কলকাতা, 10 অক্টোবর: সৌম্যজিৎ আদক পরিচালিত আসন্ন ছবি 'অল্প হলেও সত্যি'র টিজার হাজির হয়ে গিয়েছে । টিজার লঞ্চে বসেছিল তারকার হাট ৷
শহরের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল 'রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট'- এর ব্যানারে তৈরি সুরেশ তোলানি ও অঙ্কিত দাস প্রযোজিত নতুন ছবি 'অল্প হলেও সত্যি'র টিজার লঞ্চ । এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিৎ আদক । অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, রিষভ বসু, সৃজনী মিত্র প্রমুখ । টিজার লঞ্চের সন্ধ্যায় অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলী ।
আরও পড়ুন: Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের
পরিচালক সৌম্যজিৎ আদক জানালেন, 'অল্প হলেও সত্যি' হল এক জীবনের গল্প । চারজন মানুষের জীবনের নানা রং ধরা পড়বে এই ছবিতে । যাঁদের অতীত জীবনের নানা রঙে রঙিন হবে ছবির প্রতিটি মোড় । একজন ক্যান্সার রোগীর চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে । ভালোবাসা আর বিরহের এক অন্য ছবি 'অল্প হলেও সত্যি'।
প্রসঙ্গত এই ছবি প্রথমে ওয়েবে আসার কথা ছিল । এরপর ছবি তৈরি হতে হতে খুলে যায় প্রেক্ষাগৃহ । পাশাপাশি ছবির নির্মাণ প্রযোজকদের এতটাই মনে ধরে যে, তাঁরা ছবিটিকে প্রেক্ষাগৃহে আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন চটজলদি । আর এই সূত্রেই পরিচালক হিসেবে বড় পর্দায় ডেবিউ করে ফেললেন সৌম্যজিৎ আদক । একইসঙ্গে সৃজনী মিত্ররও বড় পর্দায় ডেবিউ ঘটতে চলেছে এই ছবির হাত ধরে । পুজোর পরেই ছবিটি আসবে প্রেক্ষাগৃহে ।
আরও পড়ুন: Sonali Chowdhury : এবারের পুজোর অনুভূতিটাই অন্যরকম, বললেন সোনালী চৌধুরী