কলকাতা : কেমন আছে স্টুডিয়ো পাড়া ? এই লকডাউনের জেরে প্রায় 2 মাস সব কাজই বন্ধ আছে টলিউডের । তার উপর কয়েকদিন আগে বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান । এর জের ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । এই পরিস্থিতিতে কেমন আছে স্টুডিয়োপাড়া ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল টলিদুনিয়ার স্টুডিয়োতে ।
স্টুডিয়োর ভিতরেই কোয়ার্টারে থাকেন NT1 স্টুডিয়োর গেট কিপার ইন্দ্র জানা । তিনি আমাদের বলেন, "খাঁ খাঁ করছে পুরো । এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি । তার উপর আমফান এসে লন্ডভন্ড করে দিয়ে গেল। কম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে ।"