ETV Bharat / sitara

মেয়েকে ঘুম পাড়ালেন সৃজিত - srijit mukherji new post

সম্প্রতি টুইটারে আয়রাকে ঘুম পাড়ানোর একটি ছবি পোস্ট করেন সৃজিত । ক্যাপশনে লেখেন, "গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ..."।

asd
asd
author img

By

Published : Aug 31, 2020, 12:00 PM IST

Updated : Aug 31, 2020, 12:24 PM IST

কলকাতা : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি হয়েছিল লকডাউন । আর সেই সময় বাড়ি থেকে বের হতে পারছিলেন না কেউই । এইভাবেই কেটে গিয়েছিল কয়েকটা মাস । কিন্তু, ভালোবাসার পথে যে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না । সেটাই একবার প্রমাণ করলেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা ।

লকডাউনের মধ্যে বাংলাদেশে ছিলেন মিথিলা । সেই সময় সৃজিতের জন্য তাঁর মন কাঁদছিল । এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই 15 অগাস্ট কলকাতায় সৃজিতের কাছে যান তিনি । কোরোনার ভ্রুকুটি ও সীমান্তের বাধাকে উপেক্ষা করেই কলকাতায় যান ।

আর সেকথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন সৃজিত । লেখেন, "1947 সালের 15 অগাস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পার করেছিলেন । আর 2020 সালের 15 অগাস্ট দু'জন সীমান্ত পাড় করলেন ভালোবাসার জন্য ।" সেই পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্তে মিথিলা ও মেয়ে আয়রাকে ভারতে নিয়ে আসার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন সৃজিত ।

  • 15th August, 1947. Many crossed the border for hatred.
    15th August, 2020. Two crossed the border for love. pic.twitter.com/7U14DQHzpx

    — Srijit Mukherji (@srijitspeaketh) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিথিলার প্রথম পক্ষের সন্তান আয়রা । তবে সৃজিতের সঙ্গে আয়রার সম্পর্ক খুবই মধুর । সৃজিতের চোখের মণি আয়রা । লকডাউনের মধ্যেও বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছে সে । তার সব আবদার বাবার কাছেই । তাই এতদিন পর বাবাকে পেয়ে খুবই খুশি সেও ।

সম্প্রতি টুইটারে আয়রাকে ঘুম পাড়ানোর একটি ছবি পোস্ট করেন সৃজিত । সেখানে মেয়েকে বুকের উপর নিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে পরিচালককে । আর ছবির ক্যাপশনে লেখেন, "গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ..."।

কলকাতা : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জারি হয়েছিল লকডাউন । আর সেই সময় বাড়ি থেকে বের হতে পারছিলেন না কেউই । এইভাবেই কেটে গিয়েছিল কয়েকটা মাস । কিন্তু, ভালোবাসার পথে যে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না । সেটাই একবার প্রমাণ করলেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলা ।

লকডাউনের মধ্যে বাংলাদেশে ছিলেন মিথিলা । সেই সময় সৃজিতের জন্য তাঁর মন কাঁদছিল । এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই 15 অগাস্ট কলকাতায় সৃজিতের কাছে যান তিনি । কোরোনার ভ্রুকুটি ও সীমান্তের বাধাকে উপেক্ষা করেই কলকাতায় যান ।

আর সেকথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন সৃজিত । লেখেন, "1947 সালের 15 অগাস্ট বহু মানুষ ঘৃণার কারণে সীমান্ত পার করেছিলেন । আর 2020 সালের 15 অগাস্ট দু'জন সীমান্ত পাড় করলেন ভালোবাসার জন্য ।" সেই পোস্টের সঙ্গে পেট্রাপোল সীমান্তে মিথিলা ও মেয়ে আয়রাকে ভারতে নিয়ে আসার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন সৃজিত ।

  • 15th August, 1947. Many crossed the border for hatred.
    15th August, 2020. Two crossed the border for love. pic.twitter.com/7U14DQHzpx

    — Srijit Mukherji (@srijitspeaketh) August 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মিথিলার প্রথম পক্ষের সন্তান আয়রা । তবে সৃজিতের সঙ্গে আয়রার সম্পর্ক খুবই মধুর । সৃজিতের চোখের মণি আয়রা । লকডাউনের মধ্যেও বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছে সে । তার সব আবদার বাবার কাছেই । তাই এতদিন পর বাবাকে পেয়ে খুবই খুশি সেও ।

সম্প্রতি টুইটারে আয়রাকে ঘুম পাড়ানোর একটি ছবি পোস্ট করেন সৃজিত । সেখানে মেয়েকে বুকের উপর নিয়ে শুয়ে থাকতে দেখা গিয়েছে পরিচালককে । আর ছবির ক্যাপশনে লেখেন, "গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ..."।

Last Updated : Aug 31, 2020, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.