কলকাতা : শ্রীলেখা মিত্রর একটা নতুন রূপ ধরা পড়ছে সম্প্রতি । এতদিন ইন্ডাস্ট্রির ভিতরে হওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন তিনি । আর এখন নিজের রাজনৈতিক মত নিয়ে সরব শ্রীলেখা । তিনি বামদলের সমর্থক...প্রতি মুহূর্তে জানান দিচ্ছেন অভিনেত্রী ।
মুখে যা বলেন, সেটা কাজেও করে দেখান শ্রীলেখা । আর মনে যা বিশ্বাস করেন, সেটাই মুখে বলেন তিনি । নিজের এই সততা নিয়ে বেশ গর্বিত অভিনেত্রী ।
তাই বামদলের প্রতি নিজের সমর্থন বোঝাতে লিপস্টিকের রঙও ভেবেচিন্তে বাছছেন শ্রীলেখা । লাল রঙের লিপস্টিক লাগিয়ে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'নিজের রঙের প্রতি সৎ' ।
শ্রীলেখার বেশিরভাগ পোস্টেই তাঁর সেলফি । কখনও মেকআপ করে তো কখনও বিনা মেকআপে ছবি দেন তিনি । আর সবসময়ই অভিনেত্রীর ঠোঁটে দেখা যায় লাল বা লাল ঘেঁষা রঙের ছোঁয়া ।
সম্প্রতি নিজের চুলেও লাল রঙ করেছেন শ্রীলেখা । সেটাও বামেদের সমর্থনেই...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">