কলকাতা : শীত পড়তে না পড়তেই এবার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও মেয়ে আইরাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন সৃজিত মুখার্জি । আর সেই মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।
চিড়িয়াখানায় মেয়ের সঙ্গে বিভিন্ন পোজ়ে ছবি তুলতে দেখা গিয়েছে সৃজিতকে । আর এভাবেই নিজের ছেলেবেলার দিনগুলিতে ফিরে গিয়েছেন তিনি ।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "12 বছর বয়স পর্যন্ত প্রত্যেকবার শীতে বাবার সঙ্গে চিড়িয়াখানায় যেতাম । আর আমার পাশাপাশি বাবাও এই বিষয়টা নিয়ে উৎসাহিত থাকত । ছোটোবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন । কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে ।"
-
The first 12 winters of my life would've been incomplete without a trip to the Zoo along with my parents with my father almost as excited as me, telling me stories about these magnificent creatures. Nothing changes. No one goes away. Everything comes back. In some other way. pic.twitter.com/txMh7QF5bZ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The first 12 winters of my life would've been incomplete without a trip to the Zoo along with my parents with my father almost as excited as me, telling me stories about these magnificent creatures. Nothing changes. No one goes away. Everything comes back. In some other way. pic.twitter.com/txMh7QF5bZ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 2, 2020The first 12 winters of my life would've been incomplete without a trip to the Zoo along with my parents with my father almost as excited as me, telling me stories about these magnificent creatures. Nothing changes. No one goes away. Everything comes back. In some other way. pic.twitter.com/txMh7QF5bZ
— Srijit Mukherji (@srijitspeaketh) December 2, 2020
এছাড়া চিড়িয়াখানায় যাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গিয়েছে মিথিলাকেও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">