কলকাতা : স্ট্রিট মিউজ়িকের চল কলকাতায় নেই বললেই চলে । আর তাই স্ট্রিট মিউজ়িককে কলকাতার মানুষের কাছে তুলে ধরতে একটি প্রয়াস নেন সোমা দাস, কৌশিক ও সুদীপ্ত চন্দ্র । স্ট্রিট মিউজ়িকের অজানা হিরোদের সম্মানিত করা হয় । ময়দান সংলগ্ন এক অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ছিলেন মল্লার ঘোষ, দেবজিত বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, প্রদ্যুৎ মুখার্জি, সোমা দাস, সুদীপ্ত চন্দ্র, কৌশিক সহ আরও অনেকে ।
সোমা দাস বলেন," আমার কাছে ভাবনাটা অনেকগুলি কারণে এসেছিল । বিদেশে স্ট্রিট মিউজ়িশিয়ানদের আলাদা সম্মান রয়েছে । রাস্তার পাশাপাশি বিভিন্ন নৈশ ক্লাবেও পারফর্ম করেন তাঁরা । এমনকী, সিনেমাতেও অনেক সময় তাঁদের দেখতে পাওয়া যায় । কিন্তু, আমাদের দেশে সেই জায়গা এখনও তৈরি হয়নি । সেই শূন্যস্থান পূরণ করতে হবে । আশা করি এই কাজে সবাই আমাদের সাহায্য করবেন । আর সবার সাহায্য পেলে আরও বড় আকারে স্ট্রিট মিউজ়িক ফেস্টিভাল করতে পারব আমরা ।"
এই স্ট্রিট মিউজ়িক ফেষ্টিভাল প্রসঙ্গে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বলেন,"বিদেশে স্ট্রিট মিউজ়িক ফেস্টিভাল অনেক হয় । কিন্তু, আমাদের এখানকার সংস্কৃতি জগতে আলাদ কিছু ভাবতে পারি না । আর সেই জায়গা থেকে কৌশিক, সুদীপ্ত ও সোমা যে উদ্যোগটা নিয়েছেন তার ফলে আড়ালে থাকা বহু মানুষ সঠিক স্বীকৃতি পাবেন ।"
সব থেকে বড় বিষয় হল এই উদ্যোগের মাধ্যমে বিদেশের মতো এবার স্ট্রিট মিউজ়িক শোনা যাবে কলকাতার অলি গলিতেও ।