ETV Bharat / sitara

লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে সৃজিতের 'ভিঞ্চি দা' - Ritwick

সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'ভিঞ্চিদা' দর্শকের পাশাপাশি প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছেও। এবার ছবির মুকুটে জুড়ল নতুন পালক। কারণ, লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে সৃজিতের 'ভিঞ্চিদা'।

ফোটো সৌজন্য সৃজিত মুখার্জি
author img

By

Published : May 13, 2019, 5:54 PM IST

কলকাতা : জুন মাসের শেষের দিকে লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। সেখানে বলিউডের পাশাপাশি জায়গা করে নিয়েছে সৃজিতের 'ভিঞ্চিদা' ছবিটিও।

ফিল্ম ফেস্টিভালে আয়ুষ্মান খুরানার 'আর্টিকেল ১৫' ও নওয়াজ়উদ্দিনের 'ফোটোগ্রাফ' ছবিটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে দেখানো হবে 'ভিঞ্চি দা'-ও।

রুদ্রনীল ঘোষের লেখা ও সৃজিতের চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল নিজে ও সোহিনী সরকার। আদ্যোপান্ত ক্রাইম থ্রিলার এই ছবি।

ফিল্ম ফেস্টিভালে যাওয়ার প্রসঙ্গে সৃজিত বলেন, "খুব হ্যাপি। একটা ছবি যখন বক্স অফিসে এত সাফল্য পায়, আমার সমালোচকদের প্রশংসা পায়। সেই সঙ্গে ফিল্ম ফেস্টিভালে যায় ভালো তো লাগেই।"

কলকাতা : জুন মাসের শেষের দিকে লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল। সেখানে বলিউডের পাশাপাশি জায়গা করে নিয়েছে সৃজিতের 'ভিঞ্চিদা' ছবিটিও।

ফিল্ম ফেস্টিভালে আয়ুষ্মান খুরানার 'আর্টিকেল ১৫' ও নওয়াজ়উদ্দিনের 'ফোটোগ্রাফ' ছবিটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে দেখানো হবে 'ভিঞ্চি দা'-ও।

রুদ্রনীল ঘোষের লেখা ও সৃজিতের চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল নিজে ও সোহিনী সরকার। আদ্যোপান্ত ক্রাইম থ্রিলার এই ছবি।

ফিল্ম ফেস্টিভালে যাওয়ার প্রসঙ্গে সৃজিত বলেন, "খুব হ্যাপি। একটা ছবি যখন বক্স অফিসে এত সাফল্য পায়, আমার সমালোচকদের প্রশংসা পায়। সেই সঙ্গে ফিল্ম ফেস্টিভালে যায় ভালো তো লাগেই।"

Intro:wb_09May_Kolkata_ManbhanjanHoichoiOriginalspics_SnehaSengupta


Body:wb_09May_Kolkata_ManbhanjanHoichoiOriginalspics_SnehaSengupta


Conclusion:wb_09May_Kolkata_ManbhanjanHoichoiOriginalspics_SnehaSengupta
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.