ETV Bharat / sitara

কেমন আছে স্টুডিয়োপাড়া ? ঘুরে দেখল ETV ভারত সিতারা - amphan

লকডাউনের জেরে প্রায় 2 মাস সব কাজই বন্ধ আছে টলিউডের । তার উপর কয়েকদিন আগে বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান । এই পরিস্থিতিতে কেমন আছে স্টুডিওপাড়া ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

sdf
sdf
author img

By

Published : May 23, 2020, 10:07 PM IST

কলকাতা : কেমন আছে স্টুডিয়ো পাড়া ? এই লকডাউনের জেরে প্রায় 2 মাস সব কাজই বন্ধ আছে টলিউডের । তার উপর কয়েকদিন আগে বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান । এর জের ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । এই পরিস্থিতিতে কেমন আছে স্টুডিয়োপাড়া ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল টলিদুনিয়ার স্টুডিয়োতে ।

sdf
.

স্টুডিয়োর ভিতরেই কোয়ার্টারে থাকেন NT1 স্টুডিয়োর গেট কিপার ইন্দ্র জানা । তিনি আমাদের বলেন, "খাঁ খাঁ করছে পুরো । এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি । তার উপর আমফান এসে লন্ডভন্ড করে দিয়ে গেল। কম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে ।"

adsf
.
আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডিয়ো । উপড়ে পড়েছে স্টুডিয়োর ভিতরে থাকা একাধিক গাছ । দু-তিন জন ছাড়া কেউ নেই সেখানে । ফ্লোরগুলোতে ঝুলছে বড় তালা । ইন্দ্র বলেন, "শুনছি ঠিক মতো শুটিং শুরু হতে হতো পুজো হয়ে যাবে । আমাদের যে কী হবে । তবে এসবের মধ্যে আমার কাজ আটকে নেই । ডিউটি দিচ্ছি । আমাদের মালিক পক্ষ থেকে প্রতিদিনই কেউ না কেউ সব সময় আসেন এখানে ।"
দেখুন ভিডিয়ো

কলকাতা : কেমন আছে স্টুডিয়ো পাড়া ? এই লকডাউনের জেরে প্রায় 2 মাস সব কাজই বন্ধ আছে টলিউডের । তার উপর কয়েকদিন আগে বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান । এর জের ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের একাধিক এলাকা । এই পরিস্থিতিতে কেমন আছে স্টুডিয়োপাড়া ? জানতে ETV ভারত সিতারা পৌঁছে গিয়েছিল টলিদুনিয়ার স্টুডিয়োতে ।

sdf
.

স্টুডিয়োর ভিতরেই কোয়ার্টারে থাকেন NT1 স্টুডিয়োর গেট কিপার ইন্দ্র জানা । তিনি আমাদের বলেন, "খাঁ খাঁ করছে পুরো । এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি । তার উপর আমফান এসে লন্ডভন্ড করে দিয়ে গেল। কম্পানির অনেক ক্ষতি হয়ে গিয়েছে ।"

adsf
.
আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডিয়ো । উপড়ে পড়েছে স্টুডিয়োর ভিতরে থাকা একাধিক গাছ । দু-তিন জন ছাড়া কেউ নেই সেখানে । ফ্লোরগুলোতে ঝুলছে বড় তালা । ইন্দ্র বলেন, "শুনছি ঠিক মতো শুটিং শুরু হতে হতো পুজো হয়ে যাবে । আমাদের যে কী হবে । তবে এসবের মধ্যে আমার কাজ আটকে নেই । ডিউটি দিচ্ছি । আমাদের মালিক পক্ষ থেকে প্রতিদিনই কেউ না কেউ সব সময় আসেন এখানে ।"
দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.