ETV Bharat / sitara

"কোনও বড় প্রযোজনা সংস্থা আমাকে কাজের জন্য বলেনি" - cinematographer madhura palit

কানে পুরস্কৃত করা হয়েছিল বাঙালি সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকে । যদিও এখনও পর্যন্ত কোনও বড় প্রযোজনা সংস্থা থেকে কাজের জন্য ডাক পাননি তিনি । তবে এ নিয়ে কোনও মন খারাপ নেই তাঁর । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন এসব কথা ।

fg
gf
author img

By

Published : Dec 23, 2019, 8:57 PM IST

Updated : Dec 23, 2019, 10:04 PM IST

কলকাতা : কানে পুরস্কৃত করা হয়েছিল বাঙালি সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকে । জানুয়ারি মাসে মুক্তি পাবে বাংলা ছবি 'মুখোশ'। ওই ছবির সিনেমাটোগ্রাফার তিনি । আর পরিচালক অর্ঘ্যদীপ চ্যাটার্জি । এ নিয়ে অর্ঘ্যদীপের সঙ্গে চারটি ছবিতে কাজ করে ফেলেছেন মধুরা । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় শেয়ার করলেন তাঁর ক্যারিয়ার ও জীবনের অনেক কথা ।

কান থেকে পুরস্কার পেয়েছেন মধুরা । তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও বড় প্রযোজনা সংস্থা তাঁকে কাজ করার জন্য ডাকেনি । এ প্রসঙ্গে তিনি বলেন, "বড় কোনও প্রযোজনা সংস্থা আমাকে কাজের জন্য ডাকেনি । শুধুমাত্র স্বাধীন পরিচালকরাই আমাকে ডাকে । যারা ভালো কাজ করতে চাইছে বা যারা এতদিন ধরে আমার সঙ্গে কাজ করে আসছিল তারাই একমাত্র বলছে ।" তবে এনিয়ে কোনও মন খারাপ নেই বলেও জানিয়েছেন তিনি ।

সিনেমাটোগ্রাফির পাশাপাশি সিনেমায় পরিচালনাও দেওয়ার ইচ্ছেও রয়েছে মধুরার । তবে এখনই নয় । আর প্রথমেই বড় কোনও স্টারকে নিয়ে কাজ করবেন না বলে ঠিক করেছেন তিনি । বলেন, "আমি বন্ধুদের নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি । তাই প্রথমে তাদের নিয়ে কাজ করব । যাতে আমি কোথাও ভুল করলে তারা আমাকে ধরিয়ে দিতে পারে ।"

তবে মধুরা এমন এক পেশায় রয়েছেন, যেখানে হাতেগোনা কয়েকজন মহিলা সিনেমাটোগ্রাফারকে পাওয়া দেখতে পাওয়া যায় । এ প্রসঙ্গে বলেন, "ফ্লোরে ঢোকার আগে অনেকেই তাঁকে সিনেমাটোগ্রাফার ভাবতে দ্বিধাবোধ করেছে, কিন্তু ফ্লোরে তেমনটা ঘটেনি ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : কানে পুরস্কৃত করা হয়েছিল বাঙালি সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকে । জানুয়ারি মাসে মুক্তি পাবে বাংলা ছবি 'মুখোশ'। ওই ছবির সিনেমাটোগ্রাফার তিনি । আর পরিচালক অর্ঘ্যদীপ চ্যাটার্জি । এ নিয়ে অর্ঘ্যদীপের সঙ্গে চারটি ছবিতে কাজ করে ফেলেছেন মধুরা । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় শেয়ার করলেন তাঁর ক্যারিয়ার ও জীবনের অনেক কথা ।

কান থেকে পুরস্কার পেয়েছেন মধুরা । তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও বড় প্রযোজনা সংস্থা তাঁকে কাজ করার জন্য ডাকেনি । এ প্রসঙ্গে তিনি বলেন, "বড় কোনও প্রযোজনা সংস্থা আমাকে কাজের জন্য ডাকেনি । শুধুমাত্র স্বাধীন পরিচালকরাই আমাকে ডাকে । যারা ভালো কাজ করতে চাইছে বা যারা এতদিন ধরে আমার সঙ্গে কাজ করে আসছিল তারাই একমাত্র বলছে ।" তবে এনিয়ে কোনও মন খারাপ নেই বলেও জানিয়েছেন তিনি ।

সিনেমাটোগ্রাফির পাশাপাশি সিনেমায় পরিচালনাও দেওয়ার ইচ্ছেও রয়েছে মধুরার । তবে এখনই নয় । আর প্রথমেই বড় কোনও স্টারকে নিয়ে কাজ করবেন না বলে ঠিক করেছেন তিনি । বলেন, "আমি বন্ধুদের নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি । তাই প্রথমে তাদের নিয়ে কাজ করব । যাতে আমি কোথাও ভুল করলে তারা আমাকে ধরিয়ে দিতে পারে ।"

তবে মধুরা এমন এক পেশায় রয়েছেন, যেখানে হাতেগোনা কয়েকজন মহিলা সিনেমাটোগ্রাফারকে পাওয়া দেখতে পাওয়া যায় । এ প্রসঙ্গে বলেন, "ফ্লোরে ঢোকার আগে অনেকেই তাঁকে সিনেমাটোগ্রাফার ভাবতে দ্বিধাবোধ করেছে, কিন্তু ফ্লোরে তেমনটা ঘটেনি ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:কান থেকে পুরস্কৃত হয়েছিলেন বাঙালি তথা ভারতীয় সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। জানুয়ারি মাসে মুক্তি পাবে 'মুখোশ'। সেই ছবির সিনেমাটোগ্রাফার তিনি। এই নিয়ে পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে চারটি ছবিতে কাজ করে ফেলেছেন মধুরা। ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় মধুরা ব্যক্ত করলেন তাঁর ক্যারিয়ার ও জীবনের অনেক কথাই।


Body:কান থেকে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মধুরা। এতৎসত্ত্বেও, কোনও বড় প্রযোজনা সংস্থা কি তাঁকে কাজ করার জন্য ডেকেছে? মধুরা উত্তরে বলেন, এখনও কোনও বড় প্রযোজনা সংস্থা বা বড় পরিচালক তাঁকে কাজ করার জন্য ডাকেনি। তবে তিনি ডাক পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের সঙ্গে কাজ করার জন্য।

পরবর্তী সময়ে ছবি পরিচালনাও করতে পারেন মধুরা। বিষয়টি নিয়ে আমাদের বলেছেন, কোনও বড় স্টারকে নিয়ে তিনি কাজ করবেন না, মূলত তার বন্ধুরাই হবে কাজের সঙ্গী।

মধুরা এমন এক পেশার সঙ্গে জড়িয়ে আছেন, যেখানে হাতেগোনা কয়েকজন মহিলা সিনেমাটোগ্রাফারকে পাওয়া দেখতে পাওয়া যায়। মধুরা বলেন, ফ্লোরে ঢোকার আগে অনেকেই তাঁকে সিনেমাটোগ্রাফার ভাবতে দ্বিধাবোধ করেছে, কিন্তু ফ্লোরে তেমনটা ঘটেনি।






Conclusion:দেখুন সম্পূর্ণ ভিডিও :
Last Updated : Dec 23, 2019, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.