চেন্নাই : বর্ষীয়ান সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়মের শারীরিক অবস্থা সংকটজনক । আজ হাসপাতালের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে ।
এমজিএম হেল্থকেয়ারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 5 অগাস্ট হাসপাতালে ভরতি করা হয়েছিল বালাসুব্রমনিয়মকে । এখন ECMO ও অন্য লাইফ সাপোর্টে রয়েছেন তিনি । গত 24 ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছে । অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি । এমজিএম হেল্থকেয়ারের বিশেষজ্ঞদের একটি দল তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে ।
অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়মের । হালকা হালকা জ্বরও ছিল । কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে পরীক্ষা করান । তারপর 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি করা হয় তাঁকে । এখনও সেখানেই রয়েছেন তিনি । 13 অগাস্ট সকালে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয় । শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক ছিল । এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । গভীর রাতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে ICU-তে নিয়ে যেতে হয় । তারপর থেকে লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি ।
যদিও চলতি মাসের শুরুর দিকেই তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছিল । কিন্তু, হঠাৎ আজ ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন কমল হাসান ।