কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক । 21 দিন ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি । আজ দুপুর থেকে তাঁকে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে রাখা হয়েছে । গত তিনদিন ধরে চিকিৎসায় ঠিকমতো সাড়া দিচ্ছেন না বর্ষীয়ান এই অভিনেতা ।
সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক অরিন্দম কর বলেন, " আজ দুপুর 3টে নাগাদ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাঁকে । তাঁর ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ যাতে রোখা যায় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । তাঁর ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে । GI ব্লিডিং হয়নি । প্রস্রাব স্বাভাবিক রয়েছে । অন্য অঙ্গ প্রত্যঙ্গও স্বাভাবিকভাবে কাজ করছে । আমরা চিন্তা করছিলাম সৌমিত্রবাবুর প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছিল । হিমাটোলজিস্টের সঙ্গে আমরা কথা বলেছি । ওঁর প্লেটলেট কাউন্ট বাড়ানোর সব রকম চেষ্টা করছি । ইউরিয়া বেড়েছে । এটা রক্তক্ষরণ ও ডিহাইড্রেশনের কারণে হয়েছে । আমরা যথেষ্ট পরিমাণে ফ্লুইড দিয়েছি । ইনটিউবেশনের পরে সৌমিত্রবাবু স্থিতিশীল রয়েছেন । অক্সিজেন দেওয়া হয়েছে ।"
6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের ওই হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তারপর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি । কয়েকদিন আগে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন । কিন্তু তার মধ্যে 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । এখন ICU-তে রয়েছেন তিনি । আজ দুপুর থেকে তাঁকে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে রাখা হয়েছে ।