ETV Bharat / sitara

মিথিলাকে গাড়ি উপহারের খবর 'এক্সপেনসিভ গুজব', বললেন সৃজিত - Srijit give wife car as a gift

এক ইউটিউব চ্যানেলের তরফে সম্প্রতি এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেখানে দাবি করা হয়েছে যে মধুচন্দ্রিমাতে গিয়ে মিথিলাকে একটি সারপ্রাইজ় গিফট দেন সৃজিত । উপহার হিসেবে স্ত্রীকে 3 কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন । যদিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত ।

df
fg
author img

By

Published : Dec 23, 2019, 11:45 PM IST

কলকাতা : চলতি মাসের 7 তারিখ বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পরই মধুচন্দ্রিমার জন্য সুইৎজ়ারল্যান্ডে উড়ে যান এই তারকা দম্পতি । শোনা যাচ্ছে সেখানেই নাকি মিথিলাকে একটি গাড়ি উপহার দিয়েছেন সৃজিত । যার দাম 3 কোটি টাকা । তবে খরবটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত ।

এক ইউটিউব চ্যানেলের তরফে সম্প্রতি এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেখানে দাবি করা হয়েছে যে মধুচন্দ্রিমাতে গিয়ে মিথিলাকে একটি সারপ্রাইজ় গিফট দেন সৃজিত । উপহার হিসেবে স্ত্রীকে 3 কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর নিজের ফেসবুকে সেই ভিডিয়োটি শেয়ার করেন সৃজিত । লেখেন, "আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব"। আসলে মিথিলাকে ওই গাড়ি উপহার দেননি তিনি । চ্যানেলটি কীভাবে এই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করল তা নিয়ে অবাক সৃজিতও । ওই ক্যাপশন লেখার পর কয়েকটা ইমোজিও দেন ।

বিয়ের পর থেকেই একাধিক বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সৃজিত-মিথিলা । কেউ প্রশংসা করেছেন, আবার কেউ ট্রোল । যদিও কোনও বিষয়ে কান দেননি এই তারকা দম্পতি । মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন সুইৎজ়ারল্যান্ডে । সেখান থেকে ফিরে এসেই শ্বশুরবাড়ি যান ভুড়িভোজ করতে । সেখানেও বিতর্ক পিছু হটেনি । শ্বশুরবাড়িতে কী কী খাবার খেয়েছেন তার ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক । আসলে খাবারের তালিকায় ছিল গোরুর গোস্ত । তা নিয়ে অনেকেই তাঁর সমালোচনা করেন । অবশ্য তার যোগ্য জবাব দিয়েছিলেন সৃজিত ।

কলকাতা : চলতি মাসের 7 তারিখ বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পরই মধুচন্দ্রিমার জন্য সুইৎজ়ারল্যান্ডে উড়ে যান এই তারকা দম্পতি । শোনা যাচ্ছে সেখানেই নাকি মিথিলাকে একটি গাড়ি উপহার দিয়েছেন সৃজিত । যার দাম 3 কোটি টাকা । তবে খরবটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত ।

এক ইউটিউব চ্যানেলের তরফে সম্প্রতি এক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেখানে দাবি করা হয়েছে যে মধুচন্দ্রিমাতে গিয়ে মিথিলাকে একটি সারপ্রাইজ় গিফট দেন সৃজিত । উপহার হিসেবে স্ত্রীকে 3 কোটি টাকার রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর নিজের ফেসবুকে সেই ভিডিয়োটি শেয়ার করেন সৃজিত । লেখেন, "আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব"। আসলে মিথিলাকে ওই গাড়ি উপহার দেননি তিনি । চ্যানেলটি কীভাবে এই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করল তা নিয়ে অবাক সৃজিতও । ওই ক্যাপশন লেখার পর কয়েকটা ইমোজিও দেন ।

বিয়ের পর থেকেই একাধিক বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সৃজিত-মিথিলা । কেউ প্রশংসা করেছেন, আবার কেউ ট্রোল । যদিও কোনও বিষয়ে কান দেননি এই তারকা দম্পতি । মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন সুইৎজ়ারল্যান্ডে । সেখান থেকে ফিরে এসেই শ্বশুরবাড়ি যান ভুড়িভোজ করতে । সেখানেও বিতর্ক পিছু হটেনি । শ্বশুরবাড়িতে কী কী খাবার খেয়েছেন তার ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্ক । আসলে খাবারের তালিকায় ছিল গোরুর গোস্ত । তা নিয়ে অনেকেই তাঁর সমালোচনা করেন । অবশ্য তার যোগ্য জবাব দিয়েছিলেন সৃজিত ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.