ETV Bharat / sitara

নতুন কিছু শুরু করতে চলেছে শ্রাবন্তী পুত্র অভিমন্যু - Something big coming up

সম্প্রতি মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করে অভিমন্যু । তার ক্যাপশনে লেখা, "বড় কিছু আসছে"। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি । এতেই জল্পনা আরও বেড়েছে ।

sdf
sdf
author img

By

Published : Nov 6, 2020, 11:00 PM IST

কলকাতা : 2019 সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি । পাত্র ইন্ডাস্ট্রির কেউ নয়, এক বিমান সংস্থার সুপারভাইজ়ার রোশন সিং । বেশ চলছিল তাঁদের দাম্পত্য জীবন । তবে হঠাৎই সেখানে ছন্দপতনের কথা শোনা যাচ্ছে । শোনা যাচ্ছে শ্রাবন্তী আর রোশনের মধ্যে নাকি অশান্তি দানা বেঁধেছে । বিবাহবিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে । আর এই পরিস্থিতির মধ্যে সুখবর দিল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ।

অভিনয়ের প্রতি কোনও টান নেই অভিমন্যুর । বরং মিউজ়িকের প্রতি ঝোঁক রয়েছে তার ।

সম্প্রতি মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করে অভিমন্যু । তার ক্যাপশনে লেখা, "বড় কিছু আসছে"। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি । এতেই জল্পনা আরও বেড়েছে ।

অভিমন্যুর মিউজ়িকের প্রতি ঝোঁক থাকার জন্য অনেকেই মনে করছেন তাহলে নতুন কোনও মিউজ়িকাল প্রোজেক্ট নিয়ে আসছে সে । তবে তা আসলে কী সেটা অবশ্য সময়ই বলে দেবে ।

কলকাতা : 2019 সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি । পাত্র ইন্ডাস্ট্রির কেউ নয়, এক বিমান সংস্থার সুপারভাইজ়ার রোশন সিং । বেশ চলছিল তাঁদের দাম্পত্য জীবন । তবে হঠাৎই সেখানে ছন্দপতনের কথা শোনা যাচ্ছে । শোনা যাচ্ছে শ্রাবন্তী আর রোশনের মধ্যে নাকি অশান্তি দানা বেঁধেছে । বিবাহবিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে । আর এই পরিস্থিতির মধ্যে সুখবর দিল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ।

অভিনয়ের প্রতি কোনও টান নেই অভিমন্যুর । বরং মিউজ়িকের প্রতি ঝোঁক রয়েছে তার ।

সম্প্রতি মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করে অভিমন্যু । তার ক্যাপশনে লেখা, "বড় কিছু আসছে"। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি । এতেই জল্পনা আরও বেড়েছে ।

অভিমন্যুর মিউজ়িকের প্রতি ঝোঁক থাকার জন্য অনেকেই মনে করছেন তাহলে নতুন কোনও মিউজ়িকাল প্রোজেক্ট নিয়ে আসছে সে । তবে তা আসলে কী সেটা অবশ্য সময়ই বলে দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.