কলকাতা, 21 মার্চ: ব্যস্ত নায়িকা তিনি । চলছে তাঁর নতুন 'ভয় পেও না'-র কাজ। নবীন পরিচালক অয়ন দের পরিচালনায় এই ছবিতে শ্রাবন্তী জুটি বাঁধছেন ওম সাহানির সঙ্গে । ছবিতে তিনি ভয় পাচ্ছেন নাকি পাওয়াচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে । কিন্তু মুখে টুঁ শব্দটি নেই পরিচালকের । পাশাপাশি রাজনৈতিক স্তরেও ব্যস্ত শ্রাবন্তী । সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে নাম লিখিয়েছেন অভিনেত্রী । এহেন ব্যস্ত অভিনেত্রী দোলের আবহে হাজির হন 'দাদাগিরি'র মঞ্চে ।
আর সৌরভের দৌলতেই জানা গেল তাঁর আরও একটি গুণের কথা । শুধু অভিনয় নয়, দারুণ মিমিক্রিও করতে পারেন শ্রাবন্তী । 'দাদাগিরি'র মঞ্চে উঠে এল সেই গোপন প্রতিভার কিছু ঝলক । যদিও এর আগেও 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে হুবহু শিশুদের কণ্ঠে কথা বলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী । এদিন শুরুতেই অভিনেত্রী গুপি বাঘার সেই ভূতের রাজার ভঙ্গিতে কথা বলে শোনান তিনি । এরপর পুরুষ কণ্ঠেও কথা বলে শোনান শ্রাবন্তী । বোঝার উপায় নেই কণ্ঠটি অভিনেত্রীর । এদিন শিশুদের কণ্ঠে কথা বলেও শোনান তিনি ।
আরও পড়ুন : সুপার সিঙ্গারের গ্র্যান্ড ফিনালেতে তারকার হাট, চ্যাম্পিয়ন বেহালার শুচিস্মিতা
এই অবধি সবই ঠিক ছিল । কিন্তু এরপর তাঁর হাটে হাঁড়ি ভাঙেন দাদা (Sourav Ganguly on Srabanti Chatterjee)। সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তিনি নাকি একবার শ্রাবন্তীকে ফোন করেছিলেন একটি অচেনা নম্বর থেকে এবং শ্রাবন্তী অচেনা কারও সঙ্গে কথা বলবেন না বলে এক পুরুষ কণ্ঠে বলেন, "দিদি শ্যুটিংয়ে ব্যস্ত আছেন । পরে কথা বলবেন ।" মজার কথা দাদা ওইদিন বুঝতেই পারেননি যে কণ্ঠটি শ্রাবন্তীর । পরে সব জানাজানি হয় । বাকিটা ইতিহাস ।...এরকমই মজাদার পর্বে মেতে ওঠে চলতি সপ্তাহের রবিবারের 'দাদাগিরি'র মঞ্চ । এদিন দাদার মঞ্চে খেলতে আসেন শ্রাবন্তী, ঐন্দ্রিলা, সোমরাজ, বিক্রম, মনামী এবং পূজা । প্রত্যেকেই এদিন খেলেন দক্ষতার সঙ্গে । তবে, বিজয়ী হন পূজা ।