ETV Bharat / sitara

মির্জ়া গালিবকে নিয়ে 'জাতিস্মর'-এর হিন্দি রিমেক করছেন সৃজিত - srijit mukherji will make a fiklm on Mirza Ghalib

'জাতিস্মর'-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন সৃজিত । তবে সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির পরিবর্তে তুলে ধরা হবে মির্জ়া গালিবের কাহিনি ।

sdf
asd
author img

By

Published : Jan 6, 2021, 4:37 PM IST

কলকাতা : গজ়ল ও শায়েরির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন মির্জ়া গালিব । আর এবার সেই কবির জীবনী বড় পরদায় তুলে ধরতে চলেছেন সৃজিত মুখার্জি । 'জাতিস্মর'-এর মতো করেই হিন্দিতে এই ছবি তৈরি করতে চলেছেন তিনি ।

আসলে 'জাতিস্মর'-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন সৃজিত । তবে সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির পরিবর্তে তুলে ধরা হবে মির্জ়া গালিবের কাহিনি । আর সেই কারণে বদলে দেওয়া হয়েছে ছবির নাম । প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে 'হ্যায় ইয়ে ভো আতিশ গালিব'। এ আর রহমানের জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করলেন সৃজিত ।

  • To my utter delight, not only did he agree to come on board as the composer of the album with nine songs but also got another legend, Gulzar saab, on the same call! Happy birthday to the Maestro, may you dazzle the world with more of your genius!

    — Srijit Mukherji (@srijitspeaketh) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গান লিখছেন গুলজ়ার । আর গানের সুর দেবেন রহমান । ছবিতে মোট নয়টি গান থাকবে বলে জানিয়েছেন সৃজিত । তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । যদিও গুলজ়ার ও রহমানের গান যে এই ছবিকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দেবে তা আর বলার বাকি রাখে না ।

'জাতিস্মর' ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এই ছবির জন্য জাতীয় পুরষ্কার জিতে নিয়েছিলেন পরিচালক । কিন্তু, এখন মির্জ়া গালিবের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে কিছুই জানাননি সৃজিত । তবে শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে ।

এর আগেও নিজের ছবি 'রাজকাহিনি'-কে জাতীয়স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সৃজিত । হিন্দিতে 'বেগমজান' তৈরি করেছিলেন তিনি । সেখানে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে । কিন্তু, দর্শক মনে তেমন দাগ কাটতে পারেনি ওই ছবি । আর এবার মির্জ়া গালিবকে নিয়ে 'জাতিস্মর'-এর আদলে তৈরি তাঁর হিন্দি ছবি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার ।

কলকাতা : গজ়ল ও শায়েরির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন মির্জ়া গালিব । আর এবার সেই কবির জীবনী বড় পরদায় তুলে ধরতে চলেছেন সৃজিত মুখার্জি । 'জাতিস্মর'-এর মতো করেই হিন্দিতে এই ছবি তৈরি করতে চলেছেন তিনি ।

আসলে 'জাতিস্মর'-এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন সৃজিত । তবে সেখানে অ্যান্টনি ফিরিঙ্গির পরিবর্তে তুলে ধরা হবে মির্জ়া গালিবের কাহিনি । আর সেই কারণে বদলে দেওয়া হয়েছে ছবির নাম । প্রাথমিকভাবে ছবির নাম দেওয়া হয়েছে 'হ্যায় ইয়ে ভো আতিশ গালিব'। এ আর রহমানের জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করলেন সৃজিত ।

  • To my utter delight, not only did he agree to come on board as the composer of the album with nine songs but also got another legend, Gulzar saab, on the same call! Happy birthday to the Maestro, may you dazzle the world with more of your genius!

    — Srijit Mukherji (@srijitspeaketh) January 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গান লিখছেন গুলজ়ার । আর গানের সুর দেবেন রহমান । ছবিতে মোট নয়টি গান থাকবে বলে জানিয়েছেন সৃজিত । তবে ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । যদিও গুলজ়ার ও রহমানের গান যে এই ছবিকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দেবে তা আর বলার বাকি রাখে না ।

'জাতিস্মর' ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এই ছবির জন্য জাতীয় পুরষ্কার জিতে নিয়েছিলেন পরিচালক । কিন্তু, এখন মির্জ়া গালিবের চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে কিছুই জানাননি সৃজিত । তবে শোনা যাচ্ছে, এই চরিত্রে দেখা যেতে পারে নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে ।

এর আগেও নিজের ছবি 'রাজকাহিনি'-কে জাতীয়স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন সৃজিত । হিন্দিতে 'বেগমজান' তৈরি করেছিলেন তিনি । সেখানে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালনকে । কিন্তু, দর্শক মনে তেমন দাগ কাটতে পারেনি ওই ছবি । আর এবার মির্জ়া গালিবকে নিয়ে 'জাতিস্মর'-এর আদলে তৈরি তাঁর হিন্দি ছবি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.