ETV Bharat / sitara

Srabanti Chatterjee: শ্রাবন্তীকে জন্মদিনে শুভেচ্ছা-চিঠি মমতার, আপ্লুত অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনের - শ্রাবন্তীকে চিঠি মমতার

চিঠি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)৷ সেই চিঠিই তাঁর কাছে সেরা উপহার বলে জানালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)৷

Srabanti Chatterjee got best birthday gift from mamata banerjee
শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার মমতার, সুবিধেবাদী বলে কটাক্ষ নেটিজেনের
author img

By

Published : Aug 16, 2021, 5:49 PM IST

কলকাতা, 16 অগস্ট : স্বাধীনতা দিবসের আগেই গিয়েছে তাঁর জন্মদিন ৷ গত 13 অগস্ট ৷ আর এই বিশেষ দিনে তিনি সেরা উপহারটি পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ৷ তাতেই আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)৷ তৃণমূল নেত্রীর পাঠানো সেই উপহারের কথা সবাইকে নিজেই জানালেন অভিনেত্রী ৷

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিকেই তাঁর পাওয়া জন্মদিনের সেরা উপহার বলে মনে করছেন অভিনেত্রী ৷ মমতার চিঠিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেছেন শ্রাবন্তী ৷ সেই চিঠিতে লেখা রয়েছে "প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ৷ আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল ৷" মমতার স্বাক্ষর করা এই চিঠিটি শেয়ার করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, "আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি ৷ এটা আমার জন্মদিনের সেরা উপহার ৷ ধন্যবাদ দিদি ৷"

Srabanti Chatterjee got best birthday gift from mamata banerjee
শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার মমতার, সুবিধেবাদী বলে কটাক্ষ নেটিজেনের

আরও পড়ুন: Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

রাজনীতির আঙিনায় দু‘জন দুই মেরুতে ৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের রাজনীতিতে যখন তারকা সমাবেশ ঘটে, তখনই বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই অনুপ্রাণিত হয়ে তাঁর গেরুয়া পতাকা হাতে নেওয়া বলে জানিয়েছিলেন তিনি ৷ বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটেও লড়েছিলেন তিনি ৷ তবে জয়ের মুখ দেখতে পারেননি ৷ এরপর আর সক্রিয়ভাবে তাঁকে রাজনীতিতে দেখা যায়নি ৷ মনোরঞ্জনের দ্বারাই মানুষের কাছে পৌঁছতে মনোযোগী হন অভিনেত্রী ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

এরই মধ্যে মমতার পাঠানো চিঠিকে জন্মদিনের সেরা উপহার বলে জানানোয় তাঁকে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷ একজন লিখেছেন, "ভালই খেলা হচ্ছে ৷" আর একজন আবার শ্রাবন্তীকে সুবিধাবাদী বলে কটাক্ষ করে বলেছেন, "কে কখন কোন দলে ঠিক নেই ৷ যে দিকে হাওয়া, এরা সেই দিকে ৷ সব সুবিধেবাদী ৷" তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির অনেকেই ঘাস-ফুলে ফেরার জন্য উদ্যত হয়েছেন ৷ শ্রাবন্তীও সেই পথেই হাঁটবেন কি না, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: Rivals become Friends : চিরশত্রু থেকে বন্ধু, মেসি-ব়্যামোসের কাহিনির সঙ্গে মিল বলিউডের দুই খানের

কলকাতা, 16 অগস্ট : স্বাধীনতা দিবসের আগেই গিয়েছে তাঁর জন্মদিন ৷ গত 13 অগস্ট ৷ আর এই বিশেষ দিনে তিনি সেরা উপহারটি পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে ৷ তাতেই আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)৷ তৃণমূল নেত্রীর পাঠানো সেই উপহারের কথা সবাইকে নিজেই জানালেন অভিনেত্রী ৷

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিকেই তাঁর পাওয়া জন্মদিনের সেরা উপহার বলে মনে করছেন অভিনেত্রী ৷ মমতার চিঠিটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেছেন শ্রাবন্তী ৷ সেই চিঠিতে লেখা রয়েছে "প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ৷ আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল ৷" মমতার স্বাক্ষর করা এই চিঠিটি শেয়ার করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, "আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি ৷ এটা আমার জন্মদিনের সেরা উপহার ৷ ধন্যবাদ দিদি ৷"

Srabanti Chatterjee got best birthday gift from mamata banerjee
শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার মমতার, সুবিধেবাদী বলে কটাক্ষ নেটিজেনের

আরও পড়ুন: Indian Idol 12 Winner : 12তম ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পবনদীপ, দ্বিতীয় বাংলার অরুণিতা

রাজনীতির আঙিনায় দু‘জন দুই মেরুতে ৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের রাজনীতিতে যখন তারকা সমাবেশ ঘটে, তখনই বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখেই অনুপ্রাণিত হয়ে তাঁর গেরুয়া পতাকা হাতে নেওয়া বলে জানিয়েছিলেন তিনি ৷ বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটেও লড়েছিলেন তিনি ৷ তবে জয়ের মুখ দেখতে পারেননি ৷ এরপর আর সক্রিয়ভাবে তাঁকে রাজনীতিতে দেখা যায়নি ৷ মনোরঞ্জনের দ্বারাই মানুষের কাছে পৌঁছতে মনোযোগী হন অভিনেত্রী ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

এরই মধ্যে মমতার পাঠানো চিঠিকে জন্মদিনের সেরা উপহার বলে জানানোয় তাঁকে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷ একজন লিখেছেন, "ভালই খেলা হচ্ছে ৷" আর একজন আবার শ্রাবন্তীকে সুবিধাবাদী বলে কটাক্ষ করে বলেছেন, "কে কখন কোন দলে ঠিক নেই ৷ যে দিকে হাওয়া, এরা সেই দিকে ৷ সব সুবিধেবাদী ৷" তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির অনেকেই ঘাস-ফুলে ফেরার জন্য উদ্যত হয়েছেন ৷ শ্রাবন্তীও সেই পথেই হাঁটবেন কি না, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: Rivals become Friends : চিরশত্রু থেকে বন্ধু, মেসি-ব়্যামোসের কাহিনির সঙ্গে মিল বলিউডের দুই খানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.