ETV Bharat / sitara

বাংলাদেশে 'বিক্ষোভ' করতে যাচ্ছেন শ্রাবন্তী ! - new film

শ্রাবন্তীর পরবর্তী ছবির 'বিক্ষোভ'। বাংলাদেশের ছবি ।

dfg
dfg
author img

By

Published : Jan 17, 2020, 11:36 PM IST

কলকাতা : মুক্তি পেয়েছে ত্রিদিব রমন পরিচালিত ও শ্রাবন্তী-সাহেব অভিনীত "উড়ান" ছবিটি । ছবিতে শ্রাবন্তীকে আর্সেনিক যুক্ত জলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে । একইভাবে শ্রাবন্তীকে আরও একটি ছবিতে সামাজিক লড়াই করতে দেখা যাবে । যার জন্য অভিনেত্রী পাড়ি দিচ্ছেন বাংলাদেশ ।

ছবির নাম 'বিক্ষোভ'। বাংলাদেশের ছবি । বাংলাদেশের রাস্তায় পথ দুর্ঘটনা । তারসঙ্গে লড়াই এক নারীর । এক নারীর উত্থানের কাহিনি । এবং সেই নারীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । আগামীকালই ঢাকার বিমানে উঠছেন তিনি । কথা ছিল আজই রওনা দেবেন । কিন্তু "উড়ান"এর প্রিমিয়ার রয়েছে বলে শ্রাবন্তীর যাওয়া একদিন পিছিয়ে যায় ।

যেমন ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এপার বাংলায় ছবির জগতে নিজের জায়গা করে নিয়েছেন, এপারের স্টাররাও কিন্তু ওপারে সমানতালে কাজ করছেন । যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জিরা । এই ছবির শুটিং অনেকদিন ধরেই করছেন শ্রাবন্তী । সবদিক সামলে শুটিং করছেন দুই দেশে । পরের দফার শুটিং করতেই তাঁর বাংলাদেশ গমন ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেয়েছে ত্রিদিব রমন পরিচালিত ও শ্রাবন্তী-সাহেব অভিনীত "উড়ান" ছবিটি । ছবিতে শ্রাবন্তীকে আর্সেনিক যুক্ত জলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে । একইভাবে শ্রাবন্তীকে আরও একটি ছবিতে সামাজিক লড়াই করতে দেখা যাবে । যার জন্য অভিনেত্রী পাড়ি দিচ্ছেন বাংলাদেশ ।

ছবির নাম 'বিক্ষোভ'। বাংলাদেশের ছবি । বাংলাদেশের রাস্তায় পথ দুর্ঘটনা । তারসঙ্গে লড়াই এক নারীর । এক নারীর উত্থানের কাহিনি । এবং সেই নারীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । আগামীকালই ঢাকার বিমানে উঠছেন তিনি । কথা ছিল আজই রওনা দেবেন । কিন্তু "উড়ান"এর প্রিমিয়ার রয়েছে বলে শ্রাবন্তীর যাওয়া একদিন পিছিয়ে যায় ।

যেমন ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এপার বাংলায় ছবির জগতে নিজের জায়গা করে নিয়েছেন, এপারের স্টাররাও কিন্তু ওপারে সমানতালে কাজ করছেন । যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জিরা । এই ছবির শুটিং অনেকদিন ধরেই করছেন শ্রাবন্তী । সবদিক সামলে শুটিং করছেন দুই দেশে । পরের দফার শুটিং করতেই তাঁর বাংলাদেশ গমন ।

দেখুন ভিডিয়ো
Intro:আজ মুক্তি পেতে চলেছে ত্রিদিব রমন পরিচালিত ও শ্রাবন্তী-সাহেব অভিনীত "উড়ান" ছবিটি। ছবিতে শ্রাবন্তীকে আর্সেনিক যুক্ত জলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। এরকম একইভাবে শ্রাবন্তীকে আরও একটি ছবিতে সামাজিক লড়াই করতে দেখা যাবে। যার জন্য অভিনেত্রী কাঁটাতার পেরিয়ে পাড়ি দিচ্ছেন বাংলাদেশ।


Body:ছবির নাম 'বিক্ষোভ'। বাংলাদেশের ছবি। বাংলাদেশের রাস্তায় পথ দুর্ঘটনা। তারসঙ্গে লড়াই এক নারীর। এক নারীর উত্থানের কাহিনী। এবং সেই নারীর চরিত্রে শ্রাবন্তী। আগামীকালই নায়িকা ঢাকার ফ্লাইটে উঠছেন। কথা ছিল আজই তিনি রওনা দেবেন। কিন্তু "উড়ান"এর প্রিমিয়ার রয়েছে বলে শ্রাবন্তী যাওয়া পিছিয়ে আগামীকাল যাচ্ছেন।


Conclusion:যেমন ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এপার বাংলায় ছবির জগতে নিজের জায়গা করে নিয়েছেন, এপারের স্টাররাও কিন্তু ওপারে সমানতালে কাজ করছেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জিরা। বিক্ষোভের শুটিং অনেকদিন ধরেই করছেন শ্রাবন্তী। সবদিক সামলে শুটিং করছেন দুই দেশে। পরের দফার শুটিং করতেই তাঁর বাংলাদেশ গমন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.