কলকাতা : মুক্তি পেয়েছে ত্রিদিব রমন পরিচালিত ও শ্রাবন্তী-সাহেব অভিনীত "উড়ান" ছবিটি । ছবিতে শ্রাবন্তীকে আর্সেনিক যুক্ত জলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে । একইভাবে শ্রাবন্তীকে আরও একটি ছবিতে সামাজিক লড়াই করতে দেখা যাবে । যার জন্য অভিনেত্রী পাড়ি দিচ্ছেন বাংলাদেশ ।
ছবির নাম 'বিক্ষোভ'। বাংলাদেশের ছবি । বাংলাদেশের রাস্তায় পথ দুর্ঘটনা । তারসঙ্গে লড়াই এক নারীর । এক নারীর উত্থানের কাহিনি । এবং সেই নারীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । আগামীকালই ঢাকার বিমানে উঠছেন তিনি । কথা ছিল আজই রওনা দেবেন । কিন্তু "উড়ান"এর প্রিমিয়ার রয়েছে বলে শ্রাবন্তীর যাওয়া একদিন পিছিয়ে যায় ।
যেমন ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এপার বাংলায় ছবির জগতে নিজের জায়গা করে নিয়েছেন, এপারের স্টাররাও কিন্তু ওপারে সমানতালে কাজ করছেন । যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জিরা । এই ছবির শুটিং অনেকদিন ধরেই করছেন শ্রাবন্তী । সবদিক সামলে শুটিং করছেন দুই দেশে । পরের দফার শুটিং করতেই তাঁর বাংলাদেশ গমন ।