরি..

কলকাতা : লকডাউনে বাড়িতেই রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি । প্রতিদিনই কোনও না কোনও স্পেশাল ডিশ রান্না হচ্ছে অভিনেত্রীর বাড়িতে । কখনও পায়েস, কখনও ফ্রায়েড রাইস । আজও তার ব্যতিক্রম হল না । হোম মেড ফুচকায় জমে গেল দিন ।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন শুভশ্রী । একটি ছবিতে হাতে ফুচকা, আর পরের ছবিতে স্ট্রেট মুখে । স্ট্রিট ফুডের আনন্দ বাড়িতে পেয়ে বদলে গেছে অভিনেত্রীর অভিব্য়ক্তি । খুশিতে ঝলমল করছে মন ।

ক্যাপশনে লেখা, "হোম মেড ফুচকা বাই সৃষ্টি পাণ্ডে। তুমি আমার পুরো দিনটাকে জমিয়ে দিলে । আই লভ ইউ ।"

শুভশ্রীর এই পোস্টে আর এক অভিনেত্রী কৌশানির মন্তব্য, "আমি এটার জন্য কতদিন ধরে ছটফট করছি । তুমি কত লাকি !!"

শুধু ফুচকা নয়, আজ রাজ-শুভশ্রীর হেঁশেলে হয়েছে সেজ়োয়ান ফ্রায়েডরাইস । ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী । দেখে নিন...

subhashree ganguly latest news
সৌজন্যে শুভশ্রীর ইনস্টাস্টোরি..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.