ETV Bharat / sitara

শ্রাবন্তীর নামে ভুয়ো পেজ, সাইবার সেলে অভিযোগ দায়ের

শ্রাবন্তীর নামে ভুয়ো পেজ বানিয়ে টাকা চাওয়া হত নেটিজ়েনদের থেকে । এ বিষয়ে সাইবার সেলে অভিযোগ জানান অভিনেত্রী ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 26, 2020, 2:36 PM IST

Updated : Jun 26, 2020, 2:49 PM IST

কলকাতা : প্রোফাইলে রয়েছে শ্রাবন্তীর ছবি । ডেসক্রিপশনে লেখা তাঁর ফ্যান ক্লাবের নাম । নীচে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে স্পষ্ট ভাবে বলা, "প্রমোশনের জন্য সরাসরি মেসেজ করুন ।" তবে প্রমোশনটা ঠিক কীসের তা অবশ্য বোঝা যায়নি । এই বিষয়টি জানেন না অভিনেত্রীও । এদিকে তাঁরই নাম ভাঙিয়ে নেটিজ়েনদের থেকে চাওয়া হচ্ছে টাকা । কাজ পাইয়ে দেওয়ার নামে দেওয়া হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতিও ।

সম্প্রতি এমনই একটি ফেক প্রোফাইল চোখে এসেছে শ্রাবন্তীর । তারপরই বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ।

এ বিষয়ে ETV ভারতকে শ্রাবন্তীর স্বামী রোশান সিং বলেন, "শ্রাবন্তীর নাম করে একজন ফেক প্রোফাইল তৈরি করেছেন ইনস্টাগ্রামে । অনেককেই জানেন, ভেরিফায়েড অ্যাকাউন্ট মানে ব্লুটিক । যে ছবি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিত, সেই ছবিগুলো নিয়েই সেই ব্যক্তি তার ইনস্টাগ্রাম পেজে দিয়ে দিত । 73-74 হাজার ফলোয়ার হয়ে গিয়েছিল । মনে হয় অভিযুক্ত একজন মহিলা । সে বন্ধুদের বলেছে, সে নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পেজ ম্যানেজ করে । গুগল পে, পেটিএমের মাধ্যমে পয়সা নিয়েছে । আমরাও অনেক স্ক্রিনশট দেখেছি ।"

ইতিমধ্যেই বিষয়টা নিয়ে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন শ্রাবন্তী । ইনস্টাগ্রামে মেল করে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে । এখনও সাইবার ক্রাইম থেকে কিছু জানানো হয়নি শ্রাবন্তীকে ।

কলকাতা : প্রোফাইলে রয়েছে শ্রাবন্তীর ছবি । ডেসক্রিপশনে লেখা তাঁর ফ্যান ক্লাবের নাম । নীচে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে স্পষ্ট ভাবে বলা, "প্রমোশনের জন্য সরাসরি মেসেজ করুন ।" তবে প্রমোশনটা ঠিক কীসের তা অবশ্য বোঝা যায়নি । এই বিষয়টি জানেন না অভিনেত্রীও । এদিকে তাঁরই নাম ভাঙিয়ে নেটিজ়েনদের থেকে চাওয়া হচ্ছে টাকা । কাজ পাইয়ে দেওয়ার নামে দেওয়া হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতিও ।

সম্প্রতি এমনই একটি ফেক প্রোফাইল চোখে এসেছে শ্রাবন্তীর । তারপরই বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী ।

এ বিষয়ে ETV ভারতকে শ্রাবন্তীর স্বামী রোশান সিং বলেন, "শ্রাবন্তীর নাম করে একজন ফেক প্রোফাইল তৈরি করেছেন ইনস্টাগ্রামে । অনেককেই জানেন, ভেরিফায়েড অ্যাকাউন্ট মানে ব্লুটিক । যে ছবি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিত, সেই ছবিগুলো নিয়েই সেই ব্যক্তি তার ইনস্টাগ্রাম পেজে দিয়ে দিত । 73-74 হাজার ফলোয়ার হয়ে গিয়েছিল । মনে হয় অভিযুক্ত একজন মহিলা । সে বন্ধুদের বলেছে, সে নাকি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পেজ ম্যানেজ করে । গুগল পে, পেটিএমের মাধ্যমে পয়সা নিয়েছে । আমরাও অনেক স্ক্রিনশট দেখেছি ।"

ইতিমধ্যেই বিষয়টা নিয়ে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন শ্রাবন্তী । ইনস্টাগ্রামে মেল করে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে । এখনও সাইবার ক্রাইম থেকে কিছু জানানো হয়নি শ্রাবন্তীকে ।

Last Updated : Jun 26, 2020, 2:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.