ETV Bharat / sitara

"আমায় বিয়ে করবে ?", হিরের আংটি হাতে প্রোপোজ় করলেন শ্রীলেখা - bengali actress sreelekha mitra diamond ring

না না, সিনেমায় নয় । হাঁটু মুড়ে হাতে হিরের আংটি নিয়ে সত্যিই প্রোপোজ় করে বসলেন শ্রীলেখা মিত্র । কিন্তু কাকে ?

sreelekha mitra latest news
sreelekha mitra latest news
author img

By

Published : Jan 16, 2021, 1:59 PM IST

Updated : Jan 16, 2021, 2:06 PM IST

কলকাতা : নিজের শর্তে জীবনযাপন করেন শ্রীলেখা মিত্র । নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু । কাউকে ভালোবাসলেও, জীবনটা কখনও নিজের নিয়ন্ত্রণের বাইরে যায় না শ্রীলেখার । তাহলে নিজেকে বিয়ে করলে কেমন হয় ?

শুনে তাজ্জব লাগলেও এটাই করলেন শ্রীলেখা মিত্র । আমরা সবাই নিজেকে ভালোবাসার কথা বলি । কিন্তু, নিজেকে নিয়ে কতটা সুখী থাকতে পারি আমরা ? সেই দিনের শেষে অন্য কারও মুখাপেক্ষী হয়েই থাকেন বেশিরভাগ মানুষ । তবে শ্রীলেখা কিন্তু যা বলেন, সেটাই বিশ্বাস করেন । তাই অন্য কাউকে নয়, নিজেকেই প্রোপোজ় করলেন হাঁটু গেড়ে বসে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন শ্রীলেখা মিত্র । সেখানে নিত্যনতুন ভিডিয়ো আপলোড করেন তিনি । কখনও নিজের ব্য়ক্তিগত অভিজ্ঞতার কথা তো কখনও তাঁর সমাজসেবার ছবি তুলে ধরেন অভিনেত্রী ।

সেখানেই এই ভিডিয়োটি শেয়ার করেছেন শ্রীলেখা । নিজেকে প্রোপোজ় করার জন্য রীতিমতো রেডি হতে দেখা গেছে তাঁকে । ভয়েজ় ওভারে ভেসে আসছে তাঁর উপলব্ধির কথা, ভালোবাসার কথা । আর তার পরেই ঝপ করে হিরের আংটি নিয়ে নিজেকে প্রোপোজ়....

কলকাতা : নিজের শর্তে জীবনযাপন করেন শ্রীলেখা মিত্র । নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু । কাউকে ভালোবাসলেও, জীবনটা কখনও নিজের নিয়ন্ত্রণের বাইরে যায় না শ্রীলেখার । তাহলে নিজেকে বিয়ে করলে কেমন হয় ?

শুনে তাজ্জব লাগলেও এটাই করলেন শ্রীলেখা মিত্র । আমরা সবাই নিজেকে ভালোবাসার কথা বলি । কিন্তু, নিজেকে নিয়ে কতটা সুখী থাকতে পারি আমরা ? সেই দিনের শেষে অন্য কারও মুখাপেক্ষী হয়েই থাকেন বেশিরভাগ মানুষ । তবে শ্রীলেখা কিন্তু যা বলেন, সেটাই বিশ্বাস করেন । তাই অন্য কাউকে নয়, নিজেকেই প্রোপোজ় করলেন হাঁটু গেড়ে বসে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন শ্রীলেখা মিত্র । সেখানে নিত্যনতুন ভিডিয়ো আপলোড করেন তিনি । কখনও নিজের ব্য়ক্তিগত অভিজ্ঞতার কথা তো কখনও তাঁর সমাজসেবার ছবি তুলে ধরেন অভিনেত্রী ।

সেখানেই এই ভিডিয়োটি শেয়ার করেছেন শ্রীলেখা । নিজেকে প্রোপোজ় করার জন্য রীতিমতো রেডি হতে দেখা গেছে তাঁকে । ভয়েজ় ওভারে ভেসে আসছে তাঁর উপলব্ধির কথা, ভালোবাসার কথা । আর তার পরেই ঝপ করে হিরের আংটি নিয়ে নিজেকে প্রোপোজ়....

Last Updated : Jan 16, 2021, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.