না না না কাছে এসো না : রাহুল দেব বর্মনের সুরে 'একান্ত আপন' ছবির এই গান কে ভুলতে পারে ? আশা ভোঁসলের সঙ্গে বালাসুব্রমনিয়ামের এই যুগলবন্দী একইসঙ্গে প্রেম আর ছলনায় ভরা । হালকা খুনসুটি, আলতো ভালোলাগায় মেশা এই গানকে এই তালিকার প্রথমে রাখতেই হবে ।
জন্ম জন্ম নেব যে জন্ম তোমায় চেয়ে : প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'নাগপঞ্চমী' ছবিটি নব্বইয়ের দশকে মুক্তি পায় । সেই ছবির একটি উল্লেখযোগ্য গান এটি । বালাসুব্রমনিয়ামের সঙ্গে এই গান গেয়েছিলেন কৃষ্ণণ নায়ার সান্তাকুমারী চিত্রা বা K.S.চিত্রা । সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল গানটি ।
পাঠশালাতে ইঁদুর এল : নাম শুনেই বোঝা যাচ্ছে যে, বেশ মজার এই গান । বালাসুব্রমনিয়াম যে কতটা ভার্সেটাইল সংগীতশিল্পী ছিলেন সেটা তাঁর গানের ভান্ডার শুনেই বোঝা যায় । এই গানটি মুক্তি পায় আশির দশকে । একটি অ্যালবামের গান এটি । তবে গানটি আজ আর সেভাবে প্রচলিত নয় ।
![S.P.Balasubramanium sings several bengali songs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/sp-balasubramaniam_2509newsroom_1601022884_630.jpg)
আয় রে বসন্ত আয় : এই গানটিও 'নাগপঞ্চমী' সিনেমার । K.S.চিত্রার সঙ্গে মনে রাখার মতো ছিল বালাসুব্রমনিয়ামের এই যুগলবন্দী । তবে এই গানও হারিয়েছে বিস্মৃতির আড়ালে । তাই বলে তো গানটির সুরমাধুর্যকে অস্বীকার করা যায় না ।
বাংলায় গানের সংখ্যা খুব বেশি না হলেও, আমাদের বাংলায় বালাসুব্রমনিয়ামের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় । তাঁর বিখ্যাত গানগুলো আজও বাঙালিরা গুনগুন করে ওঠেন । আজও তারা অপেক্ষায় থাকেন, কেউ যেন আকাশ কাঁপিয়ে গেয়ে উঠবেন, 'না না না কাছে এসো না...' তাঁর কাছে কি আর যাওয়া যাবে ?